ETV Bharat / sports

Sonam Baby Shower: ঘরোয়া পুজোয় সম্পন্ন হল সুনীল-ঘরনির সাধের অনুষ্ঠান, ভিডিয়ো শেয়ার করলেন সাহেব - Sonam s baby shower

ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রী বাবা হতে চলেছেন ৷ বৃহস্পতিবার সোশাল মিডিয়ায় একটি ভিডিয়ো এসেছে ৷ যেখানে হবু বাবা সুনীল ও হবু মা সোনমকে দেখা গিয়েছে বিশেষ পুজো করতে ৷ বোঝাই গিয়েছে এটি ছিল সোনমের বেবি শাওয়ারের অনুষ্ঠান ৷

Sonam Baby Shower
সোনমের বেবি শাওয়ারে ঘরোয়া পুজোয় সুনীল
author img

By

Published : Jul 6, 2023, 6:31 PM IST

কলকাতা, 6 জুলাই: বাবা হতে চলেছেন ৷ ইন্টার কন্টিনেন্টাল কাপে ভানুয়াতুর বিরুদ্ধে জয়সূচক গোলের পর বিশেষ সেলিব্রেশনে সুখবর দিয়েছিলেন ভারত অধিনায়ক সুনীল ছেত্রী ৷ এরপর ইন্টারকন্টিনেন্টাল কাপ হোক কিংবা সদ্যসমাপ্ত সাফ চ্যাম্পিয়নশিপ ৷ সন্তানসম্ভবা সত্ত্বেও গ্যালারিতে থেকে সুনীলকে প্রতি ম্যাচে সমর্থন জুগিয়ে গিয়েছেন স্ত্রী সোনম ভট্টাচার্য ৷ আর সাফ জয়ের পর বৃহস্পতিবার বাসভবনে স্ত্রী'র সাধের অনুষ্ঠান সারলেন ভারত অধিনায়ক ৷ পূজার্চনার মধ্যে দিয়ে ঘরোয়া রীতিনীতি মেনেই হল সেই অনুষ্ঠান ৷

সামনে এল বিশেষ মুহূর্তের সেই ভিডিয়ো ৷ বৃহস্পতিবার সুনীলের শ্যালক তথা অভিনেতা সাহেব ভট্টাচার্য সোশাল মিডিয়ায় একটি ভিডিয়ো শেয়ার করেছেন ৷ যেখানে দিদির বেবি শাওয়ারের অনুষ্ঠান অনুরাগীদের সঙ্গে শেয়ার করেছেন তিনি ৷ সোশাল মিডিয়ায় সেই ভিডিয়ো আসতেই নিমেষে তা ভাইরাল ৷ হবু বাবা-মা'কে জানিয়েছেন শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা ৷

সপ্তাহতিনেক আগে ভানুয়াতুর বিরুদ্ধে ইন্টার কন্টিনেন্টাল কাপে সুনীল ছেত্রীর গোলেই জয়লাভ করেছিল ভারতীয় দল। গোল করার পর অধিনায়কের বিশেষ বার্তা নজর কাড়ে সকলের ৷ গোলের পর বল জার্সির মধ্যে ঢুকিয়ে স্ত্রী'র উদ্দেশে চুম্বন ছুড়ে দেন অধিনায়ক ৷ জানান দেন যে, খুব শীঘ্রই তাঁদের পরিবারে আসতে চলেছে নয়া সদস্য ৷ শুধু তাই নয় ৷ পরবর্তীতে ইন্টারকন্টিনেন্টাল কাপ জিতে স্ত্রী সোনমকে নিজের ‘আর্মব্যান্ড’ পরিয়ে দিয়েছিলেন ভারত অধিনায়ক। মিষ্টি সেই ছবিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। দু'জনের প্রেম ও রসায়ন দেখে মুগ্ধ হয়েছিলেন অনুরাগীরা ৷ তারপরেই বৃহস্পতিবার সামনে আসে হবু বাবা-মায়ের বিশেষ পুজোর ছবি ৷

এদিন বিকেলের দিকে অভিনেতা সাহেব ভিডিয়োটি শেয়ার করেছেন সোশাল মিডিয়ায় ৷ ভিডিয়োটিতে দেখা গিয়েছে, দিদি সোনাম বসে আছেন পুজোর আসনে ৷ সঙ্গে রয়েছেন সুনীল ছেত্রীও ৷ সোনম পড়েছেন গোলাপী পাড় দেওয়া হলুদ রঙের শাড়ি ৷ অন্যদিকে সুনীল ছেত্রী পড়েছেন হালকা মেটে রঙের পাঞ্জাবি ৷ সামনে বিশালকার পুজোর আয়োজন ৷ ভিডিয়োটিতে আরও দেখা গিয়েছে, হাতে ফুল নিয়ে কখনও মন্ত্রোচ্চারণে ব্যস্ত রয়েছেন হবু বাবা সুনীল আবার কখনও পুজোর নিয়ম মেনে স্ত্রীর সিঁথিতে দিচ্ছেন সিঁদুর ৷ শুধু তাই নয়, বিশেষদিনে রান্নায় ব্যস্ত থাকতে দেখা গিয়েছে সাহেব-সোনমের মা'কে ৷ ভিডিয়োটি পোস্ট করে ক্যাপশনে সাহেব লিখেছেন, "মহাবিশ্বের আর্শীবাদ ৷"

আরও পড়ুন: শ্রীভূমির পর সন্তোষ মিত্র স্কোয়্যার, কলকাতায় আতিথেয়তায় মুগ্ধ মার্তিনেজ

ভিডিয়োটি সামনে আসার পরেই শুভেচ্ছা জানিয়েছেন অনুরাগীরা ৷ হবু বাবা সুনীল ও মা সোনমকে আগাম অভিনন্দন জানাতে ভোলেননি নেটিজেনরা ৷ প্রসঙ্গত, ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রী 2017 সালে বিয়ে করেন প্রাক্তন ভারতীয় ফুটবলার সুব্রত ভট্টাচার্যের মেয়ে সোনমকে। বিয়ের আগে বেশ কয়েকবছর চুটিয়ে প্রেমও করেছিলেন তাঁরা।

কলকাতা, 6 জুলাই: বাবা হতে চলেছেন ৷ ইন্টার কন্টিনেন্টাল কাপে ভানুয়াতুর বিরুদ্ধে জয়সূচক গোলের পর বিশেষ সেলিব্রেশনে সুখবর দিয়েছিলেন ভারত অধিনায়ক সুনীল ছেত্রী ৷ এরপর ইন্টারকন্টিনেন্টাল কাপ হোক কিংবা সদ্যসমাপ্ত সাফ চ্যাম্পিয়নশিপ ৷ সন্তানসম্ভবা সত্ত্বেও গ্যালারিতে থেকে সুনীলকে প্রতি ম্যাচে সমর্থন জুগিয়ে গিয়েছেন স্ত্রী সোনম ভট্টাচার্য ৷ আর সাফ জয়ের পর বৃহস্পতিবার বাসভবনে স্ত্রী'র সাধের অনুষ্ঠান সারলেন ভারত অধিনায়ক ৷ পূজার্চনার মধ্যে দিয়ে ঘরোয়া রীতিনীতি মেনেই হল সেই অনুষ্ঠান ৷

সামনে এল বিশেষ মুহূর্তের সেই ভিডিয়ো ৷ বৃহস্পতিবার সুনীলের শ্যালক তথা অভিনেতা সাহেব ভট্টাচার্য সোশাল মিডিয়ায় একটি ভিডিয়ো শেয়ার করেছেন ৷ যেখানে দিদির বেবি শাওয়ারের অনুষ্ঠান অনুরাগীদের সঙ্গে শেয়ার করেছেন তিনি ৷ সোশাল মিডিয়ায় সেই ভিডিয়ো আসতেই নিমেষে তা ভাইরাল ৷ হবু বাবা-মা'কে জানিয়েছেন শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা ৷

সপ্তাহতিনেক আগে ভানুয়াতুর বিরুদ্ধে ইন্টার কন্টিনেন্টাল কাপে সুনীল ছেত্রীর গোলেই জয়লাভ করেছিল ভারতীয় দল। গোল করার পর অধিনায়কের বিশেষ বার্তা নজর কাড়ে সকলের ৷ গোলের পর বল জার্সির মধ্যে ঢুকিয়ে স্ত্রী'র উদ্দেশে চুম্বন ছুড়ে দেন অধিনায়ক ৷ জানান দেন যে, খুব শীঘ্রই তাঁদের পরিবারে আসতে চলেছে নয়া সদস্য ৷ শুধু তাই নয় ৷ পরবর্তীতে ইন্টারকন্টিনেন্টাল কাপ জিতে স্ত্রী সোনমকে নিজের ‘আর্মব্যান্ড’ পরিয়ে দিয়েছিলেন ভারত অধিনায়ক। মিষ্টি সেই ছবিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। দু'জনের প্রেম ও রসায়ন দেখে মুগ্ধ হয়েছিলেন অনুরাগীরা ৷ তারপরেই বৃহস্পতিবার সামনে আসে হবু বাবা-মায়ের বিশেষ পুজোর ছবি ৷

এদিন বিকেলের দিকে অভিনেতা সাহেব ভিডিয়োটি শেয়ার করেছেন সোশাল মিডিয়ায় ৷ ভিডিয়োটিতে দেখা গিয়েছে, দিদি সোনাম বসে আছেন পুজোর আসনে ৷ সঙ্গে রয়েছেন সুনীল ছেত্রীও ৷ সোনম পড়েছেন গোলাপী পাড় দেওয়া হলুদ রঙের শাড়ি ৷ অন্যদিকে সুনীল ছেত্রী পড়েছেন হালকা মেটে রঙের পাঞ্জাবি ৷ সামনে বিশালকার পুজোর আয়োজন ৷ ভিডিয়োটিতে আরও দেখা গিয়েছে, হাতে ফুল নিয়ে কখনও মন্ত্রোচ্চারণে ব্যস্ত রয়েছেন হবু বাবা সুনীল আবার কখনও পুজোর নিয়ম মেনে স্ত্রীর সিঁথিতে দিচ্ছেন সিঁদুর ৷ শুধু তাই নয়, বিশেষদিনে রান্নায় ব্যস্ত থাকতে দেখা গিয়েছে সাহেব-সোনমের মা'কে ৷ ভিডিয়োটি পোস্ট করে ক্যাপশনে সাহেব লিখেছেন, "মহাবিশ্বের আর্শীবাদ ৷"

আরও পড়ুন: শ্রীভূমির পর সন্তোষ মিত্র স্কোয়্যার, কলকাতায় আতিথেয়তায় মুগ্ধ মার্তিনেজ

ভিডিয়োটি সামনে আসার পরেই শুভেচ্ছা জানিয়েছেন অনুরাগীরা ৷ হবু বাবা সুনীল ও মা সোনমকে আগাম অভিনন্দন জানাতে ভোলেননি নেটিজেনরা ৷ প্রসঙ্গত, ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রী 2017 সালে বিয়ে করেন প্রাক্তন ভারতীয় ফুটবলার সুব্রত ভট্টাচার্যের মেয়ে সোনমকে। বিয়ের আগে বেশ কয়েকবছর চুটিয়ে প্রেমও করেছিলেন তাঁরা।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.