ETV Bharat / sports

Tokyo Olympics : টোকিয়ো অলিম্পিকসের শেষ আটে সিন্ধু - টোকিয়ো অলিম্পিকস

প্রি-কোয়ার্টার পিভি সিন্ধু ফাইনালে হারালেন ডেনমার্কের মিয়া ব্লিচফেল্ডকে ৷ খেলার ফলাফল 21-15, 21-13 ৷

p v sindhu
p v sindhu
author img

By

Published : Jul 29, 2021, 7:05 AM IST

Updated : Jul 29, 2021, 7:38 AM IST

টোকিয়ো, 29 জুলাই : টোকিয়ো অলিম্পিকসের কোয়ার্টার ফাইনালে পৌঁছালেন পিভি সিন্ধু ৷ প্রি-কোয়ার্টার ফাইনালে ডেনমার্কের মিয়া ব্লিচফেল্ডকে স্ট্রেট সেটের হারালেন তিনি ৷ খেলার ফলাফল 21-15, 21-13 ৷

মাত্র 41 মিনিটের লড়াইয়ে ডেনমার্কের প্রতিযোগীকে হারালেন ভারতীয় শাটলার ৷ প্রথম সেটে খানিকটা প্রতিরোধ তৈরি করেন মিয়া ৷ কিন্তু সিন্ধুর দাপটের সামনে দাঁড়াতে পারেননি টোকিয়ো অলম্পিকসে 13 তম বাছাই মিয়া ৷ অন্যদিকে ষষ্ঠ বাছাই সিন্ধু দ্বিতীয় সেটে আক্রমণের ঝড় তোলেন ৷

আরও পড়ুন : IND vs SL 2nd T-20 : ভারতকে 4 উইকেটে হারিয়ে সিরিজ়ে সমতা ফেরাল শ্রীলঙ্কা

ভারত এখন পদকের জন্য তাকিয়ে আছে সিন্ধুর উপর ৷ এছাড়া পদকের আশা আছে বক্সার মেরি কম ও তিরন্দাজ দীপিকা কুমারীর উপরও ৷ আজ ফের রিংয়ে নামবেন মেরি কম ৷

টোকিয়ো, 29 জুলাই : টোকিয়ো অলিম্পিকসের কোয়ার্টার ফাইনালে পৌঁছালেন পিভি সিন্ধু ৷ প্রি-কোয়ার্টার ফাইনালে ডেনমার্কের মিয়া ব্লিচফেল্ডকে স্ট্রেট সেটের হারালেন তিনি ৷ খেলার ফলাফল 21-15, 21-13 ৷

মাত্র 41 মিনিটের লড়াইয়ে ডেনমার্কের প্রতিযোগীকে হারালেন ভারতীয় শাটলার ৷ প্রথম সেটে খানিকটা প্রতিরোধ তৈরি করেন মিয়া ৷ কিন্তু সিন্ধুর দাপটের সামনে দাঁড়াতে পারেননি টোকিয়ো অলম্পিকসে 13 তম বাছাই মিয়া ৷ অন্যদিকে ষষ্ঠ বাছাই সিন্ধু দ্বিতীয় সেটে আক্রমণের ঝড় তোলেন ৷

আরও পড়ুন : IND vs SL 2nd T-20 : ভারতকে 4 উইকেটে হারিয়ে সিরিজ়ে সমতা ফেরাল শ্রীলঙ্কা

ভারত এখন পদকের জন্য তাকিয়ে আছে সিন্ধুর উপর ৷ এছাড়া পদকের আশা আছে বক্সার মেরি কম ও তিরন্দাজ দীপিকা কুমারীর উপরও ৷ আজ ফের রিংয়ে নামবেন মেরি কম ৷

Last Updated : Jul 29, 2021, 7:38 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.