আলিপুরদুয়ার, 27 এপ্রিল: স্বাস্থ্যকেন্দ্রের মধ্যেই সিলিং ফ্যানে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করলেন এক মহিলা স্বাস্থ্যকর্মী । আলিপুরদুয়ার ব্লকের অধীনে কর্মরত ওই মহিলা স্বাস্থ্যকর্মীর স্বাস্থ্যকেন্দ্রেই আত্মঘাতী হবার চেষ্টার ঘটনায় তোলপাড় জেলা স্বাস্থ্যদপ্তর ।
জানা গেছে, কোরোনা পরিস্থিতিতে পরপর তিনদিন ওই মহিলা স্বাস্থ্যকর্মী কাজে যোগ দেননি । কাজে যোগ না দেওয়ার কারণ জানতে চায় জেলা স্বাস্থ্যদপ্তর । অভিযোগ, এই বিষয়ে সংশ্লিষ্ট ব্লক স্বাস্থ্য দপ্তরের (BMOH) হুমকি সহ্য করতে না পেরে কর্মস্থলেই গলায় ওড়নার ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেন ওই মহিলা । যদিও সহকর্মীদের তৎপরতায় প্রাণে বেঁচে যান তিনি ।
বর্তমানে আলিপুরদুয়ার জেলা হাসপাতালের ক্রিটিকাল কেয়ার ইউনিটে চিকিৎসাধীন ওই মহিলা স্বাস্থ্যকর্মী । আলিপুরদুয়ার জেলা হাসপাতালের সুপার চিন্ময় বর্মন জানিয়েছেন, মহিলার অবস্থা আপাতত স্থিতিশীল । এই ঘটনায় ওই মহিলার সহকর্মীদের তরফে জেলা মুখ্যস্বাস্থ্য আধিকারিকের কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ।
জেলা উপমুখ্য স্বাস্থ্য আধিকারিক ড: সুবর্ণ গোস্বামী জানান, "ওই মহিলা স্বাস্থ্যকর্মী আলিপুরদুয়ার ব্লক 1-এর অধীনে কর্মরত । তিনি অকশিল্যারি নার্স এন্ড মিড ওয়াইফ(ANM)-এর হয়ে কাজ করছেন । যদিও গত তিনদিন ধরে কাজে আসছিলেন না তিনি । এর কারণ জানতে চাওয়া হলে কোনও উত্তর না দিয়েই তিনি ব্লক স্বাস্থ্যকেন্দ্রেই আত্মহত্যার চেষ্টা করেন ।" তিনি আরও বলেন, "এই পরিস্থিতিতে স্বাস্থ্যকর্মী কেন কাজে আসছে না তা জানতে চাইলে কেউ যদি আত্মহত্যা করার চেষ্টা করে, তবে স্বাস্থ্য ব্যবস্থা বলে কিছুই থাকবে না ।"