মেলবোর্ন, 26 জানুয়ারি : অস্ট্রেলিয়ান ওপেনে থেমে গেল কোকো গাফের স্বপ্নের দৌড় ৷ চতুর্থ রাউন্ডে হেরে চলতি অস্ট্রেলিয়ান ওপেন যাত্রা শেষ করলেন অ্যামেরিকান টেনিস তারকা ৷ চলতি অস্ট্রেলিয়ান ওপেনে জায়েন্ট কিলার ছিলেন তিনি ৷ প্রথমে সাতটি গ্রান্ড স্ল্যাম জয়ী ভেনাস উইলিয়ামসকে হারান কোকো ৷ পরে তৃতীয় রাউন্ডে গতবারের চ্যাম্পিয়ন নাওমি ওসাকাকে হারিয়ে হইচই ফেলেন 15 বছর বয়সি এই অ্যামেরিকান "বিস্ময় বালিকা" ৷
চতুর্থ রাউন্ডে কোকো হারেন সোফিয়া কেনিনের কাছে ৷ খেলার ফলাফল 6-7 (5), 6-3, 6-0 ৷ শেষ সেটে কেনিনের কাছে দাঁড়াতেই পারেননি কোকো ৷ এদিকে 21 বছরের রাশিয়ান টেনিস তারকা, সোফিয়া তাঁর প্রথম অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে পৌঁছালেন ৷
প্রথম সেটে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর টাই ব্রেকারে কোকো জেতেন ৷ কিন্তু পরের সেট থেকেই খেলা ধরতে শুরু করেন কেনিন ৷ দ্বিতীয় ও তৃতীয় সেটে বাউন্স ব্যাক করেন তিনি ৷ দ্বিতীয় সেটে গাফকে 6-3 হারানোর পর ৷ তৃতীয় সেটে আরও ভয়ঙ্কর রূপ ধারণ করেন তিনি ৷ 6-0 তে হারান গাফকে ৷ ম্যাচে ফেরার চেষ্টা করেও ফিরতে পারেননি গাফ ৷ কোকো গাফের হারের সঙ্গে সঙ্গেই থেমে গেল অস্ট্রেলিয়ান ওপেনে জায়েন্ট কিলারের দৌড় ৷