ETV Bharat / state

কালচিনিতে দিলীপ ঘোষের কনভয়ে হামলা

দিলীপ ঘোষের কনভয়ে হামলা চালানোর অভিযোগ । দিলীপ ঘোষকে কালো মাস্ক ও কালো পতাকা দেখিয়ে "গো ব্যাক" স্লোগান দিতে থাকেন মোর্চা সমর্থকরা ।

Dilip Ghosh
Dilip Ghosh
author img

By

Published : Nov 12, 2020, 1:48 PM IST

Updated : Nov 12, 2020, 9:34 PM IST

কালচিনি, 12 নভেম্বর : ভারত-ভুটান সীমান্তে আলিপুরদুয়ারের কালচিনি ব্লকের দলসিং পাড়ার কাছে BJP রাজ্য সভাপতি দিলীপ ঘোষের কনভয়ে হামলা । ভাঙা হয়েছে বিধায়ক উইলসন চম্পামারি গাড়ির কাচও । অল্পের জন্য রেহাই পায় দিলীপ ঘোষের গাড়ি । তাঁর গাড়ি লক্ষ্য করে পাথর ছোড়ার অভিযোগ উঠেছে ।

আজ আলিপুরদুয়ারে দিলীপ ঘোষের নেতৃত্বে প্রায় একশো বাইক নিয়ে একটি র‍্যালি করা হয় । এই বাইক মিছিলকে কেন্দ্র করে জয়গাঁর দলসিংপাড়ায় বচসায় জড়িয়ে পড়েন BJP সমর্থক ও পুলিশকর্মীরা । ব়্যালির জন্য যতগুলি বাইকের অনুমতি নেওয়া হয়েছিল, তার থেকে বেশি বাইক ছিল। সেই কারণেই দিলীপ ঘোষের ওই রাজনৈতিক কর্মসূচিতে বাধা দেয় পুলিশ ।

Dilip Ghosh
ভাঙল গাড়ির কাচ

পুলিশের বক্তব্য, পঁচিশটি বাইক নিয়ে মিছিলের অনুমতি নিয়েছিল BJP । কিন্তু বাইকের সংখ্যা বেশি হওয়ায় তাতে বাধা দেয় পুলিশ । ঘটনাকে কেন্দ্র করে জয়গাঁর দলসিংপাড়ায় বচসায় জড়িয়ে পড়েন BJP সমর্থক ও পুলিশকর্মীরা । পুলিশের কর্ডন ভেঙে বেআইনি ভাবে বাইক মিছিল চালিয়ে যাওয়ারও অভিযোগ ওঠে দিলীপ ঘোষের বিরুদ্ধে ।

Dilip Ghosh
গাড়ি লক্ষ্য করে পাথর ছোড়ার অভিযোগ

এরপর ওই র‍্যালি জয়গাঁর GST মোড়ে পৌঁছাতেই একদল মোর্চা সমর্থক দিলীপ ঘোষকে কালো মাস্ক ও কালো পতাকা দেখিয়ে "গো ব্যাক" স্লোগান দিতে থাকেন । এরপর তাঁর কনভয়ে হামলা চালানো হয় ।

জয়গাঁর GST মোড়ে দিলীপ ঘোষকে "গো ব্যাক" স্লোগানঅ

হামলার তীব্র নিন্দা করেছেন BJP-র রাজ্য সম্পাদক সায়ন্তন বসু । তিনি বলেন, "হতাশা থেকেই একাজ করছে রাজ্যের শাসকদল।"

কালচিনি, 12 নভেম্বর : ভারত-ভুটান সীমান্তে আলিপুরদুয়ারের কালচিনি ব্লকের দলসিং পাড়ার কাছে BJP রাজ্য সভাপতি দিলীপ ঘোষের কনভয়ে হামলা । ভাঙা হয়েছে বিধায়ক উইলসন চম্পামারি গাড়ির কাচও । অল্পের জন্য রেহাই পায় দিলীপ ঘোষের গাড়ি । তাঁর গাড়ি লক্ষ্য করে পাথর ছোড়ার অভিযোগ উঠেছে ।

আজ আলিপুরদুয়ারে দিলীপ ঘোষের নেতৃত্বে প্রায় একশো বাইক নিয়ে একটি র‍্যালি করা হয় । এই বাইক মিছিলকে কেন্দ্র করে জয়গাঁর দলসিংপাড়ায় বচসায় জড়িয়ে পড়েন BJP সমর্থক ও পুলিশকর্মীরা । ব়্যালির জন্য যতগুলি বাইকের অনুমতি নেওয়া হয়েছিল, তার থেকে বেশি বাইক ছিল। সেই কারণেই দিলীপ ঘোষের ওই রাজনৈতিক কর্মসূচিতে বাধা দেয় পুলিশ ।

Dilip Ghosh
ভাঙল গাড়ির কাচ

পুলিশের বক্তব্য, পঁচিশটি বাইক নিয়ে মিছিলের অনুমতি নিয়েছিল BJP । কিন্তু বাইকের সংখ্যা বেশি হওয়ায় তাতে বাধা দেয় পুলিশ । ঘটনাকে কেন্দ্র করে জয়গাঁর দলসিংপাড়ায় বচসায় জড়িয়ে পড়েন BJP সমর্থক ও পুলিশকর্মীরা । পুলিশের কর্ডন ভেঙে বেআইনি ভাবে বাইক মিছিল চালিয়ে যাওয়ারও অভিযোগ ওঠে দিলীপ ঘোষের বিরুদ্ধে ।

Dilip Ghosh
গাড়ি লক্ষ্য করে পাথর ছোড়ার অভিযোগ

এরপর ওই র‍্যালি জয়গাঁর GST মোড়ে পৌঁছাতেই একদল মোর্চা সমর্থক দিলীপ ঘোষকে কালো মাস্ক ও কালো পতাকা দেখিয়ে "গো ব্যাক" স্লোগান দিতে থাকেন । এরপর তাঁর কনভয়ে হামলা চালানো হয় ।

জয়গাঁর GST মোড়ে দিলীপ ঘোষকে "গো ব্যাক" স্লোগানঅ

হামলার তীব্র নিন্দা করেছেন BJP-র রাজ্য সম্পাদক সায়ন্তন বসু । তিনি বলেন, "হতাশা থেকেই একাজ করছে রাজ্যের শাসকদল।"

Last Updated : Nov 12, 2020, 9:34 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.