ETV Bharat / sports

অস্ট্রেলিয়ান ওপেনে স্বপ্নের দৌড় শেষ ‘‘বিস্ময় বালিকার’’ - coco guff

পারলেন না কোকো গাফ ৷ চলতি অস্ট্রেলিয়ান ওপেনে যে স্বপ্নের দৌড় তিনি শুরু করেছিলেন তা চতুর্থ রাউন্ডেই থেমে গেল ৷ রাশিয়ান টেনিস প্লেয়ার সোফিয়া কেনিনের কাছে হেরে অস্ট্রেলিয়ান ওপেন থেকে ছিটকে গেলেন কোকো ৷

image
কোকো গাফ
author img

By

Published : Jan 26, 2020, 8:02 PM IST

মেলবোর্ন, 26 জানুয়ারি : অস্ট্রেলিয়ান ওপেনে থেমে গেল কোকো গাফের স্বপ্নের দৌড় ৷ চতুর্থ রাউন্ডে হেরে চলতি অস্ট্রেলিয়ান ওপেন যাত্রা শেষ করলেন অ্যামেরিকান টেনিস তারকা ৷ চলতি অস্ট্রেলিয়ান ওপেনে জায়েন্ট কিলার ছিলেন তিনি ৷ প্রথমে সাতটি গ্রান্ড স্ল্যাম জয়ী ভেনাস উইলিয়ামসকে হারান কোকো ৷ পরে তৃতীয় রাউন্ডে গতবারের চ্যাম্পিয়ন নাওমি ওসাকাকে হারিয়ে হইচই ফেলেন 15 বছর বয়সি এই অ্যামেরিকান "বিস্ময় বালিকা" ৷

চতুর্থ রাউন্ডে কোকো হারেন সোফিয়া কেনিনের কাছে ৷ খেলার ফলাফল 6-7 (5), 6-3, 6-0 ৷ শেষ সেটে কেনিনের কাছে দাঁড়াতেই পারেননি কোকো ৷ এদিকে 21 বছরের রাশিয়ান টেনিস তারকা, সোফিয়া তাঁর প্রথম অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে পৌঁছালেন ৷

প্রথম সেটে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর টাই ব্রেকারে কোকো জেতেন ৷ কিন্তু পরের সেট থেকেই খেলা ধরতে শুরু করেন কেনিন ৷ দ্বিতীয় ও তৃতীয় সেটে বাউন্স ব্যাক করেন তিনি ৷ দ্বিতীয় সেটে গাফকে 6-3 হারানোর পর ৷ তৃতীয় সেটে আরও ভয়ঙ্কর রূপ ধারণ করেন তিনি ৷ 6-0 তে হারান গাফকে ৷ ম্যাচে ফেরার চেষ্টা করেও ফিরতে পারেননি গাফ ৷ কোকো গাফের হারের সঙ্গে সঙ্গেই থেমে গেল অস্ট্রেলিয়ান ওপেনে জায়েন্ট কিলারের দৌড় ৷

মেলবোর্ন, 26 জানুয়ারি : অস্ট্রেলিয়ান ওপেনে থেমে গেল কোকো গাফের স্বপ্নের দৌড় ৷ চতুর্থ রাউন্ডে হেরে চলতি অস্ট্রেলিয়ান ওপেন যাত্রা শেষ করলেন অ্যামেরিকান টেনিস তারকা ৷ চলতি অস্ট্রেলিয়ান ওপেনে জায়েন্ট কিলার ছিলেন তিনি ৷ প্রথমে সাতটি গ্রান্ড স্ল্যাম জয়ী ভেনাস উইলিয়ামসকে হারান কোকো ৷ পরে তৃতীয় রাউন্ডে গতবারের চ্যাম্পিয়ন নাওমি ওসাকাকে হারিয়ে হইচই ফেলেন 15 বছর বয়সি এই অ্যামেরিকান "বিস্ময় বালিকা" ৷

চতুর্থ রাউন্ডে কোকো হারেন সোফিয়া কেনিনের কাছে ৷ খেলার ফলাফল 6-7 (5), 6-3, 6-0 ৷ শেষ সেটে কেনিনের কাছে দাঁড়াতেই পারেননি কোকো ৷ এদিকে 21 বছরের রাশিয়ান টেনিস তারকা, সোফিয়া তাঁর প্রথম অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে পৌঁছালেন ৷

প্রথম সেটে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর টাই ব্রেকারে কোকো জেতেন ৷ কিন্তু পরের সেট থেকেই খেলা ধরতে শুরু করেন কেনিন ৷ দ্বিতীয় ও তৃতীয় সেটে বাউন্স ব্যাক করেন তিনি ৷ দ্বিতীয় সেটে গাফকে 6-3 হারানোর পর ৷ তৃতীয় সেটে আরও ভয়ঙ্কর রূপ ধারণ করেন তিনি ৷ 6-0 তে হারান গাফকে ৷ ম্যাচে ফেরার চেষ্টা করেও ফিরতে পারেননি গাফ ৷ কোকো গাফের হারের সঙ্গে সঙ্গেই থেমে গেল অস্ট্রেলিয়ান ওপেনে জায়েন্ট কিলারের দৌড় ৷

Jaipur (Rajasthan), Jan 26 (ANI): Congress veteran leader Shashi Tharoor again shared his views on Citizenship Amendment Act (CAA). He said that BJP has brought Jinnah's logic of giving that to give citizenship on the basis of religion, which Mahatma Gandhi never supported. "Pakistan considers its identity by its religion that was the idea of Pakistan, Mahatma Gandhi never supported this logic," said Tharoor. "If you're an atheist even then it is your country," added Tharoor.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.