আলিপুরদুয়ার, ৪ মার্চ : আলিপুরদুয়ারের ২ নম্বর ওয়ার্ডে প্রভাত সংঘ মোড়ে আজ ২৬ ফুট লম্বা শিবলিঙ্গের উদ্বোধন হয়। সেই অনুষ্ঠানে এসেছিলেন স্থানীয় তৃণমূল কংগ্রেস বিধায়ক সৌরভ চক্রবর্তী।
অনুষ্ঠানে তিনি বলেন, "অর্থনীতি থেকে রাজনীতি সব কিছুই ধর্ম-নির্ভর। ধর্মের বাইরে কিছু নেই। ধর্মের প্রতি মানুষের এই আস্থা বৃদ্ধি সমাজের পক্ষে মঙ্গলকর।" যদিও আজ উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন এই অনুষ্ঠানকে কেন্দ্র করে তারস্বরে মাইক বাজায় বিতর্ক ছড়িয়েছে।
BJP রাজ্যে ধর্মীয় সন্ত্রাস ছড়াচ্ছে বলে একাধিকবার অভিযোগ করেছে শাসক দল তৃণমূল কংগ্রেস। যদিও BJP নেতা মুকুল রায় ঘনিষ্ঠ বলে পরিচিত আলিপুরদুয়ারের তৃণমূল বিধায়ক সৌরভ। রাজনৈতিক মহলের মত, মুকুল ঘনিষ্ঠ সৌরভের ক্ষমতা এখন দলে কিছুটা হ্রাস পেয়েছে। তাই আজ তৃণমূল বিধায়কের শিবলিঙ্গের উদ্বোধন অনুষ্ঠানে অংশ নেওয়া এবং সেখানে ধর্ম প্রসঙ্গে তাঁর বক্তব্য নিয়ে জেলার রাজনৈতিক মহলে শুরু হয়েছে জল্পনা।