ETV Bharat / state

পথ ভুলে আলিপুরদুয়ারে বাংলাদেশি নাগরিক , সাহায্য তৃণমূলের সভাপতির

বাংলাদেশের গোলকগঞ্জ এলাকার বাসিন্দা পথ ভুল করে আলিপুরদুয়ারে ৷ সেই বাংলাদেশি নাগরিককে উদ্ধার করে কোয়ারানটিনে পাঠিয়ে দেয় আলিপুরদুয়ার জেলা পুলিশ। ওই নাগরিককে সাহায্যের হাত বাড়িয়ে দেন তৃণমূলের জেলা সভাপতি মৃদুল গোস্বামী ৷

alipurduar
আলিপুরদুয়ার
author img

By

Published : May 6, 2020, 8:33 PM IST

আলিপুরদুয়ার, 6 মে : লকডাউন ৷ আলিপুরদুয়ারের রাস্তা-ঘাট প্রায় জনমানবহীন ৷ রাস্তায় দাঁড়িয়ে থাকা গুটিকয়েক এলাকাবাসীদের কাছে বাংলাদেশে যাওয়ার রাস্তা জিজ্ঞাসা করাতে সন্দেহ হয় এলাকাবাসীর ৷ খবর দেওয়া হয় জেলা পুলিশকে ৷ সেই বাংলাদেশি নাগরিককে উদ্ধার করে কোয়ারানটিনে পাঠিয়ে দেয় আলিপুরদুয়ার জেলা পুলিশ। ওই নাগরিককে সাহায্যের হাত বাড়িয়ে দেন তৃণমূলের জেলা সভাপতি মৃদুল গোস্বামী ৷

পুলিশ জানিয়েছে বাংলাদেশি ওই ব্যক্তির নাম ওয়াহিদ আনসারি। তিনি বাংলাদেশের গোলকগঞ্জ এলাকার বাসিন্দা। বাংলাদেশি ওই নাগরিক জানিয়েছেন অসম থেকে হাঁটা পথে বাংলাদেশ যাবার পথে ভুল করে আলিপুরদুয়ারে চলে আসেন।মঙ্গলবার রাতে আলিপুরদুয়ারের স্থানীয় বাসিন্দাদের কাছে রাস্তা ও থানার ঠিকানা জিজ্ঞাসাবাদ করেন ওই ব্যাক্তি। এতে সন্দেহ জাগে এলাকাবাসীর। খবর যায় আলিপুরদুয়ার থানায়। ঘটনা জানাজানি হতেই এলাকায় উপস্থিত হন আলিপুরদুয়ার জেলা তৃণমূলের সভাপতি মৃদুল গোস্বামী। এরপর জেলা পুলিশের কর্তারা ঘটনাস্থানে এসে ওই ব্যক্তির সমস্ত রকম তথ্য খতিয়ে দেখেন তাঁরা। প্রমাণিত হয় যে ওই ব্যক্তি বৈধ পাসপোর্ট ও ভিসা নিয়েই ভারতে এসেছিলেন।

ওয়াহিদ আনসারি জানিয়েছেন , আমি গত মার্চ মাসে অসমে আত্মীয়র বাড়ি বেড়াতে আসি । অসমের বরপেটা এলাকায় আমার আত্মীয়ের বাড়ি। তবে কোরোনার জেরে লকডাউন হওয়ায় আমি আটকে পড়ি । এদিকে আমার ভিসার মেয়াদও ফুরিয়ে আসতে শুরু করেছে । অবশেষে কোনও উপায় না পেয়ে আমি হেঁটেই বাড়ি ফিরব বলে ঠিক করি ৷ "

আলিপুরদুয়ার তৃণমূলের সভাপতি মৃদুল গোস্বামী জানিয়েছেন "ওয়াহিদ আমাদের দেশের অতিথি। আমাদের দেশে ঘুরতে এসে লকডাউনে আটকা পড়ে যান। তাঁর কাছে সমস্ত বৈধ কাগজপত্রও রয়েছে। তাই তাঁকে সুস্থ করে দেশে ফেরত পাঠানো আমাদের কর্তব্য।তাঁকে আমরা চিকিৎসার জন্য পাঠিয়েছি। রিপোর্ট নেগেটিভ এলে তাঁকে দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হবে।"


আলিপুরদুয়ার, 6 মে : লকডাউন ৷ আলিপুরদুয়ারের রাস্তা-ঘাট প্রায় জনমানবহীন ৷ রাস্তায় দাঁড়িয়ে থাকা গুটিকয়েক এলাকাবাসীদের কাছে বাংলাদেশে যাওয়ার রাস্তা জিজ্ঞাসা করাতে সন্দেহ হয় এলাকাবাসীর ৷ খবর দেওয়া হয় জেলা পুলিশকে ৷ সেই বাংলাদেশি নাগরিককে উদ্ধার করে কোয়ারানটিনে পাঠিয়ে দেয় আলিপুরদুয়ার জেলা পুলিশ। ওই নাগরিককে সাহায্যের হাত বাড়িয়ে দেন তৃণমূলের জেলা সভাপতি মৃদুল গোস্বামী ৷

পুলিশ জানিয়েছে বাংলাদেশি ওই ব্যক্তির নাম ওয়াহিদ আনসারি। তিনি বাংলাদেশের গোলকগঞ্জ এলাকার বাসিন্দা। বাংলাদেশি ওই নাগরিক জানিয়েছেন অসম থেকে হাঁটা পথে বাংলাদেশ যাবার পথে ভুল করে আলিপুরদুয়ারে চলে আসেন।মঙ্গলবার রাতে আলিপুরদুয়ারের স্থানীয় বাসিন্দাদের কাছে রাস্তা ও থানার ঠিকানা জিজ্ঞাসাবাদ করেন ওই ব্যাক্তি। এতে সন্দেহ জাগে এলাকাবাসীর। খবর যায় আলিপুরদুয়ার থানায়। ঘটনা জানাজানি হতেই এলাকায় উপস্থিত হন আলিপুরদুয়ার জেলা তৃণমূলের সভাপতি মৃদুল গোস্বামী। এরপর জেলা পুলিশের কর্তারা ঘটনাস্থানে এসে ওই ব্যক্তির সমস্ত রকম তথ্য খতিয়ে দেখেন তাঁরা। প্রমাণিত হয় যে ওই ব্যক্তি বৈধ পাসপোর্ট ও ভিসা নিয়েই ভারতে এসেছিলেন।

ওয়াহিদ আনসারি জানিয়েছেন , আমি গত মার্চ মাসে অসমে আত্মীয়র বাড়ি বেড়াতে আসি । অসমের বরপেটা এলাকায় আমার আত্মীয়ের বাড়ি। তবে কোরোনার জেরে লকডাউন হওয়ায় আমি আটকে পড়ি । এদিকে আমার ভিসার মেয়াদও ফুরিয়ে আসতে শুরু করেছে । অবশেষে কোনও উপায় না পেয়ে আমি হেঁটেই বাড়ি ফিরব বলে ঠিক করি ৷ "

আলিপুরদুয়ার তৃণমূলের সভাপতি মৃদুল গোস্বামী জানিয়েছেন "ওয়াহিদ আমাদের দেশের অতিথি। আমাদের দেশে ঘুরতে এসে লকডাউনে আটকা পড়ে যান। তাঁর কাছে সমস্ত বৈধ কাগজপত্রও রয়েছে। তাই তাঁকে সুস্থ করে দেশে ফেরত পাঠানো আমাদের কর্তব্য।তাঁকে আমরা চিকিৎসার জন্য পাঠিয়েছি। রিপোর্ট নেগেটিভ এলে তাঁকে দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হবে।"


ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.