ETV Bharat / sports

Tokyo Olympics : জাতীয় রেকর্ড গড়েও 3000 মিটার স্টেপলচেজ়স ফাইনালে যাওয়া হল না অভিনাশের - 3000 মিটার স্টেপলচেস

পুরুষদের 3000 মিটার স্টেপলচেজ়সর রাউন্ড ওয়ানের হিট-2-য়ে প্রথম স্থানে শেষ করলেন কেনিয়ার আব্রাহাম কিবিয়ত ৷ দ্বিতীয় স্থানে শেষ করেন ইথিয়োপিয়ার গেটনাট ওয়ালে ৷

Avinash Mukund Sable
Avinash Mukund Sable
author img

By

Published : Jul 30, 2021, 7:42 AM IST

Updated : Jul 30, 2021, 11:27 AM IST

টোকিয়ো, 30 জুলাই : জাতীয় রেকর্ড গড়েও পুরুষদের 3000 মিটার স্টেপলচেজ়সের পরের রাউন্ডে যাওয়া হল না ভারতীয় দৌড়বিদ অভিনাশ মুকুন্দ সেবলের ৷ হিট 2-য়ে সপ্তম স্থানে শেষ করলেন তিনি ৷ পরের রাউন্ডে যেতে হলে থাকতে হত প্রথম তিনের মধ্যে ৷

পুরুষদের 3000 মিটার স্টেপলচেজ়সের রাউন্ড ওয়ানের হিট-2-য়ে প্রথম স্থানে শেষ করলেন কেনিয়ার আব্রাহাম কিবিয়ত ৷ দ্বিতীয় স্থানে শেষ করেন ইথিয়োপিয়ার গেটনাট ওয়ালে ৷

আরও পড়ুন : Shibaji Banerjee : মরণোত্তর মোহনবাগান রত্নে সম্মানিত করা হল শিবাজি বন্দ্যোপাধ্যায়কে

পুরুষদের 3000 মিটার স্টেপলচেজ়সে ভারতের একমাত্র প্রতিযোগী ছিলেন অভিনাশ মিকুন্দ সেবলে ৷ তিনি রেস শেষ করতে সময় নেন 8 মিনিট 18 সেকেন্ড 12 মাইক্রো সেকেন্ড ৷ 26 বছরের অভিনাশ নিজের জাতীয় রেকর্ড ভাঙেন ৷ এর আগে তিনি 3000 মিটার স্টেপলচেজ়স দৌড় শেষ করেন 8 মিনিট 20 সেকেন্ড 20 মাইক্রোসেকেন্ডে ৷ ফেডারেশন কাপে এই রেকর্ড গড়েন তিনি ৷টোকিয়ো অলিম্পিকসের প্রথম রাউন্ডের হিট-2-য়ের প্রথম স্থানাধিকারী কিবিয়ত সময় নেন 8 মিনিট 12 সেকেন্ড 25 মাইক্রো সেকেন্ড ৷

টোকিয়ো, 30 জুলাই : জাতীয় রেকর্ড গড়েও পুরুষদের 3000 মিটার স্টেপলচেজ়সের পরের রাউন্ডে যাওয়া হল না ভারতীয় দৌড়বিদ অভিনাশ মুকুন্দ সেবলের ৷ হিট 2-য়ে সপ্তম স্থানে শেষ করলেন তিনি ৷ পরের রাউন্ডে যেতে হলে থাকতে হত প্রথম তিনের মধ্যে ৷

পুরুষদের 3000 মিটার স্টেপলচেজ়সের রাউন্ড ওয়ানের হিট-2-য়ে প্রথম স্থানে শেষ করলেন কেনিয়ার আব্রাহাম কিবিয়ত ৷ দ্বিতীয় স্থানে শেষ করেন ইথিয়োপিয়ার গেটনাট ওয়ালে ৷

আরও পড়ুন : Shibaji Banerjee : মরণোত্তর মোহনবাগান রত্নে সম্মানিত করা হল শিবাজি বন্দ্যোপাধ্যায়কে

পুরুষদের 3000 মিটার স্টেপলচেজ়সে ভারতের একমাত্র প্রতিযোগী ছিলেন অভিনাশ মিকুন্দ সেবলে ৷ তিনি রেস শেষ করতে সময় নেন 8 মিনিট 18 সেকেন্ড 12 মাইক্রো সেকেন্ড ৷ 26 বছরের অভিনাশ নিজের জাতীয় রেকর্ড ভাঙেন ৷ এর আগে তিনি 3000 মিটার স্টেপলচেজ়স দৌড় শেষ করেন 8 মিনিট 20 সেকেন্ড 20 মাইক্রোসেকেন্ডে ৷ ফেডারেশন কাপে এই রেকর্ড গড়েন তিনি ৷টোকিয়ো অলিম্পিকসের প্রথম রাউন্ডের হিট-2-য়ের প্রথম স্থানাধিকারী কিবিয়ত সময় নেন 8 মিনিট 12 সেকেন্ড 25 মাইক্রো সেকেন্ড ৷

Last Updated : Jul 30, 2021, 11:27 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.