নয়াদিল্লি, 24 ডিসেম্বর: কুস্তি নিয়ে চলছে নাটকের পর নাটক ৷ একের পর এক নয়া সিদ্ধান্তে কুস্তি খবরের এখন শিরোনামে ৷ খানিক আগেই ভারতীয় সংস্থার নতুন কমিটিকে সাসপেন্ড করেছে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক ৷ ফের নয়া সিদ্ধান্ত নিল কেন্দ্র ৷ ক্রীড়া মন্ত্রক অলিম্পিক অ্যাসোসিয়েশনকে দ্রুত অ্যাড-হক কমিটি তৈরির নির্দেশ দিল ৷ তাদেরকেই দেখতে হবে কুস্তির যাবতীয় বিষয়গুলি ৷ কেন্দ্রীয় সরকারের তরফে একটি প্যানেল গঠনের জন্য আইওএ-কে একটি চিঠি লেখা হয়েছে ৷ আগামী 48 ঘণ্টার মধ্যে তা গঠিত করার নির্দেশ দেওয়া হয়েছে ৷
কেন্দ্রের এক আধিকারিক তরুণ পারিকের স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়েছে, "ডব্লিউএফআই-এর প্রাক্তন পদাধিকারীদের প্রভাব ও নিয়ন্ত্রণের ফলে উদ্ভূত বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে, কুস্তি কমিটির শাসন ও অখণ্ডতা নিয়ে গুরুতর উদ্বেগ দেখা দিয়েছে। এর জন্য ক্রীড়া সংস্থাগুলিতে সুশাসনের নীতিগুলিকে অক্ষুণ্ণ রাখার জন্য অবিলম্বে এবং কঠোর সংশোধনমূলক ব্যবস্থার প্রয়োজন ৷ এইভাবে, এখন এটি আইওএ-র পক্ষ থেকে কুস্তির বিষয়গুলি পরিচালনার জন্য অন্তর্বর্তী সময়ের জন্য উপযুক্ত ব্যবস্থা করা বাধ্যতামূলক ৷ যাতে রেসলিং খেলোয়াড়রা কোনওভাবেই সমস্য়ার সম্মুখীন না-হয় ৷"
উল্লেখ্য, কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক অনূর্ধ্ব-15 এবং অনূর্ধ্ব-20 জাতীয় চ্যাম্পিয়নশিপ আয়োজনের বিষয়ে 'তাড়াহুড়ো করে ঘোষণা' করার পরে নবনির্বাচিত সভাপতি সঞ্জয় সিং-এর নেতৃত্বাধীন ডব্লিউএফআই-কে সাসপেন্ড করেছে ৷ এছাড়াও, ব্রিজ ভূষণের ঘনিষ্ঠ সহযোগী সঞ্জয় সিং নিয়োগের পরে কুস্তিগীররা ফের সরব হয়েছেন ৷ অলিম্পিক পদকজয়ী তাঁর 'সাধনা সম্মান' কুস্তি থেকে অবসর ঘোষণা করে দিয়েছেন ৷ পাশাপাশি বজরং পুনিয়া তাঁর পদ্মশ্রী ফেরানোর সিদ্ধান্ত নিয়েছেন ৷
আরও পড়ুন: