চেন্নাই, 9 অগস্ট : টোকিয়ো যাওয়ার আগে বোনকে সুস্থই দেখে গিয়েছিলেন ৷ ফিরে এসে বোনের সঙ্গে আর দেখা হবে না তা ভাবতেও পারেননি ৷ যখন জানতে পারলেন ততক্ষণে সব শেষ হয়ে গিয়েছে ৷ বোনের মৃত্যুর খবর শুনেই কান্নায় ভেঙে পড়লেন অ্যাথলিট ধনলক্ষ্মী শেখর ৷ মেয়েদের 4x400 মিক্সড রিলে দলের সদস্য ছিলেন ধনলক্ষ্মী ৷
গত শনিবার তিরুচিরাপল্লীর বাড়িতে ফেরেন ধনলক্ষ্মী ৷ সঙ্গে আরও এক অ্যাথলিট শুভা ভেঙ্কটরামনও ছিলেন ৷ গ্রামে ফিরতেই ধনলক্ষ্মীকে ফুল, মালা দিয়ে সংবর্ধনা জানানো হয় ৷ কিন্তু ওই ভিড়ে পরিবারের বাকি সদস্যদের দেখতে পেলেও বোনের দেখা পাননি ধনলক্ষ্মী ৷ তার মধ্যেই সংবাদমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে কথা বলছিলেন ৷ বলেন, "অলিম্পিকসে প্রতিযোগিতা খুব কঠিন ৷ পরের বার আরও ভাল করে প্রস্তুতি নিয়ে অলিম্পিকসে যাব ৷"
আরও পড়ুন : Neeraj Chopra Biopic : এখনও অনেক কাহিনী যোগ হওয়া বাকি, বলছেন নীরজ
কথা বলতে বলতে হঠাৎই কেঁদে ফেলেন তিনি ৷ হাঁটু মুড়ে মাটিতে বসে কাঁদতে শুরু করেন ৷ প্রথমদিকে সকলে হকচকিয়ে গেলেও পরে জানা যায় বোনের মৃত্যুর খবর পেয়ে কেঁদে ফেলেছেন ধনলক্ষ্মী ৷ টোকিয়ো অলিম্পিকস চলাকালীন শরীর অসুস্থ হয়ে মৃত্যু হয় তাঁর বোনের ৷ কিন্তু পরিবারের লোকেরা ধনলক্ষ্মীকে এই দুঃসংবাদ দেননি ৷ পরিবারের লোকজন তাঁকে সামলানোর চেষ্টা করেন ৷ জানা গিয়েছে, ধনলক্ষ্মীর খেলোয়াড়ি জীবনের সবচেয়ে বড় সমর্থক ছিলেন তাঁর বোন ৷