ETV Bharat / sports

হারলেন ফেডেরার, পঞ্চম উইম্বলডন খেতাব জোকোভিচের

কাব্যিক ফাইনালে রজার ফেডেরারকে হারিয়ে চ্যাম্পিয়ন হলেন নোভাক জোকোভিচ ।

পঞ্চম উইম্বলডন খেতাব জোকোভিচের
author img

By

Published : Jul 15, 2019, 12:32 AM IST

লন্ডন, 14 জুলাই : ফিরে এল 2008 সালের উইম্বলডন ফাইনালের স্মৃতি । কাব্যিক ফাইনালে রজার ফেডেরারকে হারিয়ে চ্যাম্পিয়ন হলেন নোভাক জোকোভিচ । এটি তাঁর ক্যারিয়ারের 16 তম গ্র্যান্ডস্ল্যাম জয়।

আজ ফাইনালের শুরু থেকেই দুই তারকা নিজেদের সেরা ফর্মে ছিলেন । প্রথম সেট টাইব্রেকারে জেতেন নোভাক জোকোভিচ । দ্বিতীয় সেটে দুরন্ত কামব্যাক করেন ফেডেরার । 6-1 গেমে দ্বিতীয় সেট জেতেন তিনি । হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর তৃতীয় সেট টাইব্রেকারে যায় । টাইব্রেকারে জিতে ম্যাচে 2-1 ব্যবধানে এগিয়ে যান সার্বিয়ান তারকা । ম্যাচে টিকে থাকতে গেলে চতুর্থ সেট জিততেই হবে, এই অবস্থায় ডবল ব্রেকে এগিয়ে ছিলেন সুইস তারকা । একটি ব্রেক হারালেও 6-4 ব্যবধানে জেতেন । পঞ্চম সেটে দুই তারকাই দুরন্ত ছন্দে খেলতে থাকেন । 15তম গেমে জোকোভিচকে ব্রেক করেন ফেডেরার । পরের গেমে ফেডেরার 40-0 ব্যবধানে এগিয়ে ছিলেন । হাতে ছিল তিনটি চ্যাম্পিয়নশিপ পয়েন্ট । সেখান থেকে ঘুরে দাঁড়ান জোকোভিচ । 8-8 করেন ।

শেষপর্যন্ত 12-12 ফল হওয়ার পর পঞ্চম সেট টাইব্রেকারে যায় । সেখানে 7-3 ব্যবধানে ফেডেরারের স্বপ্ন চুরমার করে দেন সার্বিয়ান তারকা । এটি তাঁর ক্যারিয়ারের পঞ্চম উইম্বলডন খেতাব ।

লন্ডন, 14 জুলাই : ফিরে এল 2008 সালের উইম্বলডন ফাইনালের স্মৃতি । কাব্যিক ফাইনালে রজার ফেডেরারকে হারিয়ে চ্যাম্পিয়ন হলেন নোভাক জোকোভিচ । এটি তাঁর ক্যারিয়ারের 16 তম গ্র্যান্ডস্ল্যাম জয়।

আজ ফাইনালের শুরু থেকেই দুই তারকা নিজেদের সেরা ফর্মে ছিলেন । প্রথম সেট টাইব্রেকারে জেতেন নোভাক জোকোভিচ । দ্বিতীয় সেটে দুরন্ত কামব্যাক করেন ফেডেরার । 6-1 গেমে দ্বিতীয় সেট জেতেন তিনি । হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর তৃতীয় সেট টাইব্রেকারে যায় । টাইব্রেকারে জিতে ম্যাচে 2-1 ব্যবধানে এগিয়ে যান সার্বিয়ান তারকা । ম্যাচে টিকে থাকতে গেলে চতুর্থ সেট জিততেই হবে, এই অবস্থায় ডবল ব্রেকে এগিয়ে ছিলেন সুইস তারকা । একটি ব্রেক হারালেও 6-4 ব্যবধানে জেতেন । পঞ্চম সেটে দুই তারকাই দুরন্ত ছন্দে খেলতে থাকেন । 15তম গেমে জোকোভিচকে ব্রেক করেন ফেডেরার । পরের গেমে ফেডেরার 40-0 ব্যবধানে এগিয়ে ছিলেন । হাতে ছিল তিনটি চ্যাম্পিয়নশিপ পয়েন্ট । সেখান থেকে ঘুরে দাঁড়ান জোকোভিচ । 8-8 করেন ।

শেষপর্যন্ত 12-12 ফল হওয়ার পর পঞ্চম সেট টাইব্রেকারে যায় । সেখানে 7-3 ব্যবধানে ফেডেরারের স্বপ্ন চুরমার করে দেন সার্বিয়ান তারকা । এটি তাঁর ক্যারিয়ারের পঞ্চম উইম্বলডন খেতাব ।

Dewas (Madhya Pradesh), July 14 (ANI): Locals of Madhya Pradesh's Sonkatch are risking their lives to cross a river for the survival. They are using a makeshift rope bridge to cross the river. Many times locals have to carry their children and big vessels along with them. Locals also have to cross the river at nights as well. There have been many incidents of people falling down while crossing the river.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.