ETV Bharat / sports

Tokyo Olympic : আশা জাগিয়ে শেষ ষোলোয় ভারতীয় তিরন্দাজ প্রবীণ যাদব - Indian archer Pravin Jadhav beats Galsan Bazarzhapov

রাউন্ড অফ 32-র লড়াইয়ে প্রবীণ যাদব হারালেন রাশিয়ান অলিম্পিকস কমিটির প্রতিযোগী গ্লাসান বাজারহাপোভকে ৷

প্রবীন যাদব
প্রবীন যাদব
author img

By

Published : Jul 28, 2021, 1:01 PM IST

Updated : Jul 28, 2021, 1:12 PM IST

টোকিয়ো , 28 জুলাই : শেষ ষোলোয় পৌঁছালেন তিরন্দাজ প্রবীণ যাদব ৷ রাউন্ড অফ 32-র লড়াইয়ে হারালেন রাশিয়ান অলিম্পিকস কমিটির প্রতিযোগী গ্লাসান বাজারহাপোভকে ৷ খেলার ফলাফল 6-0 ৷

প্রথম সেট থেকেই ছন্দে ছিলেন প্রবীণ ৷ তিনটি সেটের 3 নম্বর তিরে প্রত্যেকটি বুলস আইয়ে হিট করেন এই ভারতীয় তিরন্দাজ ৷ মোট তিন সেটের খেলাতেই প্রতিযোগীকে উড়িয়ে দেন তিনি ৷ তিনটি সেটে তিনি মোট স্কোর করেন 85 ৷ অন্যদিকে তাঁর প্রতিদ্বন্দ্বী তিনটি সেটে মোট স্কোর করেন 78 ৷

আরও পড়ুন : Tokyo Olympics : টোকিয়ো অলিম্পিকসের প্রি-কোয়ার্টারে সিন্ধু

রাউন্ড অফ 16-য় প্রবীণের প্রতিপক্ষ আমেরিকার তিরন্দাজ এলিসন বার্ডি ৷ এই রাউন্ডে জিততে পারলে কোয়ার্টার ফাইনালে পৌঁছে যাবেন প্রবীণ ৷ এর আগে যদিও তরুণদীপ রাইও রাউন্ড অফ 32-র বাধা টপকান ৷ কিন্তু পরের রাউন্ডেই হেরে যান তিনি ৷ ভারতের আরেক তিরন্দাজ দীপিকা কুমারীও নামবেন আজ ৷ তাঁর উপর পদকের আশা সর্বাধিক ৷

টোকিয়ো , 28 জুলাই : শেষ ষোলোয় পৌঁছালেন তিরন্দাজ প্রবীণ যাদব ৷ রাউন্ড অফ 32-র লড়াইয়ে হারালেন রাশিয়ান অলিম্পিকস কমিটির প্রতিযোগী গ্লাসান বাজারহাপোভকে ৷ খেলার ফলাফল 6-0 ৷

প্রথম সেট থেকেই ছন্দে ছিলেন প্রবীণ ৷ তিনটি সেটের 3 নম্বর তিরে প্রত্যেকটি বুলস আইয়ে হিট করেন এই ভারতীয় তিরন্দাজ ৷ মোট তিন সেটের খেলাতেই প্রতিযোগীকে উড়িয়ে দেন তিনি ৷ তিনটি সেটে তিনি মোট স্কোর করেন 85 ৷ অন্যদিকে তাঁর প্রতিদ্বন্দ্বী তিনটি সেটে মোট স্কোর করেন 78 ৷

আরও পড়ুন : Tokyo Olympics : টোকিয়ো অলিম্পিকসের প্রি-কোয়ার্টারে সিন্ধু

রাউন্ড অফ 16-য় প্রবীণের প্রতিপক্ষ আমেরিকার তিরন্দাজ এলিসন বার্ডি ৷ এই রাউন্ডে জিততে পারলে কোয়ার্টার ফাইনালে পৌঁছে যাবেন প্রবীণ ৷ এর আগে যদিও তরুণদীপ রাইও রাউন্ড অফ 32-র বাধা টপকান ৷ কিন্তু পরের রাউন্ডেই হেরে যান তিনি ৷ ভারতের আরেক তিরন্দাজ দীপিকা কুমারীও নামবেন আজ ৷ তাঁর উপর পদকের আশা সর্বাধিক ৷

Last Updated : Jul 28, 2021, 1:12 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.