ETV Bharat / state

নির্বাচনের জন্য 9 দিন বন্ধ থাকবে ভারত-ভুটান সীমান্ত

লোকসভা নির্বাচন উপলক্ষ্যে তিন দফায় মোট 9 দিন বন্ধ থাকবে ভারত-ভুটান আন্তর্জাতিক সীমান্ত। আজ বিজ্ঞপ্তি জারি করে বিষয়টি জানিয়েছে রয়্যাল গভর্নমেন্ট অব ভুটান।

ভুটান সীমান্ত
author img

By

Published : Apr 8, 2019, 11:43 PM IST

আলিপুরদুয়ার, 8 এপ্রিল: নির্বাচনের জন্য আলিপুরদুয়ার-ভুটান সীমান্ত সিল করে দেওয়া হবে। ভুটান সীমান্ত সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং অসমে নির্বাচনের জন্য তিন দফায় মোট 9 দিন বন্ধ থাকবে আন্তর্জাতিক সীমান্ত। এই মর্মে রয়্যাল গভর্নমেন্ট অফ ভুটান-এর তরফে সরকারি বিবৃতি জারি করা হয়েছে। ভুটানের ডাংখাগ অ্যাডমিনিস্ট্রেশন (Dungkhag Administration) এই বিজ্ঞপ্তি জারি করে। আজ বিকেলে ভুটান সরকারের এই বিজ্ঞপ্তি এসে পৌঁছয় আলিপুরদুয়ারের প্রশাসনিক ভবন 'ডুয়ার্স কন্যা'-য়।

একনজরে দেখে নেওয়া যাক কবে কবে বন্ধ থাকবে ভারত-ভুটান সীমান্ত:

  • রাজ্যে প্রথম দফা নির্বাচন 11 এপ্রিল। দু'টি লোকসভা কেন্দ্র আলিপুরদুয়ার ও কোচবিহারে ভোট। সেই কারণেই ভুটান সীমান্ত 9 এপ্রিল সন্ধ্যা 6টা নাগাদ বন্ধ করে দেওয়া হবে। সীমান্ত খুলবে 11 এপ্রিল সন্ধ্যা 6টায়।
  • 18 এপ্রিল রয়েছে জলপাইগুড়ি কেন্দ্রের ভোট। তাই 16 এপ্রিল সন্ধ্যা 6টায় ফের বন্ধ করে দেওয়া হবে ভুটান সীমান্ত। খুলবে 18 এপ্রিল সন্ধ্যা 6টায়।
  • ভুটান সীমান্ত লাগোয়া অসমের ধুবড়ি, কোকড়াঝার, বরপেটা, গৌহাটি কেন্দ্রের নির্বাচন 23 এপ্রিল। 21 এপ্রিল সন্ধ্যা 6টায় বন্ধ করে দেওয়া হবে ভুটান সীমানা। খুলবে 23 তারিখ সন্ধ্যা 6টায়।

সীমান্ত বন্ধ থাকাকালীন ভুটানের সরকারি আধিকারিক থেকে শুরু করে, সাধারণ নাগরিক, শিক্ষাপ্রতিষ্ঠান, বেসরকারি, সরকারি অফিসের কর্মীরা ও পর্যটকদের ক্ষেত্রে প্রযোজ্য এই নিষেধাজ্ঞা।

ভুটানের ফুন্টশোলিং প্রশাসনের এক আধিকারিক জানিয়েছেন, কেন্দ্রীয় নির্বাচন কমিশনের তরফে ভুটান সরকারকে নির্বাচনের দিনগুলিতে সীমানা সিল করে দেওয়ার আবেদন জানানো হয়েছিল। সেই অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আলিপুরদুয়ার জেলা প্রশাসন অবশ্য এই বিষয়ে কোনও মন্তব্য করতে চায়নি।

আলিপুরদুয়ার, 8 এপ্রিল: নির্বাচনের জন্য আলিপুরদুয়ার-ভুটান সীমান্ত সিল করে দেওয়া হবে। ভুটান সীমান্ত সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং অসমে নির্বাচনের জন্য তিন দফায় মোট 9 দিন বন্ধ থাকবে আন্তর্জাতিক সীমান্ত। এই মর্মে রয়্যাল গভর্নমেন্ট অফ ভুটান-এর তরফে সরকারি বিবৃতি জারি করা হয়েছে। ভুটানের ডাংখাগ অ্যাডমিনিস্ট্রেশন (Dungkhag Administration) এই বিজ্ঞপ্তি জারি করে। আজ বিকেলে ভুটান সরকারের এই বিজ্ঞপ্তি এসে পৌঁছয় আলিপুরদুয়ারের প্রশাসনিক ভবন 'ডুয়ার্স কন্যা'-য়।

একনজরে দেখে নেওয়া যাক কবে কবে বন্ধ থাকবে ভারত-ভুটান সীমান্ত:

  • রাজ্যে প্রথম দফা নির্বাচন 11 এপ্রিল। দু'টি লোকসভা কেন্দ্র আলিপুরদুয়ার ও কোচবিহারে ভোট। সেই কারণেই ভুটান সীমান্ত 9 এপ্রিল সন্ধ্যা 6টা নাগাদ বন্ধ করে দেওয়া হবে। সীমান্ত খুলবে 11 এপ্রিল সন্ধ্যা 6টায়।
  • 18 এপ্রিল রয়েছে জলপাইগুড়ি কেন্দ্রের ভোট। তাই 16 এপ্রিল সন্ধ্যা 6টায় ফের বন্ধ করে দেওয়া হবে ভুটান সীমান্ত। খুলবে 18 এপ্রিল সন্ধ্যা 6টায়।
  • ভুটান সীমান্ত লাগোয়া অসমের ধুবড়ি, কোকড়াঝার, বরপেটা, গৌহাটি কেন্দ্রের নির্বাচন 23 এপ্রিল। 21 এপ্রিল সন্ধ্যা 6টায় বন্ধ করে দেওয়া হবে ভুটান সীমানা। খুলবে 23 তারিখ সন্ধ্যা 6টায়।

সীমান্ত বন্ধ থাকাকালীন ভুটানের সরকারি আধিকারিক থেকে শুরু করে, সাধারণ নাগরিক, শিক্ষাপ্রতিষ্ঠান, বেসরকারি, সরকারি অফিসের কর্মীরা ও পর্যটকদের ক্ষেত্রে প্রযোজ্য এই নিষেধাজ্ঞা।

ভুটানের ফুন্টশোলিং প্রশাসনের এক আধিকারিক জানিয়েছেন, কেন্দ্রীয় নির্বাচন কমিশনের তরফে ভুটান সরকারকে নির্বাচনের দিনগুলিতে সীমানা সিল করে দেওয়ার আবেদন জানানো হয়েছিল। সেই অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আলিপুরদুয়ার জেলা প্রশাসন অবশ্য এই বিষয়ে কোনও মন্তব্য করতে চায়নি।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.