ETV Bharat / sports

Tokyo Paralympics : 25 অগস্ট প্যারাঅলিম্পিকসে টেবিল টেনিস দিয়ে যাত্রা শুরু ভারতের

2021 প্যারাঅলিম্পিকসে তৃতীয় সোনা জয়ের লক্ষ্যে নিয়ে প্রতিযোগিতায় নামতে চলেছেন জ্যাভলিন থ্রোয়ার দেবেন্দ্র ঝাঝারিয়া ৷ তিনি 30 অগস্ট প্যারা ফিল্ড অ্যান্ড ট্র্যাকস ইভেন্টে অংশ নেবেন ৷ নয়ডার জেলাশাসক তথা প্যারাব্যাডমিন্টন প্রতিযোগী সুহাস এল ইয়াথিরাজ 1 সেপ্টেম্বর প্রতিযোগিতায় নামবেন ৷

paddlers-bhavina-and-sonal-patel-to-begin-indias-charge-in-paralympics-on-aug-25
25 অগস্ট প্যারা অলিম্পিকসে টেবিল টেনিস প্রতিযোগিতা দিয়ে যাত্রা শুরু ভারতের
author img

By

Published : Aug 19, 2021, 1:07 PM IST

টোকিয়ো, 19 অগস্ট : 25 অগস্ট টোকিয়ো প্যারাঅলিম্পিকসে (Tokyo Paralympics) যাত্রা শুরু ভারতীয় প্রতিযোগীদের ৷ ওইদিন টেবিল টেনিসে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবেন ভাভিনা প্যাটেল এবং সোনাল প্যাটেল ৷ এবছর মোট 54 জন প্যারাঅ্যাথলিট ন’টি খেলায় ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবেন ৷ ভারতের হয়ে প্যারাঅলিম্পিকসে সবচেয়ে বেশি প্রতিযোগী এ বছর অংশ নিচ্ছেন ৷

একটি আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে আজ জানানো হয়েছে, প্যারাঅ্যাথলিট সোনাল প্যাটেল এবং ভাভিনা প্যাটেল প্যারাটেবিল টেনিস প্রতিযোগিতায় 25 অগস্ট অংশ নিয়ে ভারতের হয়ে প্যারাঅলিম্পিকসে যাত্রা শুরু করবেন ৷ দেশের হয়ে নিজেদের সেরাটা উজার করে দেওয়ার আশা এবং উৎসাহ নিয়ে তাঁরা আজ রওনা দিয়েছেন ৷ 27 অগস্ট ভারতের হয়ে প্যারাঅলিম্পিকসে তীরন্দাজিতে নামবেন হরভিন্দর সিং, বিবেক চিকারা, রাকেশ কুমার, শ্যামসুন্দর এবং জ্যোতি ৷

এ বছর প্যারাঅলিম্পিকসে নিজের তৃতীয় সোনা জয়ের লক্ষ্যে নামতে চলেছেন জ্যাভলিন থ্রোয়ার দেবেন্দ্র ঝাঝারিয়া ৷ তিনি 30 অগস্ট প্যারা ফিল্ড অ্যান্ড ট্র্যাকস ইভেন্ট অংশ নেবেন ৷ নয়ডার জেলাশাসক তথা প্যারাব্যাডমিন্টন প্রতিযোগী সুহাস এল ইয়াথিরাজ 1 সেপ্টেম্বর ইভেন্টে অংশ নেবেন ৷ 2016 প্যারাঅলিম্পিকসে শট পুটে রুপো জয়ী দীপা মালিক, ভারতের প্যারাঅলিম্পিকসের সভাপতি, ডেপুটি শেফ দ্য মিশন আরহান বাগাতি, টেবিল টেনিস খেলোয়াড় ভাভিনা প্যাটেল এবং সোনাল প্যাটেল আজ টোকিয়ো পৌঁছাবেন ৷

আরও পড়ুন : Tokyo Paralympics : পদক জয়ে চাপ নেই, প্যারাঅলিম্পিয়ানদের আশ্বাস প্রধানমন্ত্রীর

বুধবার প্রথম ধাপে একদল ভারতীয় প্যারাঅলিম্পিয়ান টোকিয়ো পৌঁছেছেন ৷ আজ দ্বিতীয় ধাপে আরও একদল অ্যাথলিট টোকিয়ো গিয়েছেন ৷ করোনার পরিস্থিতির জেরে সুরক্ষা ব্যবস্থার দিকে নজর রেখে ভাগে ভাগে অ্যাথলিটরা টোকিয়ো উড়ে যাচ্ছেন ৷ 24 অগস্ট থেকে 5 সেপ্টেম্বর পর্যন্ত টোকিয়ো প্যারাঅলিম্পিকস প্রতিযোগিতা হবে ৷ 2016 সালে রিও প্যারাঅলিম্পিকসে সোনা জয়ী থাঙ্গাভেলু মারিয়াপ্পন এ বছর ভারতের পতাকা বাহক হবেন ৷

টোকিয়ো, 19 অগস্ট : 25 অগস্ট টোকিয়ো প্যারাঅলিম্পিকসে (Tokyo Paralympics) যাত্রা শুরু ভারতীয় প্রতিযোগীদের ৷ ওইদিন টেবিল টেনিসে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবেন ভাভিনা প্যাটেল এবং সোনাল প্যাটেল ৷ এবছর মোট 54 জন প্যারাঅ্যাথলিট ন’টি খেলায় ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবেন ৷ ভারতের হয়ে প্যারাঅলিম্পিকসে সবচেয়ে বেশি প্রতিযোগী এ বছর অংশ নিচ্ছেন ৷

একটি আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে আজ জানানো হয়েছে, প্যারাঅ্যাথলিট সোনাল প্যাটেল এবং ভাভিনা প্যাটেল প্যারাটেবিল টেনিস প্রতিযোগিতায় 25 অগস্ট অংশ নিয়ে ভারতের হয়ে প্যারাঅলিম্পিকসে যাত্রা শুরু করবেন ৷ দেশের হয়ে নিজেদের সেরাটা উজার করে দেওয়ার আশা এবং উৎসাহ নিয়ে তাঁরা আজ রওনা দিয়েছেন ৷ 27 অগস্ট ভারতের হয়ে প্যারাঅলিম্পিকসে তীরন্দাজিতে নামবেন হরভিন্দর সিং, বিবেক চিকারা, রাকেশ কুমার, শ্যামসুন্দর এবং জ্যোতি ৷

এ বছর প্যারাঅলিম্পিকসে নিজের তৃতীয় সোনা জয়ের লক্ষ্যে নামতে চলেছেন জ্যাভলিন থ্রোয়ার দেবেন্দ্র ঝাঝারিয়া ৷ তিনি 30 অগস্ট প্যারা ফিল্ড অ্যান্ড ট্র্যাকস ইভেন্ট অংশ নেবেন ৷ নয়ডার জেলাশাসক তথা প্যারাব্যাডমিন্টন প্রতিযোগী সুহাস এল ইয়াথিরাজ 1 সেপ্টেম্বর ইভেন্টে অংশ নেবেন ৷ 2016 প্যারাঅলিম্পিকসে শট পুটে রুপো জয়ী দীপা মালিক, ভারতের প্যারাঅলিম্পিকসের সভাপতি, ডেপুটি শেফ দ্য মিশন আরহান বাগাতি, টেবিল টেনিস খেলোয়াড় ভাভিনা প্যাটেল এবং সোনাল প্যাটেল আজ টোকিয়ো পৌঁছাবেন ৷

আরও পড়ুন : Tokyo Paralympics : পদক জয়ে চাপ নেই, প্যারাঅলিম্পিয়ানদের আশ্বাস প্রধানমন্ত্রীর

বুধবার প্রথম ধাপে একদল ভারতীয় প্যারাঅলিম্পিয়ান টোকিয়ো পৌঁছেছেন ৷ আজ দ্বিতীয় ধাপে আরও একদল অ্যাথলিট টোকিয়ো গিয়েছেন ৷ করোনার পরিস্থিতির জেরে সুরক্ষা ব্যবস্থার দিকে নজর রেখে ভাগে ভাগে অ্যাথলিটরা টোকিয়ো উড়ে যাচ্ছেন ৷ 24 অগস্ট থেকে 5 সেপ্টেম্বর পর্যন্ত টোকিয়ো প্যারাঅলিম্পিকস প্রতিযোগিতা হবে ৷ 2016 সালে রিও প্যারাঅলিম্পিকসে সোনা জয়ী থাঙ্গাভেলু মারিয়াপ্পন এ বছর ভারতের পতাকা বাহক হবেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.