ETV Bharat / state

ছেলেধরা সন্দেহে ব্যক্তিকে গণপিটুনি, লাঠিচার্জ পুলিশের

আলিপুরদুয়ারে এক ব্যক্তিকে ছেলেধরা সন্দেহে গণপিটুনি । তাকে উদ্ধার করতে গেলে পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ বাধে এলাকার বাসিন্দাদের। লাঠিচার্জ পুলিশের । কাঁদানে গ্যাসের সেলও ফাটানো হয় ।

আইজুল হক
author img

By

Published : Jul 8, 2019, 10:56 PM IST

আলিপুরদুয়ার, 8 জুলাই: ছেলেধরা সন্দেহে ব্যক্তিকে গণপিটুনি । ওই ব্যক্তির নাম আইজুল হক । শিশুবাড়ি এলাকার বাসিন্দা সে । পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ করে পুলিশ । ঘটনাটি কালচিনির দলশিং পাড়ার ।

গণপিটুনিতে আহত ওই ব্যক্তিকে উদ্ধার করতে যায় পুলিশ । সেই সময় তাদের সঙ্গে খণ্ডযুদ্ধ বাধে স্থানীয় বাসিন্দাদের। প্রাণে বাঁচতে একটি প্রাইমারি স্কুলে আশ্রয় নেয় পুলিশ । স্কুলটিকেও ঘিরে ফেলা হয়। প্রায় দু'ঘণ্টা স্কুল ঘরে আটকে থাকেন পুলিশকর্মীরা । পরে ঘটনাস্থানে আরও পুলিশ আসে । উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে লাঠিচার্জও করা হয় । ফাটানো হয় কাঁদানে গ্যাসের সেল । এরপর আক্রান্ত ব্যক্তিকে উদ্ধার করে পুলিশ ।

পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়া হয় । ঘটনায় আহত হয়েছে উভয়পক্ষের 10জন । এখনও পর্যন্ত 12 জনকে আটক করেছে জয়গাঁ থানার পুলিশ ।

আলিপুরদুয়ার, 8 জুলাই: ছেলেধরা সন্দেহে ব্যক্তিকে গণপিটুনি । ওই ব্যক্তির নাম আইজুল হক । শিশুবাড়ি এলাকার বাসিন্দা সে । পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ করে পুলিশ । ঘটনাটি কালচিনির দলশিং পাড়ার ।

গণপিটুনিতে আহত ওই ব্যক্তিকে উদ্ধার করতে যায় পুলিশ । সেই সময় তাদের সঙ্গে খণ্ডযুদ্ধ বাধে স্থানীয় বাসিন্দাদের। প্রাণে বাঁচতে একটি প্রাইমারি স্কুলে আশ্রয় নেয় পুলিশ । স্কুলটিকেও ঘিরে ফেলা হয়। প্রায় দু'ঘণ্টা স্কুল ঘরে আটকে থাকেন পুলিশকর্মীরা । পরে ঘটনাস্থানে আরও পুলিশ আসে । উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে লাঠিচার্জও করা হয় । ফাটানো হয় কাঁদানে গ্যাসের সেল । এরপর আক্রান্ত ব্যক্তিকে উদ্ধার করে পুলিশ ।

পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়া হয় । ঘটনায় আহত হয়েছে উভয়পক্ষের 10জন । এখনও পর্যন্ত 12 জনকে আটক করেছে জয়গাঁ থানার পুলিশ ।

Intro:আলিপুরদুয়ারঃ- ছেলে ধরা সন্দেহে এক যুবককে গণপিটুনিকে কেন্দ্র করে পুলিশের লাঠিচার্জ। Body:চরম উত্তেজনা কালচিনির দলশিং পাড়ায়। গনপিটুনিতে আহত ব্যাক্তিকে উদ্ধার করতে গেলে পুলিশের সাথে খন্ড যুদ্ধ বেধে যায় উত্তেজিত জনতার। Conclusion:প্রানে বাচতে পুলিশ আশ্রয় নেয় একটি প্রাথমিক বিদ্যালয়ে। বিদ্যালয়টিকে ঘিরে ফেলে উত্তেজিত জনতা। প্রায় দুই ঘন্টা স্কুল ঘরে আটকে থাকে পুলিশ। পরে অবশেষে ঘটনাস্থলে এসে উপস্থিত হয় বিশাল পুলিশ বাহিনি। উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশের লাঠিচার্জ। ফাটানো হয় সাত রাউন্ড কাদানি গ্যাসের সেল। পুলিশকে লক্ষ্য করে চলে ইট বৃষ্টি। কোন ক্রমে পুলিশ সন্দিগ্ধ সেই ব্যক্তিকে উদ্ধার করতে সক্ষম হয়। ঘটনায় আহত উভয় পক্ষের প্রায় ১০ জন। এখনো অবধি ঘটনায় ১২ জনকে আটক করেছে জয়গাও থানার পুলিশ।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.