নিউইয়র্ক, 4 সেপ্টেম্বর: যুক্তরাষ্ট্র ওপেনের (US Open 2022) চতুর্থ রাউন্ডে কোয়ালিফাই করলেন রাফায়েল নাদাল (Rafael Nadal) ৷ টুর্নামেন্টের দ্বিতীয় বাছাই নাদাল এদিন তৃতীয় রাউন্ডের ম্যাচ স্ট্রেট সেটে জিতেছেন (Rafael Nadal Wins Third Round in Straight Sets) ৷ প্রতিপক্ষ রিচার্ড গ্যাসকেটকে (Richard Gasquet) 6-0, 6-1, 7-5 ফলাফলে হারান তিনি ৷ প্রথম দু'সেটে প্রতিপক্ষকে দাঁড়াতেই দেননি নাদাল ৷ টানা 34টি ব়্যালি জেতেন স্প্যানিশ বুল ৷ তৃতীয় সেটে সামান্য লড়াই দেন রিচার্ড ৷ ফলে গেম 7-5 ফলাফল হয় এবং স্ট্রেট সেটে জিতে চতুর্থ রাউন্ডে পৌঁছে গিয়েছেন রাফায়েল নাদাল ৷
আর্থার অ্যাশ স্টেডিয়ামে স্থানীয় সময় শনিবার রাতের ম্যাচে নাদাল প্রথমটায় একটু ধীর গতিতে শুরুটা করেছিলেন ৷ কিন্তু, কোনও সময়ই তিনি প্রতিপক্ষকে নিজের উপর চড়াও হতে দেননি ৷ যার ফলে প্রথম সেটে 6-0 ফলাফলে জিতেন রাফায়েল নাদাল ৷ পরের সেটেও দাপট বজায় রাখেন তিনি ৷ 6-1 গেমে দ্বিতীয় সেট জিতে ম্যাচ জয়ের দোরগোড়ায় চলে যান নাদাল ৷ এদিন প্রথম দুই সেটে টানা 34টি ব়্যালি জেতেন তিনি ৷ তৃতীয় সেটে কিছুটা ক্লান্ত নাদালকে ক্ষণিকের জন্য হলেও চাপে ফেলেছিলেন প্রতিপক্ষা রিচার্ড গ্যাসকেট ৷ ফলে ম্যাচ 7-5 গেম পর্যন্ত গড়ায় ৷ তবে, রাফায়েলের অভিজ্ঞতার কাছে হার মানতে হয় রিচার্ডকে ৷
কেরিয়ারে এখনও পর্যন্ত 22টি গ্র্যান্ডস্লাম জিতে সবার আগে রয়েছেন রাফায়েল নাদাল ৷ কোভিড ভ্যাকসিন না নেওয়ায় যুক্তরাষ্ট্র ওপেনে অংশ নিতে পারেননি নোভাক ৷ ফলে নিজের ট্রফি ক্যাবিনেটে আরও একটি ইউএস ওপেনের ট্রফি তোলার সুযোগ রয়েছেন নাদালের কাছে ৷ এই মুহূর্তে 22টি গ্র্যান্ডস্লামের মধ্যে 4 টি যুক্তরাষ্ট্র ওপেন জিতেছেন ক্লে কোর্টের রাজা ৷ তৃতীয় রাউন্ডের ম্যাচ জেতার সঙ্গেই আর্থার অ্যাশ স্টেডিয়ামে তিরিশতম ম্যাচ জিতলেন তিনি ৷
আরও পড়ুন: নিজের ব়্যাকেটেই নাক ভেঙে কোর্টেই রক্তাক্ত নাদাল
চতুর্থ রাউন্ডে নাদালের প্রতিপক্ষ মার্কিন খেলোয়াড় ফ্রান্সিস তিয়াফো ৷ সোমবার চতুর্থ রাউন্ডের সেই ম্যাচ হবে ৷ প্রসঙ্গত, 2010-2012 সালে মার্ডি ফিসের পর প্রথম কোনও আমেরিকান যুক্তরাষ্ট্র ওপেনে চতুর্থ রাউন্ডের ম্যাচ খেলতে নামবেন ৷ অতীতে তিয়াফোর বিরুদ্ধে দু’বার কোর্টে নেমেছেন নাদাল ৷ দু’বারেই ম্যাচের ফল নাদালের পক্ষে ৷ উল্লেখ্য দ্বিতীয় রাউন্ডের ম্যাচ জেতার পর নিজের ব়্যাকেটেই নাকে আঘাত করে ফেলেছিলেন রাফায়েল নাদাল ৷ এদিন নাকে ব্যান্ডেজ বেঁধেই নেমেছিলেন কোর্ট ৷ তবে, তাঁর নাকের চোট কোনও সমস্যা করছে না বলে জানিয়েছেন স্প্যানিশ তারকা ৷