লন্ডন, 14 জুলাই : ফিরে এল 2008 সালের উইম্বলডন ফাইনালের স্মৃতি । কাব্যিক ফাইনালে রজার ফেডেরারকে হারিয়ে চ্যাম্পিয়ন হলেন নোভাক জোকোভিচ । এটি তাঁর ক্যারিয়ারের 16 তম গ্র্যান্ডস্ল্যাম জয়।
আজ ফাইনালের শুরু থেকেই দুই তারকা নিজেদের সেরা ফর্মে ছিলেন । প্রথম সেট টাইব্রেকারে জেতেন নোভাক জোকোভিচ । দ্বিতীয় সেটে দুরন্ত কামব্যাক করেন ফেডেরার । 6-1 গেমে দ্বিতীয় সেট জেতেন তিনি । হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর তৃতীয় সেট টাইব্রেকারে যায় । টাইব্রেকারে জিতে ম্যাচে 2-1 ব্যবধানে এগিয়ে যান সার্বিয়ান তারকা । ম্যাচে টিকে থাকতে গেলে চতুর্থ সেট জিততেই হবে, এই অবস্থায় ডবল ব্রেকে এগিয়ে ছিলেন সুইস তারকা । একটি ব্রেক হারালেও 6-4 ব্যবধানে জেতেন । পঞ্চম সেটে দুই তারকাই দুরন্ত ছন্দে খেলতে থাকেন । 15তম গেমে জোকোভিচকে ব্রেক করেন ফেডেরার । পরের গেমে ফেডেরার 40-0 ব্যবধানে এগিয়ে ছিলেন । হাতে ছিল তিনটি চ্যাম্পিয়নশিপ পয়েন্ট । সেখান থেকে ঘুরে দাঁড়ান জোকোভিচ । 8-8 করেন ।
শেষপর্যন্ত 12-12 ফল হওয়ার পর পঞ্চম সেট টাইব্রেকারে যায় । সেখানে 7-3 ব্যবধানে ফেডেরারের স্বপ্ন চুরমার করে দেন সার্বিয়ান তারকা । এটি তাঁর ক্যারিয়ারের পঞ্চম উইম্বলডন খেতাব ।