ETV Bharat / state

কোরোনা মোকাবিলায় জেলাশাসকের দপ্তরে BJP সাংসদ-বিধায়ক, মিলল না দেখা

কোরোনা মোকাবিলা নিয়ে আলোচনার জন্য আলিপুরদুয়ারের জেলাশাসকের দপ্তরে গেছিলেন সেখানকার BJP সাংসদ জন বার্লা ৷ কিন্তু অভিযোগ জেলাশাসক তাঁদের সঙ্গে দেখা না করেই অন্য রাস্তা দিয়ে দপ্তর ছেড়ে চলে যান ৷

আলিপুরদুয়ার
আলিপুরদুয়ার
author img

By

Published : Mar 25, 2020, 8:24 PM IST

আলিপুরদুয়ার, 25 মার্চ : কোরোনা সংক্রমণের মোকাবিলা কীভাবে করা হবে তা নিয়ে আলোচনা করার জন্য আলিপুরদুয়ারের BJP-র সাংসদ ও BJP-র বিধায়ক জেলাশাসকের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন ৷ কিন্তু তাঁদের সঙ্গে দেখা না করেই দপ্তর ছেড়ে চলে যান জেলাশাসক ৷

প্রশাসনিক ভবন ডুয়ার্স কন্যায় জেলাশাসকের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন আলিপুরদুয়ারের BJP-র সাংসদ জন বার্লা ও রাজ্য বিধানসভার BJP-র পরিষদীয় দলনেতা তথা মাদারিহাটের বিধায়ক মনোজ টিজ্ঞা । কিন্তু অভিযোগ, তাঁদের দীর্ঘক্ষণ জেলা শাসক সুরেন্দ্র কুমার মিনার আপ্ত সহায়কের চেম্বারে বসিয়ে রাখা হয় ৷ দীর্ঘক্ষণ বসিয়ে রাখার পরও তাঁদের সঙ্গে দেখা করেননি জেলাশাসক বরং অন্য পথ দিয়ে বাইরে বেরিয়ে যান ৷ কোরোনা মোকাবিলার জন্য জন বার্লা তাঁর সাংসদ কোটা থেকে রাজ্য সরকারকে 50 লাখ টাকা দিয়েছেন । সেই টাকা থেকেই লক ডাউনের জেরে বিপর্যস্ত হয়ে পড়া চা বলয়ের আদিবাসী মহল্লার জন্য কিছু করা যায় কি না আজ সে বিষয়েই আলোচনা করতে সাংসদ ডুয়ার্সকন্যায় হাজির হন ।

DM not meet with BJP MP and BJP MLA
BJP-র সাংসদ জন বার্লা ও রাজ্য বিধানসভার BJP-র পরিষদীয় দলনেতা তথা মাদারিহাটের বিধায়ক মনোজ টিজ্ঞা

সাংসদ বলেন, "জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের সঙ্গে কথা হয়েছে । তিনি ভালো ভাবে সব পরিস্থিতির ব্যাখ্যা দিয়েছেন । তবে জেলাশাসক দেখা না করে চলে যাওয়া ঠিক হয়নি । দেশের এমন একটা পরিস্থিতিতে আমাদের সকলের উচিত একসঙ্গে মিলেমিশে কাজ করা । আমরা এই পরিস্থিতিতে রাজনীতি করতে আসিনি । জেলাশাসক কোনও রাজনৈতিক ব্যক্তি নন । তিনি কেন আমাদের সঙ্গে দেখা করলেন না ?"

এ বিষয়ে মনোজবাবু বলেন, "চা বলয়ের মানুষের দৈন্যদশা নিয়ে জেলাশাসকের সঙ্গে দেখা করতে এসেছিলাম ৷ উনি চেম্বারে ছিলেন, তবুও আমাদের সঙ্গে দেখা করেননি ।"

আলিপুরদুয়ার, 25 মার্চ : কোরোনা সংক্রমণের মোকাবিলা কীভাবে করা হবে তা নিয়ে আলোচনা করার জন্য আলিপুরদুয়ারের BJP-র সাংসদ ও BJP-র বিধায়ক জেলাশাসকের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন ৷ কিন্তু তাঁদের সঙ্গে দেখা না করেই দপ্তর ছেড়ে চলে যান জেলাশাসক ৷

প্রশাসনিক ভবন ডুয়ার্স কন্যায় জেলাশাসকের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন আলিপুরদুয়ারের BJP-র সাংসদ জন বার্লা ও রাজ্য বিধানসভার BJP-র পরিষদীয় দলনেতা তথা মাদারিহাটের বিধায়ক মনোজ টিজ্ঞা । কিন্তু অভিযোগ, তাঁদের দীর্ঘক্ষণ জেলা শাসক সুরেন্দ্র কুমার মিনার আপ্ত সহায়কের চেম্বারে বসিয়ে রাখা হয় ৷ দীর্ঘক্ষণ বসিয়ে রাখার পরও তাঁদের সঙ্গে দেখা করেননি জেলাশাসক বরং অন্য পথ দিয়ে বাইরে বেরিয়ে যান ৷ কোরোনা মোকাবিলার জন্য জন বার্লা তাঁর সাংসদ কোটা থেকে রাজ্য সরকারকে 50 লাখ টাকা দিয়েছেন । সেই টাকা থেকেই লক ডাউনের জেরে বিপর্যস্ত হয়ে পড়া চা বলয়ের আদিবাসী মহল্লার জন্য কিছু করা যায় কি না আজ সে বিষয়েই আলোচনা করতে সাংসদ ডুয়ার্সকন্যায় হাজির হন ।

DM not meet with BJP MP and BJP MLA
BJP-র সাংসদ জন বার্লা ও রাজ্য বিধানসভার BJP-র পরিষদীয় দলনেতা তথা মাদারিহাটের বিধায়ক মনোজ টিজ্ঞা

সাংসদ বলেন, "জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের সঙ্গে কথা হয়েছে । তিনি ভালো ভাবে সব পরিস্থিতির ব্যাখ্যা দিয়েছেন । তবে জেলাশাসক দেখা না করে চলে যাওয়া ঠিক হয়নি । দেশের এমন একটা পরিস্থিতিতে আমাদের সকলের উচিত একসঙ্গে মিলেমিশে কাজ করা । আমরা এই পরিস্থিতিতে রাজনীতি করতে আসিনি । জেলাশাসক কোনও রাজনৈতিক ব্যক্তি নন । তিনি কেন আমাদের সঙ্গে দেখা করলেন না ?"

এ বিষয়ে মনোজবাবু বলেন, "চা বলয়ের মানুষের দৈন্যদশা নিয়ে জেলাশাসকের সঙ্গে দেখা করতে এসেছিলাম ৷ উনি চেম্বারে ছিলেন, তবুও আমাদের সঙ্গে দেখা করেননি ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.