ETV Bharat / sports

Tokyo Olympics 2020 : টোকিয়ো অলিম্পিকস থেকে ছিটকে গেলেন বক্সার আশিস কুমার - Ashish Kumar

রাউন্ড অফ 32-তে হেরে টোকিয়ো অলিম্পিকস থেকে ছিটকে গেলেন ভারতীয় বক্সার আশিস কুমার ৷ মিডলওয়েট বিভাগে (69-75 কেজি) চিনের প্রতিপক্ষের কাছে 5-0 পয়েন্টে হারতে হয়েছে ভারতীয় বক্সারকে ৷ প্রথম রাউন্ডেই তিনি 5-0 পয়েন্টে পিছিয়ে গিয়েছিলেন ৷ দ্বিতীয় তথা ফাইনাল রাউন্ডে আর ঘুরে দাঁড়ানোর সুযোগ পাননি তিনি ৷

Boxer Ashish Kumar bows out of Tokyo Olympics 2020 of his middleweight category
Tokyo Olympics 2020 : টোকিয়ো অলিম্পিকস থেকে ছিটকে গেলেন বক্সার আশিস কুমার
author img

By

Published : Jul 26, 2021, 5:43 PM IST

টোকিয়ো, 26 জুলাই : টোকিয়ো অলিম্পিকস থেকে ছিটকে গেলেন বক্সার আশিস কুমার (75 কেজি) ৷ মিডলওয়েট বিভাগে অর্থাৎ, 69-75 কেজি রাউন্ড অফ 32-তে চিনের তৌহেতা এরবেইকের কাছে সোমবার কোকুজিকান এরিনায় হেরে যান ৷ রাউন্ড অফ 32 এর ম্যাচে 5-0 পয়েন্টে আশিসকে হারান চিনের প্রতিপক্ষ ৷ প্রথম রাউন্ডেই আশিসকে 5-0 পয়েন্টে মাত দেন চিনের তৌহেতা ৷ পরে দ্বিতীয় রাউন্ডে আর ফিরে আসার সুযোগ পাননি আশিস কুমার ৷ ফলে পরবর্তী রাউন্ডে পৌঁছানোর আশা শেষ হয়ে যায় ভারতীয় বক্সারের ৷

ফাইনাল রাউন্ডে ঘুরে দাঁড়াতে না পেরে টোকিয়ো অলিম্পিকস থেকে এবারের মতো ছিটকে গিয়েছেন আশিস ৷ অন্যদিকে, রবিবার মহিলাদের ফ্লাইওয়েট বিভাগে (48-51 কেজি)-র রাউন্ড অফ 32’এ ভারতীয় বক্সার মেরি কম রীতিমত ঝড় তোলেন ৷ ডমিনিকান রিপাবলিকের প্রতিযোগী মিগুয়েলিনা গ্রেসিয়াকে হারিয়ে তিনি রাউন্ড অফ 16‘এ পৌঁছে গিয়েছেন ৷ তিনি মিগুয়েলিনাকে 4-1 পয়েন্টে হারিয়েছেন ৷

আরও পড়ুন : Chanu Saikhom Mirabai : অলিম্পিকসে সোনার পদক পেতে পারেন চানু

একমাত্র মেরি কম ছাড়া আর কোনও বক্সার ভারতের হয়ে এখনও অলিম্পিকসে প্রভাব ফলতে পারেননি ৷ ওয়েলটারওয়েট বক্সিং বিভাগে বিকাশ কৃষ্ণান রাউন্ড অফ 32-তে হেরে বিদায় নিয়েছেন ৷

টোকিয়ো, 26 জুলাই : টোকিয়ো অলিম্পিকস থেকে ছিটকে গেলেন বক্সার আশিস কুমার (75 কেজি) ৷ মিডলওয়েট বিভাগে অর্থাৎ, 69-75 কেজি রাউন্ড অফ 32-তে চিনের তৌহেতা এরবেইকের কাছে সোমবার কোকুজিকান এরিনায় হেরে যান ৷ রাউন্ড অফ 32 এর ম্যাচে 5-0 পয়েন্টে আশিসকে হারান চিনের প্রতিপক্ষ ৷ প্রথম রাউন্ডেই আশিসকে 5-0 পয়েন্টে মাত দেন চিনের তৌহেতা ৷ পরে দ্বিতীয় রাউন্ডে আর ফিরে আসার সুযোগ পাননি আশিস কুমার ৷ ফলে পরবর্তী রাউন্ডে পৌঁছানোর আশা শেষ হয়ে যায় ভারতীয় বক্সারের ৷

ফাইনাল রাউন্ডে ঘুরে দাঁড়াতে না পেরে টোকিয়ো অলিম্পিকস থেকে এবারের মতো ছিটকে গিয়েছেন আশিস ৷ অন্যদিকে, রবিবার মহিলাদের ফ্লাইওয়েট বিভাগে (48-51 কেজি)-র রাউন্ড অফ 32’এ ভারতীয় বক্সার মেরি কম রীতিমত ঝড় তোলেন ৷ ডমিনিকান রিপাবলিকের প্রতিযোগী মিগুয়েলিনা গ্রেসিয়াকে হারিয়ে তিনি রাউন্ড অফ 16‘এ পৌঁছে গিয়েছেন ৷ তিনি মিগুয়েলিনাকে 4-1 পয়েন্টে হারিয়েছেন ৷

আরও পড়ুন : Chanu Saikhom Mirabai : অলিম্পিকসে সোনার পদক পেতে পারেন চানু

একমাত্র মেরি কম ছাড়া আর কোনও বক্সার ভারতের হয়ে এখনও অলিম্পিকসে প্রভাব ফলতে পারেননি ৷ ওয়েলটারওয়েট বক্সিং বিভাগে বিকাশ কৃষ্ণান রাউন্ড অফ 32-তে হেরে বিদায় নিয়েছেন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.