কলকাতা, 24 জুলাই: রবি ফাউলার, মানোলো ডিয়াজ এবং মারিও রিভেরা কোচ হয়েছেন । গত দু'বছরে তিনবার হেড কোচ বদল করতে হয়েছে পদ্মাপাড়ের ক্লাবকে । তাই নতুন মরশুমে কোচ থেকে লগ্নিকারীর সঙ্গে সম্পর্ক তৈরি নিয়ে বেশ সতর্ক ইস্টবেঙ্গল (Stephen Constantine is set to become East Bengal Coach) ।
ভারতের জাতীয় দলে দুই দফায় কোচিংয়ের অভিজ্ঞতা রয়েছে স্টিফেন কনস্ট্যান্টাইনের। এই দেশ সম্পর্কে তাঁর আবেগও রয়েছে । ইস্টবেঙ্গলও আগেও কনস্ট্যান্টাইনকে তাদের কোচ করতে চেয়েছিল। যা সেই সময় বাস্তব হয়নি। 2002 সালে প্রথমবার ভারতীয় দলের কোচ নিযুক্ত হন স্টিফেন। সেই পদে তিন বছর ছিলেন তিনি। এরপর 2015-2019 পর্যন্ত দায়িত্ব পর্বে একই দায়িত্ব সামলেছেন তিনি।
অন্যদিকে, 2018-2020 পর্যন্ত মুম্বই সিটি এফসি'র দায়িত্বে ছিলেন পর্তুগিজ জর্জ কোস্তা। এই দু'জনের সঙ্গে ইস্টবেঙ্গলের প্রাথমিক তালিকায় ছিলেন স্পেনের সের্গিও লোবেরা এবং সার্বিয়ার র্যাঙ্কো পোপোভিচ । তবে তাঁদের নিতে গেলে অনেক বেশি টাকা খরচ করতে হবে ইস্টবেঙ্গলকে । তাই শেষ পর্ব পর্যন্ত কনস্ট্যান্টাইন ও জর্জ কোস্তার মধ্যে এই লড়াই সীমাবদ্ধ থাকলেও শেষ হাসি হাসতে চলেছেন ভারতের প্রাক্তন কোচই । প্রসঙ্গত, তাঁর আমলে একাধিক সাফল্য পেয়েছে ভারতীয় দল।
সরকারিভাবে চুক্তি না হলেও সূত্রের খবর, ইস্টবেঙ্গলের জন্য দক্ষিণ ভারতের প্রতিশ্রুতিবান ফুটবলার খুঁজতে শুরু করে দিয়েছেন বিনো জর্জ । কলকাতা লিগের জন্য তাঁকেই বেছে নিতে নিয়েছে শতাব্দী প্রাচীন ক্লাবটি । তিনি আগামী বুধবার কলকাতায় আসছেন বলে খবর।
আরও পড়ুন: কলকাতার তিন প্রধানকে বঙ্গবিভূষণ দিচ্ছে রাজ্য সরকার
ইমামির সঙ্গে চুক্তি করতে যে তাঁদের কোনও সমস্যা নেই তা আগেই জানিয়ে দিয়েছিল ইস্টবেঙ্গল ক্লাব। সেই মতোই নতুন সপ্তাহে বুধবার বিনিয়োগকারী সংস্থা ইমামির সঙ্গে আনুষ্ঠানিকভাবে গাঁটছড়া বাধতে চলেছে ইস্টবেঙ্গল। চুক্তি সইয়ের দিনেই দল নিয়ে একগুচ্ছ ঘোষণা করতে পারে ইস্টবেঙ্গল। ইতিমধ্যে 16 জন ফুটবলারকে কলকাতা লিগ এবং ডুরাণ্ডের জন্য বাছা হয়েছে। বেশ কয়েকজন ফুটবলারকে কেরালা থেকে নিয়ে আসবেন বিনো জর্জ।