ETV Bharat / sports

Vinesh Phogat : টোকিয়োর বিমানে উঠতেই পারলেন না কুস্তিগীর ভিনেশ

author img

By

Published : Jul 28, 2021, 11:05 AM IST

মঙ্গলবার ভিনেশের টোকিয়ো পৌঁছানোর কথা ছিল ৷ কিন্তু তাঁকে ফ্র্যাঙ্কফুর্ট বিমানবন্দরে আটকে দেওয়া হয় ৷

Vinesh Phogat
Vinesh Phogat

বুদাপেস্ট, 28 জুলাই : কুস্তিতে দেশের হয়ে অলিম্পিকসে পদক জয়ের অন্যতম দাবিদার তিনি ৷ অথচ এখনও পর্যন্ত টোকিয়ো পৌঁছাতেই পারলেন না মহিলা কুস্তিগীর ভিনেশ ফোগট ৷ হাঙ্গেরির বুদাপেস্টে অনুশীলন সেরে সেখান থেকে টোকিয়ো যাওয়ার কথা ছিল তাঁর ৷ কিন্তু ভিসা অনুযায়ী ভুল করে 90 দিনের পরিবর্তে তিনি 91 দিন থেকে গিয়েছেন ৷ তাই ফ্র্যাঙ্কফুর্ট বিমানবন্দরে আটকে দেওয়া হয় ভিনেশকে ৷ টোকিয়োর বিমানে উঠতেই পারেননি তিনি ৷

কোচ ওলার একোওসের তত্ত্বাবধানে 90 দিন ধরে বুদাপেস্টে অনুশীলন চালিয়েছেন ভিনেশ ৷ ইউরোপিয়ান ইউনিয়নের 90 দিনের ভিসা ছিল তাঁর ৷ মঙ্গলবার জার্মানির ফ্র্যাঙ্কফুর্ট বিমানবন্দর থেকে টোকিয়োর কানেকটিং বিমান ধরার কথা ছিল ভিনেশের ৷ সেই মতো বিমানবন্দরে পৌঁছান তিনি ৷ কিন্তু ভুল করে 90 দিনের পরিবর্তে 91 দিনে পৌঁছান ৷ ফলে সেখানেই আটকে দেওয়া হয় তাঁকে ৷

বিষয়টিতে হস্তক্ষেপ করেছে ভারতের অলিম্পিক অ্যাসোসিয়েশন এবং সাই ৷ সংবাদ সংস্থাকে আইওএ-র কর্তা জানিয়েছেন, "সমস্যা মেটাতে ভারতীয় দূতাবাসের প্রতিনিধি ফ্র্যাঙ্কফুর্টে পৌঁছেছে ৷ আগামীকালের মধ্যে টোকিয়ো পৌঁছে যাবেন ভিনেশ ৷" ফ্র্যাঙ্কফুর্ট বিমানবন্দরের কাছাকাছি একটি হোটেলে উঠেছেন ভারতীয় কুস্তিগীর ৷ সূচি অনুযায়ী মেয়েদের ফ্রিস্টাইলের 53 কেজি বিভাগে 5 অগস্ট প্রতিযোগিতায় নামবেন ভিনেশ ৷

আরও পড়ুন : Tokyo Olympics : টোকিয়ো অলিম্পিকসের প্রি-কোয়ার্টারে সিন্ধু

চোটের কারণে রিও অলিম্পিকসের মঞ্চ থেকে চোখের জলে বিদায় নিয়েছিলেন ৷ চোট সারিয়ে নিজেকে দারুণভাবে প্রস্তুত করেছেন ভিনেশ ৷ অলিম্পিকসের পদককে পাখির চোখ করে পাঁচ বছর ধরে কঠিন পরিশ্রম করেছেন ৷ সেই পরিশ্রমের ফল মিলেছে এশিয়ান গেমসে ৷ 2018 সালে কমনওয়েলথ গেমস এবং এশিয়ান গেমসে সোনা জেতেন তিনি ৷ এক বছরে এই দুটি প্রতিযোগিতায় সোনাজয়ী প্রথম ভারতীয় কুস্তিগীর ৷ এশিয়াডে সোনা জেতার পর ভিনেশের চোখ এখন অলিম্পিকস পদকে ৷ কিন্তু তারও প্রথমধাপে পেলেন বাধা ৷

বুদাপেস্ট, 28 জুলাই : কুস্তিতে দেশের হয়ে অলিম্পিকসে পদক জয়ের অন্যতম দাবিদার তিনি ৷ অথচ এখনও পর্যন্ত টোকিয়ো পৌঁছাতেই পারলেন না মহিলা কুস্তিগীর ভিনেশ ফোগট ৷ হাঙ্গেরির বুদাপেস্টে অনুশীলন সেরে সেখান থেকে টোকিয়ো যাওয়ার কথা ছিল তাঁর ৷ কিন্তু ভিসা অনুযায়ী ভুল করে 90 দিনের পরিবর্তে তিনি 91 দিন থেকে গিয়েছেন ৷ তাই ফ্র্যাঙ্কফুর্ট বিমানবন্দরে আটকে দেওয়া হয় ভিনেশকে ৷ টোকিয়োর বিমানে উঠতেই পারেননি তিনি ৷

কোচ ওলার একোওসের তত্ত্বাবধানে 90 দিন ধরে বুদাপেস্টে অনুশীলন চালিয়েছেন ভিনেশ ৷ ইউরোপিয়ান ইউনিয়নের 90 দিনের ভিসা ছিল তাঁর ৷ মঙ্গলবার জার্মানির ফ্র্যাঙ্কফুর্ট বিমানবন্দর থেকে টোকিয়োর কানেকটিং বিমান ধরার কথা ছিল ভিনেশের ৷ সেই মতো বিমানবন্দরে পৌঁছান তিনি ৷ কিন্তু ভুল করে 90 দিনের পরিবর্তে 91 দিনে পৌঁছান ৷ ফলে সেখানেই আটকে দেওয়া হয় তাঁকে ৷

বিষয়টিতে হস্তক্ষেপ করেছে ভারতের অলিম্পিক অ্যাসোসিয়েশন এবং সাই ৷ সংবাদ সংস্থাকে আইওএ-র কর্তা জানিয়েছেন, "সমস্যা মেটাতে ভারতীয় দূতাবাসের প্রতিনিধি ফ্র্যাঙ্কফুর্টে পৌঁছেছে ৷ আগামীকালের মধ্যে টোকিয়ো পৌঁছে যাবেন ভিনেশ ৷" ফ্র্যাঙ্কফুর্ট বিমানবন্দরের কাছাকাছি একটি হোটেলে উঠেছেন ভারতীয় কুস্তিগীর ৷ সূচি অনুযায়ী মেয়েদের ফ্রিস্টাইলের 53 কেজি বিভাগে 5 অগস্ট প্রতিযোগিতায় নামবেন ভিনেশ ৷

আরও পড়ুন : Tokyo Olympics : টোকিয়ো অলিম্পিকসের প্রি-কোয়ার্টারে সিন্ধু

চোটের কারণে রিও অলিম্পিকসের মঞ্চ থেকে চোখের জলে বিদায় নিয়েছিলেন ৷ চোট সারিয়ে নিজেকে দারুণভাবে প্রস্তুত করেছেন ভিনেশ ৷ অলিম্পিকসের পদককে পাখির চোখ করে পাঁচ বছর ধরে কঠিন পরিশ্রম করেছেন ৷ সেই পরিশ্রমের ফল মিলেছে এশিয়ান গেমসে ৷ 2018 সালে কমনওয়েলথ গেমস এবং এশিয়ান গেমসে সোনা জেতেন তিনি ৷ এক বছরে এই দুটি প্রতিযোগিতায় সোনাজয়ী প্রথম ভারতীয় কুস্তিগীর ৷ এশিয়াডে সোনা জেতার পর ভিনেশের চোখ এখন অলিম্পিকস পদকে ৷ কিন্তু তারও প্রথমধাপে পেলেন বাধা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.