ETV Bharat / state

ইদে কোয়ারানটিন সেন্টারে বিরিয়ানির প্যাকেট বিতরণ আলিপুরদুয়ার জেলা পরিষদ মেন্টরের - মোহন শর্মা

ইদ উপলক্ষে কোয়ারানটিন সেণ্টারে থাকা আবাসিকদের বিরিয়ানির প্যাকেট বিতরণ করলেন আলিপুরদুয়ার জেলা পরিষদের মেন্টর মোহন শর্মা । পাশাপাশি নতুন বস্ত্র তুলে দেওয়া হয় কোয়ারানটিন সেন্টারে থাকা মুসলিম ধর্মাবলম্বী মানুষগুলির হাতে ৷

Alipurduar district council mentor distributed biryani packets to quarantine center on Eid
আলিপুরদুয়ার
author img

By

Published : May 25, 2020, 8:24 PM IST

আলিপুরদুয়ার, 25 মে : রাজ্যজুড়ে কোয়ারানটিন সেন্টারে নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগে আবাসিকদের বিক্ষোভ অব্যাহত। তবে খুশির ইদ উপলক্ষ্যে কোয়ারানটিন সেন্টারে থাকা আবাসিকদের বিরিয়ানি খাওয়ালেন আলিপুরদুয়ার জেলা পরিষদের মেন্টর মোহন শর্মা । সেই সঙ্গে ভারত-ভুটান সীমান্তের কোয়ারানটিন সেন্টারগুলিতে থাকা মুসলিম সম্প্রদায়ের মানুষদের ইদ উপলক্ষে নতুন বস্ত্র প্রদান করেন মোহন শর্মা ।

সোমবার বিকেলে প্রথমে কালচিনি কৃষক বাজার কোয়ারানটিন সেণ্টারে নতুন বস্ত্র বিতরণ করেন মেণ্টর মোহন শর্মা । এই সেণ্টারের 13 জন মুসলিম ধর্মাবলম্বী মানুষকে নতুন বস্ত্র প্রদান করা হয় । এরপর তিনি সীমান্তের জয়গাঁ সেন্টারে ছয়জনকে নতুন বস্ত্র প্রদান করেন । কালচিনি ব্লকের এই দুই সেন্টারে আজ প্যাকেটে করে মোট 40 জনকে বিরিয়ানি খাওয়ানো হয় । মোহন শর্মার ছাড়াও তার সঙ্গে ছিলেন কালচিনির লতাবাড়ি রোগী কল‍্যাণ সমিতির চেয়ারম্যান অসীম মজুমদার , পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি প্রভাত মুখোপাধ্যায় প্রমুখ ।

মেন্টর মোহন শর্মা বলেন , আমরা বিভিন্ন কোয়ারানটিন সেন্টার পরিদর্শন করেছি ৷ সেখানে ইদে ছোটো উপহার তুলে দিয়েছি । সকলের জন্য বিরিয়ানির খাওয়ানোর ব্যাবস্থা করা হয়েছে ।

অন্যদিকে, রোগী কল‍্যাণ সমিতির চেয়ারম্যান অসীম মজুমদার জানান, ইদে কোয়ারানটিন সেন্টারে থাকা আবাসিকদের বিরিয়ানি খাওয়ানো হচ্ছে । অন্যান্য বার ইদে সবাই বাড়িতে খুব আনন্দের সঙ্গে এই পরব পালন করে । কিন্ত এবার কোরোনা ভাইরাসের জেরে যাঁরা কোয়ারানটিন সেন্টারে আছেন , তাঁরা ইদ পালন করতে পারছেন না । তাই সেই সমস্ত মুসলিম সম্প্রদায়ের মানুষের কথা চিন্তা করে আমরা এই উদ‍্যোগ নিয়েছি ।

এদিকে , ইদের দিন নতুন বস্ত্র পেয়ে খুশি কোয়ারানটিন সেন্টারে থাকা মুসলিম সম্প্রদায়ের আবাসিকরা ।

আলিপুরদুয়ার, 25 মে : রাজ্যজুড়ে কোয়ারানটিন সেন্টারে নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগে আবাসিকদের বিক্ষোভ অব্যাহত। তবে খুশির ইদ উপলক্ষ্যে কোয়ারানটিন সেন্টারে থাকা আবাসিকদের বিরিয়ানি খাওয়ালেন আলিপুরদুয়ার জেলা পরিষদের মেন্টর মোহন শর্মা । সেই সঙ্গে ভারত-ভুটান সীমান্তের কোয়ারানটিন সেন্টারগুলিতে থাকা মুসলিম সম্প্রদায়ের মানুষদের ইদ উপলক্ষে নতুন বস্ত্র প্রদান করেন মোহন শর্মা ।

সোমবার বিকেলে প্রথমে কালচিনি কৃষক বাজার কোয়ারানটিন সেণ্টারে নতুন বস্ত্র বিতরণ করেন মেণ্টর মোহন শর্মা । এই সেণ্টারের 13 জন মুসলিম ধর্মাবলম্বী মানুষকে নতুন বস্ত্র প্রদান করা হয় । এরপর তিনি সীমান্তের জয়গাঁ সেন্টারে ছয়জনকে নতুন বস্ত্র প্রদান করেন । কালচিনি ব্লকের এই দুই সেন্টারে আজ প্যাকেটে করে মোট 40 জনকে বিরিয়ানি খাওয়ানো হয় । মোহন শর্মার ছাড়াও তার সঙ্গে ছিলেন কালচিনির লতাবাড়ি রোগী কল‍্যাণ সমিতির চেয়ারম্যান অসীম মজুমদার , পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি প্রভাত মুখোপাধ্যায় প্রমুখ ।

মেন্টর মোহন শর্মা বলেন , আমরা বিভিন্ন কোয়ারানটিন সেন্টার পরিদর্শন করেছি ৷ সেখানে ইদে ছোটো উপহার তুলে দিয়েছি । সকলের জন্য বিরিয়ানির খাওয়ানোর ব্যাবস্থা করা হয়েছে ।

অন্যদিকে, রোগী কল‍্যাণ সমিতির চেয়ারম্যান অসীম মজুমদার জানান, ইদে কোয়ারানটিন সেন্টারে থাকা আবাসিকদের বিরিয়ানি খাওয়ানো হচ্ছে । অন্যান্য বার ইদে সবাই বাড়িতে খুব আনন্দের সঙ্গে এই পরব পালন করে । কিন্ত এবার কোরোনা ভাইরাসের জেরে যাঁরা কোয়ারানটিন সেন্টারে আছেন , তাঁরা ইদ পালন করতে পারছেন না । তাই সেই সমস্ত মুসলিম সম্প্রদায়ের মানুষের কথা চিন্তা করে আমরা এই উদ‍্যোগ নিয়েছি ।

এদিকে , ইদের দিন নতুন বস্ত্র পেয়ে খুশি কোয়ারানটিন সেন্টারে থাকা মুসলিম সম্প্রদায়ের আবাসিকরা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.