ETV Bharat / sports

পদ্ম সম্মানের জন্য সুপারিশ 9 মহিলা ক্রীড়াবিদের নাম - মেরি কম

পদ্ম সম্মানের জন্য সুপারিশ 9 মহিলা ক্রীড়াবিদের নাম সুপারিশ কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকের ৷ তালিকায় রয়েছেন মেরি কম, পি ভি সিন্ধুরা ৷

পি ভি সিন্ধু ও মেরি কম
author img

By

Published : Sep 12, 2019, 2:24 PM IST

দিল্লি, 12 সেপ্টেম্বর : পদ্ম সম্মানের জন্য 9 মহিলা ক্রীড়াবিদের নাম সুপারিশ করল কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক ৷ যা ভারতের ক্রীড়া ইতিহাসে এক অভূতপূর্ব বিষয় ৷ সেই তালিকায় রয়েছেন পি ভি সিন্ধু, মেরি কমও ৷

পদ্মবিভূষণের জন্য ছ'বারের বিশ্ব চ্যাম্পিয়ন মেরি কমের নাম সুপারিশ করা হয়েছে ৷ প্রথম মহিলা ক্রীড়াবিদ হিসেবে দেশের দ্বিতীয় সর্বোচ্চ অসামরিক সম্মানের জন্য তাঁর নাম প্রস্তাব করেছে ক্রীড়ামন্ত্রক ৷ ইতিমধ্যে 2006 সালে পদ্মশ্রী সম্মান পান ম্যাগনিফিসেন্ট মেরি ৷ সাত বছর পর তাঁকে পদ্মভূষণ সম্মানে ভূষিত করা হয় ৷ পদ্মভূষণের জন্য সদ্য বিশ্ব চ্যাম্পিয়ন সিন্ধুর নাম সুপারিশ করেছে ক্রীড়ামন্ত্রক ৷ 2017 সালেও পদ্মভূষণের জন্য তাঁর নাম পাঠানো হয়েছিল ৷

Manika Batra
মণিকা বাতরা

পদ্মশ্রীর জন্য কুস্তিগির ভিনেশ ফোগত, টেবিল টেনিস তারকা মণিকা বাতরা, ক্রিকেটার হরমনপ্রীত কউর, হকি অধিনায়ক রানি রামপাল, প্রাক্তন শুটার সুমা শিরুর ও যমজ পর্বতারোহী তাশি ও নুঙশি মালিকের নাম সুপারিশ করেছে ক্রীড়ামন্ত্রক ৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পদ্ম কমিটির কাছে ইতিমধ্যে সুপারিশ পাঠানো হয়েছে ৷ 2020 সালের 25 জানুয়ারি পদ্ম সম্মান প্রাপকদের তালিকা ঘোষণা করা হবে ৷

Harmanpreet Kaur, c
হরমনপ্রীত কউর

দিল্লি, 12 সেপ্টেম্বর : পদ্ম সম্মানের জন্য 9 মহিলা ক্রীড়াবিদের নাম সুপারিশ করল কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক ৷ যা ভারতের ক্রীড়া ইতিহাসে এক অভূতপূর্ব বিষয় ৷ সেই তালিকায় রয়েছেন পি ভি সিন্ধু, মেরি কমও ৷

পদ্মবিভূষণের জন্য ছ'বারের বিশ্ব চ্যাম্পিয়ন মেরি কমের নাম সুপারিশ করা হয়েছে ৷ প্রথম মহিলা ক্রীড়াবিদ হিসেবে দেশের দ্বিতীয় সর্বোচ্চ অসামরিক সম্মানের জন্য তাঁর নাম প্রস্তাব করেছে ক্রীড়ামন্ত্রক ৷ ইতিমধ্যে 2006 সালে পদ্মশ্রী সম্মান পান ম্যাগনিফিসেন্ট মেরি ৷ সাত বছর পর তাঁকে পদ্মভূষণ সম্মানে ভূষিত করা হয় ৷ পদ্মভূষণের জন্য সদ্য বিশ্ব চ্যাম্পিয়ন সিন্ধুর নাম সুপারিশ করেছে ক্রীড়ামন্ত্রক ৷ 2017 সালেও পদ্মভূষণের জন্য তাঁর নাম পাঠানো হয়েছিল ৷

Manika Batra
মণিকা বাতরা

পদ্মশ্রীর জন্য কুস্তিগির ভিনেশ ফোগত, টেবিল টেনিস তারকা মণিকা বাতরা, ক্রিকেটার হরমনপ্রীত কউর, হকি অধিনায়ক রানি রামপাল, প্রাক্তন শুটার সুমা শিরুর ও যমজ পর্বতারোহী তাশি ও নুঙশি মালিকের নাম সুপারিশ করেছে ক্রীড়ামন্ত্রক ৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পদ্ম কমিটির কাছে ইতিমধ্যে সুপারিশ পাঠানো হয়েছে ৷ 2020 সালের 25 জানুয়ারি পদ্ম সম্মান প্রাপকদের তালিকা ঘোষণা করা হবে ৷

Harmanpreet Kaur, c
হরমনপ্রীত কউর
New Delhi, Sep 12 (ANI): Pakistani delegation was absent at the first military co-operation of the Shanghai Cooperation Organisation (SCO). The event organised by the Defence Ministry was held in the national capital on September 12. According to Defence officials Pakistan was invited to the event as it is a member of the SCO. Tension between India and Pakistan has increased since the abrogation of Article 370 by the Indian government.


ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.