আলিপুরদুয়ার, 8 জানুয়ারি: পৃথিবীর সবচেয়ে ছোট জনজাতি টোটো। দীর্ঘদিন ধরে টোটো জনজাতির জমি দখল হয়ে যাওয়ার অভিযোগ উঠে এসেছে। টোটোপাড়ার জমি জরিপ করে সীমানার দাবি এই জনজাতির মানুষের বহুদিনের। আলিপুরদুয়ার জেলার মাদারিহাট বীরপাড়ার ভারত-ভুটান সীমান্তে বসবাস এই টোটো জনজাতির।
জমি দখল করে অন্যান্যরা বসবাস করায় টোটোপাড়ায় অন্য সম্প্রদায়ের সংখ্যা বেড়েই চলেছে। তাই এই জমির সমস্যা নিয়ে এলাকার টোটো ও টোটো নয়, এমন সম্প্রদায়ের নাগরিকদের নিয়ে গত বছর বৈঠক করেন আলিপুরদুয়ারের মহকুমাশাসক বিপ্লব সরকার। আলিপুরদুয়ার জেলাপ্রশাসন জানতই না টোটোপাড়ার জমির অবস্থান ঠিক কী পর্যায়ে রয়েছে। ফলে টোটোপাড়ার জমির জরিপের কাজ শুরু করা হয়।
টোটো কল্যাণ সমিতির সভাপতি অশোক টোটো বলেন, "আমাদের জমির সমস্যা। রিজার্ভ ল্যান্ড আগে ছিল। কিন্তু বাম সরকার রিভার্জ ল্যান্ড তুলে দেয়। বাকিটা ভেস্ট ল্যান্ড করে দেয়। আমাদের টোটোপাড়ায় 347 একর জমি রয়েছে। স্বভূমিতে আমরা পরভূমি হয়ে আছি। আমাদের বলা হয়েছিল প্রশাসন থেকে আগে টোটোপাড়ার মানচিত্র বের হবে তারপর সীমানা হবে। প্রশাসনের কাছে টোটোদের জমি সীমানা করে দিতে অনুরোধ করা হয়েছিল। যারা এতদিন ধরে টোটোপাড়ায় বসবাস করছে অর্থাৎ নন টোটোরাও যেন উচ্ছেদ না-হয় সেই বিষয়ে আবেদন করা হয়েছিল। অন্যান্য সম্প্রদায়ের সংখ্যা বেড়ে যাওয়ায় টোটো সংস্কৃতি নষ্ট হচ্ছে। এটা রক্ষা করতে না-পারলে আমাদের জাতির অপমান ৷"
টোটোপাড়া বল্লালগুড়ির পঞ্চায়েত প্রধান রূপচাঁদ টোটো বলেন, "আমাদের টোটোপাড়ায় 415টি পরিবার রয়েছে। টোটোদের মোট জনসংখ্যা 1 হাজার 662। ভারতবর্ষের শুধুমাত্র টোটোপাড়াতেই এই জনজাতির বাস। গত বছর মে মাস থেকে একটা সার্ভে হয়েছিল। তারপর সার্ভে রিপোর্ট আমরা পাইনি। আমরা চাই টোটোপাড়ায় টোটোদের জমি নিয়ে কংক্রিট সার্ভে হোক ৷" আলিপুরদুয়ারের জেলাশাসক আর বিমলা জানান, টোটোপাড়ায় জমি জরিপের কাজ চলছে। কোনও টোটোর জমির দখল হয়ে যাওয়ার খবর তাঁদের কাছে লিখিতভাবে আসেনি। টোটোপাড়ায় অনেক আগে থেকে অন্য সম্প্রদায়ের মানুষও বসবাস করছে। তাঁরা চেষ্টা করছেন জমি মেপে টোটোপাড়ার সীমানা নির্ধারণ করার।
আরও পড়ুন: