কোচবিহার ও আলিপুরদুয়ার, 10 এপ্রিল : সব বুথে থাকছে না কেন্দ্রীয় বাহিনী। রাজ্যের সশস্ত্র পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর মিশেলে তৈরি করা হয়েছে সুরক্ষা বলয়। সঙ্গে থাকছেন মাইক্রো অবজ়ারভাররা। থাকছে ওয়েবকাস্টিং, ভিডিয়ো ক্যামেরা ও CCTV-র নজরদারি। বুথের সুরক্ষা ব্যবস্থাকে সাহায্য করতে রয়েছে কুইক রেসপন্স টিমও। এই সুরক্ষা ব্যবস্থার উপর ভর করেই কমিশনের প্রতিশ্রুতি আলিপুরদুয়ার ও কোচবিহার লোকসভা কেন্দ্রে নির্বাচন হবে অবাধ ও শান্তিপূর্ণ। দু'দফাতেই নির্বাচনে লড়াই হবে চতুর্মুখী।
এক নজরে কোচবিহার লোকসভা কেন্দ্র
- মোট ভোট কেন্দ্র 1487
- মোট বুথ 2010
- মোট ভোটার 18,10,660
- সার্ভিস ভোটার 3540
- মোট প্রার্থী 11
এক নজরে আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্র
- মোট ভোট কেন্দ্র 1457
- মোট বুথ 1834
- মোট ভোটার 16,43,616
- সার্ভিস ভোটার 4767
- মোট প্রার্থী 7
জেলার সব বুথে যেহেতু কেন্দ্রীয় বাহিনী দেওয়া যায়নি, তাই বুথে বুথে "সেন্ট্রাল ফোর্স সিকিউরিটি মেজ়ার" রাখা হচ্ছে।
কোচবিহারে কমিশনের সুরক্ষা বলয়
- 1153 টি বুথে কেন্দ্রীয় বাহিনী থাকবে
- 857 টি বুথে কেন্দ্রীয় বাহিনী থাকবে না
- সেগুলিতে থাকবে শুধু রাজ্যের সশস্ত্র পুলিশ
- স্পর্শকাতর বুথের সংখ্যা ৬৮২
- কোনও অফলাইন CC ক্যামেরা কাজ করবে না
- 289টি বুথে কমিশনের সরাসরি নজরদারি
- ভিডিয়ো পার্সনের সঙ্গে ক্যামেরা থাকবে 228টি বুথে
- মাইক্রোঅবজ়ারভার থাকবে 350 টি বুথে
- মোতায়েন থাকবে 47 কম্পানি কেন্দ্রীয় বাহিনী
আলিপুরদুয়ারে কমিশনের সুরক্ষা বলয়
- 1020 টি বুথে কেন্দ্রীয় বাহিনী থাকবে না
- 814 টি বুথে কেন্দ্রীয় বাহিনী থাকবে
- জেলায় স্পর্শকাতর বুথের সংখ্যা 544টি
- 180 টি বুথে কাজ করবে অফলাইন CC ক্যামেরা
- 258 টি বুথে কমিশনের সরাসরি নজরদারি
- ভিডিয়ো পার্সনের সঙ্গে ক্যামেরা থাকবে 146 টি বুথে
- মাইক্রোঅবজ়ারভার থাকবে 440 টি বুথে
- মোতায়েন থাকবে 36 কম্পানি কেন্দ্রীয় বাহিনী
যদি কোনও ভোটকর্মী কর্তব্যরত অবস্থায় মারা যান, তাহলে তাঁর পরিবারকে 10 লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। যদি অঙ্গহানি হয় তাহলে ক্ষতিপূরণ দেওয়া হবে 5 লাখ টাকা।
কমিশনের নিষেধাজ্ঞা
বুথের মধ্যে প্রিজ়াইডিং অফিসার, সেক্টর অফিসার ও অবজ়ারভার ছাড়া কেউ মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না। ভোটাররাও মোবাইল ফোন নিয়ে বুথে যেতে পারবেন না। রাজনৈতিক দলের এজেন্টদের ক্ষেত্রেও মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞার নির্দেশ বহাল থাকবে।
সেক্টর অফিসার, এমারজেন্সি রিকোয়ারমেন্ট অফ ইলেকশন, কমিশন ফোর্স অবজ়ারভার ছাড়া কেউ বুথের 200 মিটারের মধ্যে গাড়ি নিয়ে যেতে পারবেন না। পোলিং বুথের 200 মিটারের বাইরে তৈরি করতে হবে রাজনৈতিক দলগুলির বুথ। পোলিং বুথের 200 মিটারের মধ্যে কোনও প্রচার সংক্রান্ত পোস্টার, ব্যানার লাগানো যাবে না।
আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্র
- দশরথ তিরকে - তৃণমূল
- জন বারলা - BJP
- মোহনলালা বসুমাতা- কংগ্রেস
- মিলি ওরাওঁ - RSP
কোচবিহার লোকসভা কেন্দ্র
- পরেশ অধিকারী - তৃণমূল
- নিশীথ প্রামাণিক - BJP
- প্রিয়া রায়চৌধুরি - কংগ্রেস
- গোবিন্দ রায় - ফরওয়ার্ড ব্লক