ETV Bharat / state

মৃত চা শ্রমিকদের ব্যাঙ্ক থেকে উধাও টাকা, ধৃত ব্যাঙ্কের কোষাধ্যক্ষ

ব্য়াঙ্কের অ্যাকাউন্ট থেকে উধাও টাকা ৷ প্রায় তিরিশ লাখ টাকা লোপাট মৃত চা বাগানের শ্রমিকদের অ্যাকাউন্ট থেকে ৷ ঘটনায় অভিযুক্ত এক ব্যাঙ্ককর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ ৷

Kalchini Police Station
কালচিনি থানা
author img

By

Published : Feb 2, 2020, 8:25 AM IST

আলিপুরদুয়ার, 2 ফেব্রুয়ারি : মৃত চা বাগানের শ্রমিকদের সই জাল করে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে লোপাট প্রায় ৩০ লাখ টাকা ৷ তছরুপের অভিযোগে গতকাল এক ব্যাঙ্ককর্মী সহ মোট চারজনকে গ্রেপ্তার করল কালচিনি থানার পুলিশ ।

গত 20 ডিসেম্বর এক রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের হ্যামিলন্টনগঞ্জ শাখার ম্যানেজার এই বিষয়ে কালচিনি থানায় অভিযোগ দাযের করেন ৷ অভিযোগের ভিত্তিতে ওই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের হ্যামিলন্টনগঞ্জ শাখার কোষাধ্যক্ষ ঘনশ্যাম গুরুং ও তার সঙ্গে যুক্ত তিন দালাল শম্ভু চৌধুরি, সমীর মির্ধা, রতন মিঞ্জকে গ্রেপ্তার করে পুলিশ ৷ ধৃতদের গতকাল আলিপুরদুয়ার আদালতে পাঠানো হয়েছে ।

অভিযুক্ত ঘনশ্যাম গুরুং গত বছরের 31 ডিসেম্বর অবসর নিয়েছে চাকরি থেকে । চা বাগানের শ্রমিকদের সই জাল করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা আত্মসাৎ করার একটা চক্র ডুয়ার্সের বিভিন্ন চা বাগানে সক্রিয় । এমন অভিযোগ আগেও উঠেছিল ৷ তবে এবার শ্রমিকদের টাকা লোপাটের চক্রের সঙ্গে ব্যাঙ্ক কর্মীর যোগসাজসের ঘটনা প্রকাশ্যে চলে আসায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে কালচিনি ব্লকের চা বলয়ে ।

এই বিষয়ে কালচিনি থানার OC অভিষেক ভট্টাচার্য জানিয়েছেন, "শ্রমিকদের ব‍্যাঙ্ক আ্যাকাউন্ট থেকে টাকা আত্মসাৎ করার অভিযোগ ব‍্যাঙ্ক কর্তৃপক্ষ জানিয়েছে । এরপরেই ঘটনায় জড়িত চারজন গ্ৰেপ্তার হয়েছে । এর মধ‍্যে একজন ব‍্যাঙ্ক কর্মীও যুক্ত । যদিও ওই ব‍্যাঙ্ক কর্মী গত ৩১ ডিসেম্বর অবসর নিয়েছেন । পুরো ঘটনার তদন্ত করছে পুলিশ।"

আলিপুরদুয়ার, 2 ফেব্রুয়ারি : মৃত চা বাগানের শ্রমিকদের সই জাল করে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে লোপাট প্রায় ৩০ লাখ টাকা ৷ তছরুপের অভিযোগে গতকাল এক ব্যাঙ্ককর্মী সহ মোট চারজনকে গ্রেপ্তার করল কালচিনি থানার পুলিশ ।

গত 20 ডিসেম্বর এক রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের হ্যামিলন্টনগঞ্জ শাখার ম্যানেজার এই বিষয়ে কালচিনি থানায় অভিযোগ দাযের করেন ৷ অভিযোগের ভিত্তিতে ওই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের হ্যামিলন্টনগঞ্জ শাখার কোষাধ্যক্ষ ঘনশ্যাম গুরুং ও তার সঙ্গে যুক্ত তিন দালাল শম্ভু চৌধুরি, সমীর মির্ধা, রতন মিঞ্জকে গ্রেপ্তার করে পুলিশ ৷ ধৃতদের গতকাল আলিপুরদুয়ার আদালতে পাঠানো হয়েছে ।

অভিযুক্ত ঘনশ্যাম গুরুং গত বছরের 31 ডিসেম্বর অবসর নিয়েছে চাকরি থেকে । চা বাগানের শ্রমিকদের সই জাল করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা আত্মসাৎ করার একটা চক্র ডুয়ার্সের বিভিন্ন চা বাগানে সক্রিয় । এমন অভিযোগ আগেও উঠেছিল ৷ তবে এবার শ্রমিকদের টাকা লোপাটের চক্রের সঙ্গে ব্যাঙ্ক কর্মীর যোগসাজসের ঘটনা প্রকাশ্যে চলে আসায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে কালচিনি ব্লকের চা বলয়ে ।

এই বিষয়ে কালচিনি থানার OC অভিষেক ভট্টাচার্য জানিয়েছেন, "শ্রমিকদের ব‍্যাঙ্ক আ্যাকাউন্ট থেকে টাকা আত্মসাৎ করার অভিযোগ ব‍্যাঙ্ক কর্তৃপক্ষ জানিয়েছে । এরপরেই ঘটনায় জড়িত চারজন গ্ৰেপ্তার হয়েছে । এর মধ‍্যে একজন ব‍্যাঙ্ক কর্মীও যুক্ত । যদিও ওই ব‍্যাঙ্ক কর্মী গত ৩১ ডিসেম্বর অবসর নিয়েছেন । পুরো ঘটনার তদন্ত করছে পুলিশ।"

Intro:আলিপুরদুয়ার:-মৃত চা বাগানের শ্রমিকদের সই জাল করে তাদের ব‍্যাঙ্ক আ্যকাউণ্ট থেকে প্রায় ৩০ লক্ষ টাকা তছরুপের অভিযোগে এক ব‍্যাঙ্ক কর্মী সহ মোট চারজনকে গ্ৰেপ্তার করল কালচিনি থানার পুলিশ ।

Body:গত 20 ডিসেম্বর হ‍্যামিলণ্টণগঞ্জ স্টেট ব‍্যাঙ্ক অফ ইণ্ডিয়ার শাখা ম‍্যানেজার এই বিষয়ে কালচিনি থানায় অভিযোগ করে এবং এই অভিযোগের ভিত্তিতে স্টেট ব‍্যাঙ্ক হ‍্যামিলণ্টণগঞ্জ শাখার ক‍্যাশিয়ার ঘনশ‍্যাম গুরুঙ ও তার সাথে যুক্ত তিন জন দালাল শম্ভু চৌধুরী, সমীর মির্ধা, রতন মিঞ্জ কে গ্ৰেপ্তার করে পুলিশ ধৃতদের আজ আলিপুরদুয়ার কোর্টে পাঠিয়েছে।
ঘনশ‍্যাম গুরুঙ গত 31 ডিসেম্বর অবসর নিয়েছে চাকরি থেকে । এই বিষয়ে উল্লেখ্য চা বাগানের সহজ সরল শ্রমিকদের টাকা ব‍্যাঙ্ক আ্যকাউণ্ট থেকে সই জাল করে আত্মসাৎ করার একটা চক্র ডুয়ার্সের বিভিন্ন চা বাগানে সক্রিয় । এমনকি মৃত চা শ্রমিকদের আ্যকাউণ্ট থেকে টাকা তুলে নেবার অভিযোগও রয়েছে।
শ্রমিকদের টাকা আত্মসাৎ এর চক্রের সাথে ব‍্যাঙ্ক কর্মীর যোগসাজসের ঘটনা প্রকাশ‍্যে চলে আসায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে কালচিনি ব্লকের চা বলয়ে।

Conclusion:এই বিষয়ে কালচিনি থানার ওসি অভিষেক ভট্টাচার্য জানান যে শ্রমিকদের ব‍্যাঙ্ক আ্যাকাউণ্ট থেকে টাকা আত্মসাৎ করার অভিযোগ ব‍্যাংক কর্তৃপক্ষ জানায়।এরপরেই ঘটনায় জড়িত চারজন গ্ৰেপ্তার হয়েছে। এর মধ‍্যে একজন ব‍্যাঙ্ক কর্মীও যুক্ত ।যদিও ওই ব‍্যাঙ্ক কর্মী গত ৩১ ডিসেম্বর অবসর নিয়েছে বলে জানা গিয়েছে । পুরো ঘটনার তদন্ত করছে পুলিশ।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.