ETV Bharat / sports

অস্ট্রেলিয়ান ওপেন: ফেডেক্স ঝড়ে উড়ে গেলেন মিলম্যান

মেলবোর্নে অস্ট্রেলিয়ান ওপেনে তৃতীয় রাউন্ডে মুখোমুখি হন রজার ফেডেরার ও জন মিলম্যান ৷ 4 ঘণ্টা 3 মিনিটের লড়াইয়ের পর টাইব্রেকারে মিলম্যানকে হারান ফেডরার ৷

image
রজার ফেডরার
author img

By

Published : Jan 24, 2020, 7:24 PM IST

Updated : Jan 25, 2020, 12:48 PM IST

মেলবোর্ন, 25 জানুয়ারি : অস্ট্রেলিয়ান ওপেনের তৃতীয় রাউন্ডে অস্ট্রেলিয়ান জন মিলম্যান মুখোমুখি হয়েছিলেন 20টি গ্ল্যান্ড স্ল্যাম জয়ী রজার ফেডেরার ৷ চার ঘণ্টার লড়াইয়ের পর শেষ হাসি হাসলেন সুইস তারকা ৷ একই সঙ্গে অস্ট্রেলিয়ান ওপেনে 100তম ম্যাচও জিতলেন ফেডেরার ৷ বয়স বাড়লেও ধার কমেনি ফেডেক্সের । এই বয়সেও 4 ঘণ্টার লড়াই শেষে ছিনিয়ে নিচ্ছেন জয় ।

ম্যাচের শুরুটা অবশ্য হয়েছিল অঘটনের আশঙ্কা দিয়ে । 6-4 প্রথম সেট জিতে ইন্দ্রপতনের ইঙ্গিত দিয়েছিলেন অস্ট্রেলিয়ার মিলম্যান ৷ পরের সেটে হাড্ডাহাড্ডি লড়াই 6-6 এর পর টাইব্রেকার । মিলম্যানের সঙ্গে সমানে টেক্কা দিয়ে ফেডেরার ছিনিয়ে নেন সেট।

তৃতীয় সেটে সোজাসুজি চালকের আসনে ফেডেরার । সমানে সমানে টক্কর হওয়ার পর মিলম্যানের সার্ভিস ব্রেক করে 6-4 এ সেট ছিনিয়ে নেন পুরুষদের সিঙ্গলসে সর্বোচ্চ স্ল্যাম জয়ী । চতুর্থ সেটে যখন ফেডেরার জয়ের জন্য ঝাঁপিয়ে ছিলেন । সেটের মাঝ পর্যায়ে ফেডেরারের সার্ভিস ব্রেক করে লিড নিয়ে নেয় মিলম্যান । এই সেটে আর ফিরত পারেননি ফেডেরার ।

ফেডারের ভক্তদের মনে খানিকটা আশঙ্কা জাগিয়েই শুরু হয় পঞ্চম সেটে । সাম্প্রতিক সময়ে এই পঞ্চম সেটেই বার বার ফুরিয়ে যাচ্ছেন সুইস তারকা । পঞ্চম সেটে পেন্ডুলামের দুলেছে ম্যাচের ভাগ্য । কেউ কারও সার্ভিস ব্রেক করতে না পারায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে ।

টাইব্রেকারের শুরুতেই ঝড় তোলেন মিলম্যান । প্রথমেই ছিনিয়ে নেন 3 পয়েন্ট । এর পর ফেডেরার জবাব দেন 2 পয়েন্ট নিয়ে । এর পর আবার 2 পয়েন্টের স্পেল । 5-2 এ এগিয়ে মিলম্যান । মিলম্যানের এসের পর ম্যাচ ভাগ্য অনেকই তাঁর নামে লিখে দিয়েছিলেন ।

ম্যাচ সেখানে শেষ হয়নি । দুই পয়েন্ট তুলে ব্যবধান 4-5 করেন ফেডেক্স । আবার লড়াইয়ের আভাস পেয়ে সিট আকড়ে বসা ফেডেরারের ভক্তদের হার্টবিট বাড়িয়ে 3 পয়েন্ট তুলে নেন মিলম্যান । 8-4 এএগিয়ে পরের রাউন্ডের স্বপ্নে বিভোর অজ়ি এসার বুঝতে পারেননি এর পর একটা ঝড় অপেক্ষা করছে।

ঝড়ই বটে । গোটা ম্যাচে যারা খুঁজছিলেন সেই ফেডেরার কে, যার মাখনে ছুরি চালানোর মত স্লাইস, তাবড় তাবড় তারকাকে মাটি ধরিয়ে ছিল । ম্যাচের অন্তিম-লগ্নে ফেডেরারকে পাওয়া গেল সেই খুনে মেজাজে । পর পর ছটি পয়েন্ট ছিনিয়ে সেটের পাশাপাশি ম্যাচটাই নিজের পকেটে পুরে নেন সুইস সুপারস্টার ।

চতুর্থ রাউন্ডে ফেডেরার প্রতিপক্ষ হাঙ্গেরির মার্টন ফুচোভিচ ৷ তৃতীয় রাউন্ডে অ্যামেরিকার টমি পলকে 6-1, 6-1 , 6-4 সেটে উড়িয়ে চতুর্থ রাউন্ডে পৌঁছেছেন ফুচোভিচ ।

মেলবোর্ন, 25 জানুয়ারি : অস্ট্রেলিয়ান ওপেনের তৃতীয় রাউন্ডে অস্ট্রেলিয়ান জন মিলম্যান মুখোমুখি হয়েছিলেন 20টি গ্ল্যান্ড স্ল্যাম জয়ী রজার ফেডেরার ৷ চার ঘণ্টার লড়াইয়ের পর শেষ হাসি হাসলেন সুইস তারকা ৷ একই সঙ্গে অস্ট্রেলিয়ান ওপেনে 100তম ম্যাচও জিতলেন ফেডেরার ৷ বয়স বাড়লেও ধার কমেনি ফেডেক্সের । এই বয়সেও 4 ঘণ্টার লড়াই শেষে ছিনিয়ে নিচ্ছেন জয় ।

ম্যাচের শুরুটা অবশ্য হয়েছিল অঘটনের আশঙ্কা দিয়ে । 6-4 প্রথম সেট জিতে ইন্দ্রপতনের ইঙ্গিত দিয়েছিলেন অস্ট্রেলিয়ার মিলম্যান ৷ পরের সেটে হাড্ডাহাড্ডি লড়াই 6-6 এর পর টাইব্রেকার । মিলম্যানের সঙ্গে সমানে টেক্কা দিয়ে ফেডেরার ছিনিয়ে নেন সেট।

তৃতীয় সেটে সোজাসুজি চালকের আসনে ফেডেরার । সমানে সমানে টক্কর হওয়ার পর মিলম্যানের সার্ভিস ব্রেক করে 6-4 এ সেট ছিনিয়ে নেন পুরুষদের সিঙ্গলসে সর্বোচ্চ স্ল্যাম জয়ী । চতুর্থ সেটে যখন ফেডেরার জয়ের জন্য ঝাঁপিয়ে ছিলেন । সেটের মাঝ পর্যায়ে ফেডেরারের সার্ভিস ব্রেক করে লিড নিয়ে নেয় মিলম্যান । এই সেটে আর ফিরত পারেননি ফেডেরার ।

ফেডারের ভক্তদের মনে খানিকটা আশঙ্কা জাগিয়েই শুরু হয় পঞ্চম সেটে । সাম্প্রতিক সময়ে এই পঞ্চম সেটেই বার বার ফুরিয়ে যাচ্ছেন সুইস তারকা । পঞ্চম সেটে পেন্ডুলামের দুলেছে ম্যাচের ভাগ্য । কেউ কারও সার্ভিস ব্রেক করতে না পারায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে ।

টাইব্রেকারের শুরুতেই ঝড় তোলেন মিলম্যান । প্রথমেই ছিনিয়ে নেন 3 পয়েন্ট । এর পর ফেডেরার জবাব দেন 2 পয়েন্ট নিয়ে । এর পর আবার 2 পয়েন্টের স্পেল । 5-2 এ এগিয়ে মিলম্যান । মিলম্যানের এসের পর ম্যাচ ভাগ্য অনেকই তাঁর নামে লিখে দিয়েছিলেন ।

ম্যাচ সেখানে শেষ হয়নি । দুই পয়েন্ট তুলে ব্যবধান 4-5 করেন ফেডেক্স । আবার লড়াইয়ের আভাস পেয়ে সিট আকড়ে বসা ফেডেরারের ভক্তদের হার্টবিট বাড়িয়ে 3 পয়েন্ট তুলে নেন মিলম্যান । 8-4 এএগিয়ে পরের রাউন্ডের স্বপ্নে বিভোর অজ়ি এসার বুঝতে পারেননি এর পর একটা ঝড় অপেক্ষা করছে।

ঝড়ই বটে । গোটা ম্যাচে যারা খুঁজছিলেন সেই ফেডেরার কে, যার মাখনে ছুরি চালানোর মত স্লাইস, তাবড় তাবড় তারকাকে মাটি ধরিয়ে ছিল । ম্যাচের অন্তিম-লগ্নে ফেডেরারকে পাওয়া গেল সেই খুনে মেজাজে । পর পর ছটি পয়েন্ট ছিনিয়ে সেটের পাশাপাশি ম্যাচটাই নিজের পকেটে পুরে নেন সুইস সুপারস্টার ।

চতুর্থ রাউন্ডে ফেডেরার প্রতিপক্ষ হাঙ্গেরির মার্টন ফুচোভিচ ৷ তৃতীয় রাউন্ডে অ্যামেরিকার টমি পলকে 6-1, 6-1 , 6-4 সেটে উড়িয়ে চতুর্থ রাউন্ডে পৌঁছেছেন ফুচোভিচ ।

Kathmandu (Nepal), Jan 24 (ANI): Indian Mission in Nepal has organised a-month- long yoga course, in which people from various walks of life participated. The yoga course which concluded recently was conducted by Swami Vivekananda Cultural Center, Indian Embassy in Kathmandu and distributed certificates to the participants on Friday. Various yoga Asanas were showcased during the program organized inside the MP Hall of Indian Mission in Nepal.

Last Updated : Jan 25, 2020, 12:48 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.