বার্সেলোনা, 4 নভেম্বর: ফুটবল থেকে অবসর নিলেন বার্সেলোনা তথা স্প্যানিশ ডিফেন্ডার জেরার্ড পিকে (Spanish defender Gerard Pique Announces Retirement) ৷ পিকে একটি ভিডিয়ো বার্তায় তাঁর অবসরের কথা জানিয়েছেন ৷ যেখানে তিনি বলেন, ‘‘শনিবার ন্যু ক্যাম্পে (Camp Nou) আমার শেষ ম্যাচ ৷ আমি সবসময় বলেছি, বার্সেলোনার (Barcelona) পরে আমার দ্বিতীয় কোনও দল নেই ৷’’ শনিবার লা লিগায় আলমেরিয়ার বিরুদ্ধে ম্যাচে তিনি শেষবার খেলবেন ৷
প্রসঙ্গত, 2008 সালে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড থেকে বার্সেলোনায় এসেছিলেন ৷ এর পর টানা 14 বছর তিনি ক্যাম্প ন্যু'তে খেলছেন স্প্যানিশ তারকা ফুটবলার ৷ জেরার্ড পিকে একটি ভিডিয়ো বার্তায় বলেন, ‘‘গত কয়েক মাস এবং সপ্তাহ ধরে অনেক লোকজন আমাকে নিয়ে কথা বলছেন ৷ এখনও পর্যন্ত আমি এ নিয়ে কিছু বলিনি ৷ কিন্তু, এখন আমি নিজেকে নিয়ে বলতে চাই... আমি সবসময় বলেছি বার্সেলোনার পর দ্বিতীয় কোনও দল আমার নেই ৷ আরে সেটাই থাকবে ৷ এই শনিবারের ম্যাচে ন্যু ক্যাম্পে আমার শেষবারের মতো নামা ৷ আমি সবসময়ের ফ্যান থাকব ৷’’
প্রসঙ্গত, 18 বছরের দীর্ঘ কেরিয়ারে পিকে মোট 35টি ট্রফি জিতেছেন ৷ যার অধিকাংশটাই এসেছে ফুটবল ক্লাব বার্সেলোনায় ৷ 2010 সালে স্পেনের বিশ্বকাপ জয় হোক বা 2012 সালে ইউরো চ্যাম্পিয়ন, তখনও পিকে বার্সেলোনার ৷ ইংল্যান্ডে এবং স্পেনে পিকে মোট 9টি লিগ জিতেছেন ৷ পাশাপাশি, 4টি চ্যাম্পিয়ন্স ট্রফিও জিতেছেন ৷ প্রসঙ্গত, এ বছর পিকে লা লিগায় মাত্র 3টি ম্যাচে খেলেছেন ৷ যার পরেই এ বার সাফল্যে ভরা কেরিয়ারে ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন জেরার্ড পিকে ৷
আরও পড়ুন: টিকিট নেই তবু গ্রুপ ম্যাচ শেষে কাতারে যেতে পারবেন ফুটবল ফ্যানরা
রোনাল্ড আরুও, জুয়েলস কন্তে, অ্যান্দ্রেজ ক্রিশটেনসেন এবং এরিক গার্সিয়াদের উপস্থিতিতে বার্সেলোনার প্রথম এগারো ও রির্জাভ বেঞ্চে সুযোগ পাননি ৷ প্রায় পুরো মরশুমটাই তাঁকে ডাগ আউটে বসে থাকতে হয়েছে ৷ তিনি এর আগেও জানিয়েছিলেন, পরিবর্ত হিসাবে খেলার বদলে তিনি অবসর নেবেন ৷ পিকে অবসরে তাঁর টিম মেট ফেরান তোরেস বলেন, ‘‘তুমিই সেরা ৷’’ প্রাক্তন বার্সেলোনা স্ট্রাইকার প্যাট্রিক ক্লুইভার্ট লিখেছেন, ‘‘ধন্যবাদ সবকিছুর জন্য ৷’’