ETV Bharat / state

আলিপুরদুয়ারে কোরোনা আক্রান্ত আরও 28 - উপ মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুবর্ণ গোস্বামী

আজ নতুন করে আলিপুরদুয়ারে কোরোনা সংক্রমিত হলেন 28 জন । মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল 106 ।

alp
alp
author img

By

Published : Jun 18, 2020, 2:24 AM IST

আলিপুরদুয়ার, 17 জুন : আজ জেলায় নতুন করে কোরোনা সংক্রমিত হলেন 28জন । জেলা স্বাস্থ্য বিভাগের প্রকাশিত তথ্য অনুযায়ী, আজ সন্ধ্যা পর্যন্ত মোট আক্রান্ত 106 ।

সোমবার পর্যন্ত আলিপুরদুয়ারে কোরোনা আক্রান্তের সংখ্যা ছিল 78 । গতকাল COVID-19 পরীক্ষার কোনও রিপোর্ট স্বাস্থ্য বিভাগের হাতে পৌঁছায়নি । আজ রিপোর্ট আসে । জানা যায়, একসঙ্গে 28জন কোরোনা আক্রান্ত হয়েছেন । চিন্তা বাড়ে জেলার প্রশাসনের ।

পরিযায়ী শ্রমিকরা জেলায় ফেরার পর থেকে সংক্রমণ বাড়ছে বলে মত বিশেষজ্ঞদের । নতুন করে আরও 28জন আক্রান্ত হওয়ায় মোট আক্রান্তের সংখ্যা 78 থেকে এক লাফে 100 পার করল । এখন জেলায় মোট কোরোনা আক্রান্ত 106 জন । আগামীদিনে সংখ্যা বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে ।

আলিপুরদুয়ার জেলার উপ মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুবর্ণ গোস্বামী জানান, আজ জেলায় 28জনের সংক্রমণ ধরা পড়েছে । আক্রান্ত সকলকেই তপসিখাতা COVID-19 হাসপাতালে ভরতি করা হবে ।

তপসিখাতা COVID-19 হাসপাতালে এই মুহূর্তে 114টি বেড রয়েছে । বর্তমানে জেলার এই একমাত্র COVID-19 হাসপাতালে 56জন কোরোনা আক্রান্ত রোগী ভরতি রয়েছেন । সেখানে প্রত্যেকেই চিকিৎসাধীন । তবে জেলায় কোরোনা আক্রান্তের সংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে । এই বৃদ্ধির হার চিন্তায় ফেলেছে জেলা স্বাস্থ্যদপ্তরকে ।

প্রায় প্রতিদিনই বাড়ছে সংক্রমণ । আক্রান্তদের চিকিৎসার জন্য প্রয়োজন উপযুক্ত চিকিৎসা পরিকাঠামো । সেক্ষেত্রে আরও তৎপর হতে হবে জেলা স্বাস্থ্যদপ্তরকে । এবং চিকিৎসা কেন্দ্রগুলিতেও পরিষেবা উন্নত করতে হবে । অবিলম্বে জেলার এই COVID-19 হাসপাতালে বেড সংখ্যা না বাড়ালে পরিস্থিতি স্বাস্থ্যদপ্তরের নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বলে আশঙ্কা ওয়াকিবহাল মহলের । পাশাপাশি সাধারণ মানুষকেও সচেতন হতে হবে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা ।

আলিপুরদুয়ার, 17 জুন : আজ জেলায় নতুন করে কোরোনা সংক্রমিত হলেন 28জন । জেলা স্বাস্থ্য বিভাগের প্রকাশিত তথ্য অনুযায়ী, আজ সন্ধ্যা পর্যন্ত মোট আক্রান্ত 106 ।

সোমবার পর্যন্ত আলিপুরদুয়ারে কোরোনা আক্রান্তের সংখ্যা ছিল 78 । গতকাল COVID-19 পরীক্ষার কোনও রিপোর্ট স্বাস্থ্য বিভাগের হাতে পৌঁছায়নি । আজ রিপোর্ট আসে । জানা যায়, একসঙ্গে 28জন কোরোনা আক্রান্ত হয়েছেন । চিন্তা বাড়ে জেলার প্রশাসনের ।

পরিযায়ী শ্রমিকরা জেলায় ফেরার পর থেকে সংক্রমণ বাড়ছে বলে মত বিশেষজ্ঞদের । নতুন করে আরও 28জন আক্রান্ত হওয়ায় মোট আক্রান্তের সংখ্যা 78 থেকে এক লাফে 100 পার করল । এখন জেলায় মোট কোরোনা আক্রান্ত 106 জন । আগামীদিনে সংখ্যা বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে ।

আলিপুরদুয়ার জেলার উপ মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুবর্ণ গোস্বামী জানান, আজ জেলায় 28জনের সংক্রমণ ধরা পড়েছে । আক্রান্ত সকলকেই তপসিখাতা COVID-19 হাসপাতালে ভরতি করা হবে ।

তপসিখাতা COVID-19 হাসপাতালে এই মুহূর্তে 114টি বেড রয়েছে । বর্তমানে জেলার এই একমাত্র COVID-19 হাসপাতালে 56জন কোরোনা আক্রান্ত রোগী ভরতি রয়েছেন । সেখানে প্রত্যেকেই চিকিৎসাধীন । তবে জেলায় কোরোনা আক্রান্তের সংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে । এই বৃদ্ধির হার চিন্তায় ফেলেছে জেলা স্বাস্থ্যদপ্তরকে ।

প্রায় প্রতিদিনই বাড়ছে সংক্রমণ । আক্রান্তদের চিকিৎসার জন্য প্রয়োজন উপযুক্ত চিকিৎসা পরিকাঠামো । সেক্ষেত্রে আরও তৎপর হতে হবে জেলা স্বাস্থ্যদপ্তরকে । এবং চিকিৎসা কেন্দ্রগুলিতেও পরিষেবা উন্নত করতে হবে । অবিলম্বে জেলার এই COVID-19 হাসপাতালে বেড সংখ্যা না বাড়ালে পরিস্থিতি স্বাস্থ্যদপ্তরের নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বলে আশঙ্কা ওয়াকিবহাল মহলের । পাশাপাশি সাধারণ মানুষকেও সচেতন হতে হবে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.