আলিপুরদুয়ার, 14 মে : রাজ্যের পর্যটন শিল্পে গতি আনতে কেন্দ্রীয় সরকারের উচিত অতিরিক্ত আর্থিক প্যাকেজ দেওয়া । আলিপুরদুয়ারে এসে বললেন রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব ।
টানা লকডাউনের জেরে রাজ্যের পর্যটন শিল্পের পরিকাঠামো ভেঙে পড়েছে ৷ জানালেন রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব । তিনি চিন্তিত রাজ্যের হোম স্টে পর্যটন ব্যবসার সঙ্গে জড়িত কয়েক হাজার ছোটো ব্যবসায়ীদের জন্য । আজ তিনি বলেন, রাজ্যের অনেক পর্যটন ব্যবসায়ী সিকিম, দার্জিলিং, নেপালে হোটেল, লজ, রিসর্ট লিজ নিয়ে ব্যবসা করতেন । লকডাউনের জেরে আজ তাঁরা সমস্যায় পড়েছেন । তাঁরা হোটেল, লজ ভাড়া দেওয়ার পাশাপাশি বিদ্যুৎ বিল, গাড়ির ভাড়া কোথা থেকে দেবেন তা নিয়ে চিন্তায় আছে পর্যটন দপ্তর । উওরবঙ্গের অর্থনৈতিক পরিকাঠামো পুরোটাই পর্যটন নির্ভর । এই শিল্পের উপর ভিত্তি করেই উত্তরের 50 শতাংশ মানুষের রুটিরুজি চলে । উত্তরের পর্যটন মানচিত্রে পাহাড়, তরাই, ডুয়ার্স মিলে কয়েক লাখ মানুষ সরাসরি পর্যটন ব্যবসার সঙ্গে জড়িত । লকডাউনের জেরে এই ব্যবসা পুরোপুরি বিপর্যস্ত ।
গৌতমবাবু আরও বলেন, রাজ্যের পর্যটন শিল্পের অবস্থা খুব খারাপ । সুন্দরবন থেকে ডুয়ার্স রাজ্যের সর্বত্রই এক ছবি ধরা পড়েছে । রাজ্যের পর্যটন কেন্দ্রগুলোর পরিস্থিতি খতিয়ে দেখতে সার্ভে করা হচ্ছে । এই সার্ভে রিপোর্ট মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেওয়া হবে । পর্যটন শিল্পের এই কঠিন সময়ে সমস্ত টুর অপারেটর ও এই শিল্পের সঙ্গে জড়িত ব্যবসায়ীদের নিয়ে একাধিক বৈঠক করা হচ্ছে । সরকারি হোটেল, রিসর্টগুলোর কর্মীদের সরকার বেতন দিয়ে চালালেও সমস্যায় রয়েছে বেসরকারি হোটেল, রিসর্ট, লজের কর্মীরা । পর্যটন শিল্পের এই বিপুল পরিমাণ ক্ষতির জন্য কেন্দ্রের কাছে অতিরিক্ত প্যাকেজের দাবি করা হবে । রাজ্য সরকারের কাছে দপ্তরের সার্ভে রিপোর্টও তুলে দেওয়া হবে । তারপর যা পদক্ষেপ করার তা মুখ্যমন্ত্রী করবেন ।