ETV Bharat / sports

মাঠে ঢুকে রেফারিকে ঘুষি ক্লাব সভাপতির! কেমন আছেন আক্রান্ত হালিল ? - Club President Punched a Referee

Club President Punched a Referee: মাঠে ঢুকে রেফারিকে ঘুষি মারলেন ক্লাব সভাপতি ৷ শেষ মিনিটে দল গোল খাওয়ায় মেজাজ হারিয়ে রেফারি হালিল উমুত মিলারকে আক্রমণ করেন এমকেই অ্যাঙ্কারগুচু ক্লাবের সভাপতি ফারুক কোচা ৷

Club President Punched a Referee
মাঠে ঢুকে রেফারিকে ঘুষি ক্লাব সভাপতির
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 13, 2023, 10:46 PM IST

আনকারা (তুরস্ক), 13 ডিসেম্বর: মাঠে ঢুকে রেফারিকে ঘুষি মারার অপরাধে মঙ্গলবার গ্রেফতার করা হয়েছিল এমকেই অ্যাঙ্কারগুচু ক্লাবের সভাপতি ফারুক কোচাকে ৷ সোমবার সুপার লিগের খেলা শেষ হওয়ার পর তুরস্কের এই ফুটবল ক্লাবের সভাপতি আক্রমণ করেন রেফারি হালিল উমুত মিলারকে ৷ এদিন সুপার লিগের ম্যাচে মখোমুখি হয়েছিল কেকুর রিজেসপোরের ৷ 1-1 ফলাফলে শেষ হয় ম্যাচ ৷ শেষ মুহূর্তে গোল খাওয়ায় মেজাজ হারান অ্যাঙ্কারগুচু ক্লাবের সভাপতি ফারুক ৷ ঘটনার পরেই সিদ্ধান্ত নেওয়া হয় বন্ধ করে দেওয়া হবে এই লিগ ৷ কোচা এবং হালিল দু'জনকেই হাসপাতালে ভর্তি করতে হয় ৷ হালিলের চোট লেগেছিল চোখের কাছেই ৷ যদিও বুধবার তাঁকে ছেড়ে দেওয়া হবে বলে জানা গিয়েছে ৷

পাশাপাশি হার্ট অ্যাটাকের ঝুঁকি থাকায় হাসপাতালে ভর্তি করতে হয় ক্লাব সভাপতিকেও ৷ আইনমন্ত্রী ইলমাজ টুঙ্ক এক্সে জানিয়েছেন, শুধু যে ঘুষি মারা হয়েছে তা নয় মিলারকে লাথি মারার অভিযোগে দুই সন্দেহভাজনকেও গ্রেফতার করা হয়েছে ৷ কারণ এই ঘটনায় বেশ কিছু ফ্যানও মাঠের মধ্যে ঢুকে পড়েছিল ৷ তারাও ঘিরে ধরে মিলারকে ৷ ঘটনায় অন্য তিন জনকে আটক করা হলেও তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে একটি শর্তে ৷ তাঁদেরকে আগামী কিছু দিন পুলিশকে রিপোর্ট করতে হবে ৷

প্রসঙ্গত, প্রশ্ন চলাকালীন ঘুষি মারার ঘটনাকে পুরোপুরি অস্বীকার করেছেন কোচা ৷ তিনি জানিয়েছেন, তিনি ঘুষি মারেননি হালকাভাবে চড় মেরেছেন ৷ শুধু তাই নয় আক্রান্ত রেফারি অনেক ভুল সিদ্ধান্ত দিয়েছেন বলেও দাবি করেছেন তিনি ৷ তিনি এও দাবি করেন, তাঁর কারণে কোনও চোট লাগেনি রেফারির ৷ যদিও এই ঘটনাকে অত্যন্ত নিন্দনীয় বলে দাবি করেছেন খোদ ফেডারেশনের প্রেসিডেন্ট ৷ ফেডারেশন সভাপতি মেহমেত বুয়ুকেক্সি বলেন, “এই ধরনের আক্রমণ ভীষণ দুর্ভাগ্যজনক ৷ আর ফুটবলের লজ্জা ৷ আমাদের একটাই বক্তব্য যথেষ্ট হয়েছে ৷“ যারা যারা এই ঘটনার সঙ্গে যুক্ত প্রত্যেকের শাস্তির দাবি তোলেন তিনি ৷

এই ঘটনা সারা বিশ্বে যেভাবে ছড়িয়ে পড়েছে তাও তুরস্কের জন্য় মোটেই ভালো খবর নয় ৷ কারণ 2032 সালে ইতালির সঙ্গেই ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের কো-হোস্ট হওয়ার কথা রয়েছে তুরস্কর ৷ মিলারকে হাসপাতালে দেখতে এসে মেহমেত বুয়ুকেক্সি আরও জানান, এই ঘটনা ফুটবলের ইতিহাসে মাইলস্টোন হয়ে থেকে যাবে ৷ চ্যাম্পিয়নশিপ আয়োজনের ক্ষেত্রেও কোনও ক্ষতি হবে না বলেই জানিয়েছেন তিনি ৷ তিনি জানান, ইউইএফএ সভাপতির কাছ থেকেও তিনি ফোন পেয়েছেন ৷ সভাপতি আলেকজান্ডার কেরেফিন তাঁর পাশে থাকার আশ্বাস দিয়েছেন ৷

আরও পড়ুন:

  1. 'অর্জুন' মহম্মদ শামি! ক্রীড়ামন্ত্রকের কাছে বঙ্গ পেসারের নাম প্রস্তাব বিসিসিআইয়ের
  2. এশিয়ান কাপের প্রাথমিক 50 জনের দল বাছলেন স্টিম্যাচ; কারা রয়েছেন তালিকায়?
  3. রিয়াদ সিজন কাপে খেলবে ইন্টার মিয়ামি, 1 ফেব্রুয়ারি মেসি বনাম রোনাল্ডো দ্বৈরথ

আনকারা (তুরস্ক), 13 ডিসেম্বর: মাঠে ঢুকে রেফারিকে ঘুষি মারার অপরাধে মঙ্গলবার গ্রেফতার করা হয়েছিল এমকেই অ্যাঙ্কারগুচু ক্লাবের সভাপতি ফারুক কোচাকে ৷ সোমবার সুপার লিগের খেলা শেষ হওয়ার পর তুরস্কের এই ফুটবল ক্লাবের সভাপতি আক্রমণ করেন রেফারি হালিল উমুত মিলারকে ৷ এদিন সুপার লিগের ম্যাচে মখোমুখি হয়েছিল কেকুর রিজেসপোরের ৷ 1-1 ফলাফলে শেষ হয় ম্যাচ ৷ শেষ মুহূর্তে গোল খাওয়ায় মেজাজ হারান অ্যাঙ্কারগুচু ক্লাবের সভাপতি ফারুক ৷ ঘটনার পরেই সিদ্ধান্ত নেওয়া হয় বন্ধ করে দেওয়া হবে এই লিগ ৷ কোচা এবং হালিল দু'জনকেই হাসপাতালে ভর্তি করতে হয় ৷ হালিলের চোট লেগেছিল চোখের কাছেই ৷ যদিও বুধবার তাঁকে ছেড়ে দেওয়া হবে বলে জানা গিয়েছে ৷

পাশাপাশি হার্ট অ্যাটাকের ঝুঁকি থাকায় হাসপাতালে ভর্তি করতে হয় ক্লাব সভাপতিকেও ৷ আইনমন্ত্রী ইলমাজ টুঙ্ক এক্সে জানিয়েছেন, শুধু যে ঘুষি মারা হয়েছে তা নয় মিলারকে লাথি মারার অভিযোগে দুই সন্দেহভাজনকেও গ্রেফতার করা হয়েছে ৷ কারণ এই ঘটনায় বেশ কিছু ফ্যানও মাঠের মধ্যে ঢুকে পড়েছিল ৷ তারাও ঘিরে ধরে মিলারকে ৷ ঘটনায় অন্য তিন জনকে আটক করা হলেও তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে একটি শর্তে ৷ তাঁদেরকে আগামী কিছু দিন পুলিশকে রিপোর্ট করতে হবে ৷

প্রসঙ্গত, প্রশ্ন চলাকালীন ঘুষি মারার ঘটনাকে পুরোপুরি অস্বীকার করেছেন কোচা ৷ তিনি জানিয়েছেন, তিনি ঘুষি মারেননি হালকাভাবে চড় মেরেছেন ৷ শুধু তাই নয় আক্রান্ত রেফারি অনেক ভুল সিদ্ধান্ত দিয়েছেন বলেও দাবি করেছেন তিনি ৷ তিনি এও দাবি করেন, তাঁর কারণে কোনও চোট লাগেনি রেফারির ৷ যদিও এই ঘটনাকে অত্যন্ত নিন্দনীয় বলে দাবি করেছেন খোদ ফেডারেশনের প্রেসিডেন্ট ৷ ফেডারেশন সভাপতি মেহমেত বুয়ুকেক্সি বলেন, “এই ধরনের আক্রমণ ভীষণ দুর্ভাগ্যজনক ৷ আর ফুটবলের লজ্জা ৷ আমাদের একটাই বক্তব্য যথেষ্ট হয়েছে ৷“ যারা যারা এই ঘটনার সঙ্গে যুক্ত প্রত্যেকের শাস্তির দাবি তোলেন তিনি ৷

এই ঘটনা সারা বিশ্বে যেভাবে ছড়িয়ে পড়েছে তাও তুরস্কের জন্য় মোটেই ভালো খবর নয় ৷ কারণ 2032 সালে ইতালির সঙ্গেই ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের কো-হোস্ট হওয়ার কথা রয়েছে তুরস্কর ৷ মিলারকে হাসপাতালে দেখতে এসে মেহমেত বুয়ুকেক্সি আরও জানান, এই ঘটনা ফুটবলের ইতিহাসে মাইলস্টোন হয়ে থেকে যাবে ৷ চ্যাম্পিয়নশিপ আয়োজনের ক্ষেত্রেও কোনও ক্ষতি হবে না বলেই জানিয়েছেন তিনি ৷ তিনি জানান, ইউইএফএ সভাপতির কাছ থেকেও তিনি ফোন পেয়েছেন ৷ সভাপতি আলেকজান্ডার কেরেফিন তাঁর পাশে থাকার আশ্বাস দিয়েছেন ৷

আরও পড়ুন:

  1. 'অর্জুন' মহম্মদ শামি! ক্রীড়ামন্ত্রকের কাছে বঙ্গ পেসারের নাম প্রস্তাব বিসিসিআইয়ের
  2. এশিয়ান কাপের প্রাথমিক 50 জনের দল বাছলেন স্টিম্যাচ; কারা রয়েছেন তালিকায়?
  3. রিয়াদ সিজন কাপে খেলবে ইন্টার মিয়ামি, 1 ফেব্রুয়ারি মেসি বনাম রোনাল্ডো দ্বৈরথ
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.