আলিপুরদুয়ার, 2 ফেব্রুয়ারি : মৃত চা বাগানের শ্রমিকদের সই জাল করে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে লোপাট প্রায় ৩০ লাখ টাকা ৷ তছরুপের অভিযোগে গতকাল এক ব্যাঙ্ককর্মী সহ মোট চারজনকে গ্রেপ্তার করল কালচিনি থানার পুলিশ ।
গত 20 ডিসেম্বর এক রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের হ্যামিলন্টনগঞ্জ শাখার ম্যানেজার এই বিষয়ে কালচিনি থানায় অভিযোগ দাযের করেন ৷ অভিযোগের ভিত্তিতে ওই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের হ্যামিলন্টনগঞ্জ শাখার কোষাধ্যক্ষ ঘনশ্যাম গুরুং ও তার সঙ্গে যুক্ত তিন দালাল শম্ভু চৌধুরি, সমীর মির্ধা, রতন মিঞ্জকে গ্রেপ্তার করে পুলিশ ৷ ধৃতদের গতকাল আলিপুরদুয়ার আদালতে পাঠানো হয়েছে ।
অভিযুক্ত ঘনশ্যাম গুরুং গত বছরের 31 ডিসেম্বর অবসর নিয়েছে চাকরি থেকে । চা বাগানের শ্রমিকদের সই জাল করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা আত্মসাৎ করার একটা চক্র ডুয়ার্সের বিভিন্ন চা বাগানে সক্রিয় । এমন অভিযোগ আগেও উঠেছিল ৷ তবে এবার শ্রমিকদের টাকা লোপাটের চক্রের সঙ্গে ব্যাঙ্ক কর্মীর যোগসাজসের ঘটনা প্রকাশ্যে চলে আসায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে কালচিনি ব্লকের চা বলয়ে ।
এই বিষয়ে কালচিনি থানার OC অভিষেক ভট্টাচার্য জানিয়েছেন, "শ্রমিকদের ব্যাঙ্ক আ্যাকাউন্ট থেকে টাকা আত্মসাৎ করার অভিযোগ ব্যাঙ্ক কর্তৃপক্ষ জানিয়েছে । এরপরেই ঘটনায় জড়িত চারজন গ্ৰেপ্তার হয়েছে । এর মধ্যে একজন ব্যাঙ্ক কর্মীও যুক্ত । যদিও ওই ব্যাঙ্ক কর্মী গত ৩১ ডিসেম্বর অবসর নিয়েছেন । পুরো ঘটনার তদন্ত করছে পুলিশ।"