টোকিয়ো, 1 অগস্ট : এমনও হয় ! ম্যাচ জয়ের উদযাপন করতে গিয়েছিলেন ৷ আর তাতে এমন চোট পেলেন যে অলিম্পিকস থেকেই বিদায় নিতে হল ৷ টোকিয়ো অলিম্পিকসে আয়ারল্যান্ডের বক্সার এইডেন ওয়ালশের সঙ্গে এমনই অদ্ভুত ঘটনা ঘটেছে ৷
কখনও কখনও প্রয়োজনের বেশি আনন্দ বিপদ ডেকে আনতে পারে ৷ অলিম্পিকসে আয়ারল্যান্ডের বক্সার এইডেন ওয়ালশ সেটা হাড়ে হাড়ে বুঝতে পারছেন ৷ রবিবার ছেলেদের ওয়াল্টারওয়েট বিভাগের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছিলেন মরিশাসের মারভেন ক্লেয়ার এবং এইডেন ওয়ালশ ৷ 4-1 ব্যবধানে মারভেনকে হারিয়ে ব্রোঞ্জ পদক নিশ্চিত করে ফেলেন এডিয়ান ৷ রেফারি এডিয়ানকে বিজয়ী ঘোষণা করতেই পদক জয়ের আনন্দে মরিয়া হয়ে বক্সিং রিংয়ের মধ্যেই বিশাল লাফ দেন ৷ কিন্তু ল্যান্ডিংয়ের সময় একটু গড়বড় হয়ে যায় ৷ পায়ের গোড়ালি মচকে পড়ে যান এইডেন ৷ হুইলচেয়ারে করে স্টেডিয়াম ছাড়তে দেখা যায় আইরিশ বক্সারকে ৷
আরও পড়ুন : Satish Kumar : কপালে-চিবুকে চোট, সতীশের লড়াইয়ে ভারতীয় সেনার মনোবলের পরিচয় পেল বিশ্ব
আজ ব্রিটেনের প্যাট ম্যাক করম্যাকের বিরুদ্ধে সেমিফাইনাল বাউট ছিল এইডেনের ৷ কিন্তু ম্যাচের আগে মেডিকেল চেক আপ বা ওজন মাপানোর জন্য যাননি তিনি ৷ ফলে ওয়াকওভার পেয়ে ফাইনালে পৌঁছে যান প্যাট করম্যাক ৷ পরে আয়ারল্যান্ড দলের পক্ষ থেকে জানানো হয়, চোটের জন্য অলিম্পিকস থেকে ছিটকে গিয়েছেন এইডেন ৷ ব্রোঞ্জ পদক অবশ্যই পাবেন এইডেন ওয়ালশ ৷ কিন্তু সোনা জয়ের সুযোগ হারালেন তিনি ৷