ETV Bharat / sports

Santosh Trophy 2023: সন্তোষ ট্রফিতে 5-0 দাপুটে জয় বাংলার, সূচি নিয়ে ক্ষুব্ধ কোচ বিশ্বজিৎ ভট্টাচার্য - Naro Hari Shrestha

সন্তোষ ট্রফি (Santosh Trophy 2023)-তে মধ্যপ্রদেশের বিরুদ্ধে 5-0 দাপুটে জয় বাংলার (Bengal Win Against Madhya Pradesh by 5-0 Goal) ৷ সেই সঙ্গে 4 নম্বর গ্রুপে 1 নম্বর জায়গা আরও পোক্ত করল বিশ্বজিৎ ভট্টাচার্যের বাংলা দল ৷

Santosh Trophy 2023 ETV BHARAT
Santosh Trophy 2023
author img

By

Published : Jan 11, 2023, 2:11 PM IST

কলকাতা, 11 জানুয়ারি: সন্তোষ ট্রফি (Santosh Trophy 2023)-তে গ্রুপ-4 এর তৃতীয় ম্যাচে 5-0 গোলের বড় ব্যবধানে জয় বাংলা দলের (Bengal Win Against Madhya Pradesh by 5-0 Goal) ৷ এবার প্রতিপক্ষ মধ্যপ্রদেশ ৷ টানা তিন ম্যাচে দাপুটে জয়ে বাংলার গোল ব্যবধান এখন 13 ৷ একই সঙ্গে পরের পর্বে যাওয়ার দাবি আরও জোরদার করল বিশ্বজিৎ ভট্টাচার্যের দল ৷ মধ্যপ্রদেশের বিরুদ্ধে বাংলার হয়ে জোড়া গোল করেছেন রবি হাঁসদা (Robi Hansda) এবং নরহরি শ্রেষ্ঠা (Naro Hari Shrestha) ৷ একটি গোল করেন টোটন দাস (Toton Das) ৷

সন্তোষ ট্রফিতে তিন ম্যাচে 13 গোল করে কোলাপুরে বঙ্গ স্ট্রাইকাররা প্রতিপক্ষের উপর কার্যত স্টিম রোলার চালাচ্ছেন ৷ তবে, জয়ের আনন্দে আত্ম্যহারা হয়ে গ্রুপের বাকি দুই ম্যাচকে বাংলার ফুটবলাররা হালকাভাবে নিতে নারাজ ৷ 13 জানুয়ারি বাংলার পরের প্রতিপক্ষ ছত্তিশগড় ৷ প্রথম 3টে ম্যাচ সকাল হওয়ার পর, বাংলা দলের চতুর্থ ম্যাচ বিকেল সাড়ে 3টের সময় ৷ 15 জানুয়ারি গ্রুপ-4 এর শেষ ম্যাচে বাংলার প্রতিপক্ষ মহারাষ্ট্র ৷

দমন ও দিউ ম্যাচের মতো মধ্যপ্রদেশের বিরুদ্ধেও বাংলা প্রথম থেকেই আক্রমণের ঝড় তোলে ৷ প্রথমার্ধে 14 মিনিটে রবি হাঁসদার গোলে এগিয়ে যায় বাংলা দল ৷ বিরতির আগেই 3-0 গোলে এগিয়ে যায় বিশ্বজিৎ ভট্টাচার্যের দল ৷ ম্যাচের দ্বিতীয়ার্ধে আরও 2 গোল করে জয় সুনিশ্চিত করেন রবি হাঁসদারা ৷ তবে, দাপুটে জয়ের দিনেও কোচ বিশ্বজিৎ ভট্টাচার্যকে ক্ষুব্ধ শোনাল ম্যাচের সূচি নিয়ে ৷

তিনি বলেন, "মাত্র একদিনের ব্যবধানে খেলতে হচ্ছে আমাদের ৷ সকাল সাড়ে 9 টায় খেলা কিংবা সাড়ে 3 টেয় ম্যাচ । এইভাবে কোনও সূচি হয় ! ফুটবলারদের রিকভারি করার সুযোগ নেই ৷ স্কুল গেমসেও এই সূচি হয় না ৷ ম্যাচের ভুলত্রুটি শুধরে নেওয়ার সুযোগই পাচ্ছি না ৷ টিম মিটিংয়ে আলোচনা হচ্ছে ৷ তার ভিত্তিতে ফুটবলাররা নিজেদের শুধরে নিচ্ছেন, এইভাবে হয় নাকি ৷ আমি প্রথম দিনে মাঠ নিয়ে সরব ছিলাম ৷ সূচি নিয়েও অসন্তুষ্ট ছিলাম ৷ এটা অমানবিক পরিস্থিতি ৷"

আরও পড়ুন: সন্তোষে দাপট অব্যাহত বাংলার, দমন-দিউকে গোলের মালা শ্রেষ্টাদের

এই কঠিন পরিস্থিতির মধ্যে ম্যাচ খেলেও দাপুটে জয় ছিনিয়ে নেওয়ার জন্য ফুটবলারদের সম্পূর্ণ কৃতিত্ব দিলেন বাংলা কোচ বিশ্বজিৎ ভট্টাচার্য ৷ তিনি বলেন, " ছেলেরা যেভাবে নিংড়ে দিচ্ছে তার জন্য কোনও প্রশংসাই যথেষ্ট নয় ৷ যাবতীয় প্রতিকূলতাকে মানিয়ে পারফরম্যান্স করে চলেছে ওরা ৷ তার উপর রেফারিং আরেকটা সমস্যা ৷ যাই হোক সমালোচনা তো করা যাবে না ৷ সামনে দু’টো ম্যাচ রয়েছে ৷ জয় ছাড়া অন্য কিছু ভাবছি না ৷"

কলকাতা, 11 জানুয়ারি: সন্তোষ ট্রফি (Santosh Trophy 2023)-তে গ্রুপ-4 এর তৃতীয় ম্যাচে 5-0 গোলের বড় ব্যবধানে জয় বাংলা দলের (Bengal Win Against Madhya Pradesh by 5-0 Goal) ৷ এবার প্রতিপক্ষ মধ্যপ্রদেশ ৷ টানা তিন ম্যাচে দাপুটে জয়ে বাংলার গোল ব্যবধান এখন 13 ৷ একই সঙ্গে পরের পর্বে যাওয়ার দাবি আরও জোরদার করল বিশ্বজিৎ ভট্টাচার্যের দল ৷ মধ্যপ্রদেশের বিরুদ্ধে বাংলার হয়ে জোড়া গোল করেছেন রবি হাঁসদা (Robi Hansda) এবং নরহরি শ্রেষ্ঠা (Naro Hari Shrestha) ৷ একটি গোল করেন টোটন দাস (Toton Das) ৷

সন্তোষ ট্রফিতে তিন ম্যাচে 13 গোল করে কোলাপুরে বঙ্গ স্ট্রাইকাররা প্রতিপক্ষের উপর কার্যত স্টিম রোলার চালাচ্ছেন ৷ তবে, জয়ের আনন্দে আত্ম্যহারা হয়ে গ্রুপের বাকি দুই ম্যাচকে বাংলার ফুটবলাররা হালকাভাবে নিতে নারাজ ৷ 13 জানুয়ারি বাংলার পরের প্রতিপক্ষ ছত্তিশগড় ৷ প্রথম 3টে ম্যাচ সকাল হওয়ার পর, বাংলা দলের চতুর্থ ম্যাচ বিকেল সাড়ে 3টের সময় ৷ 15 জানুয়ারি গ্রুপ-4 এর শেষ ম্যাচে বাংলার প্রতিপক্ষ মহারাষ্ট্র ৷

দমন ও দিউ ম্যাচের মতো মধ্যপ্রদেশের বিরুদ্ধেও বাংলা প্রথম থেকেই আক্রমণের ঝড় তোলে ৷ প্রথমার্ধে 14 মিনিটে রবি হাঁসদার গোলে এগিয়ে যায় বাংলা দল ৷ বিরতির আগেই 3-0 গোলে এগিয়ে যায় বিশ্বজিৎ ভট্টাচার্যের দল ৷ ম্যাচের দ্বিতীয়ার্ধে আরও 2 গোল করে জয় সুনিশ্চিত করেন রবি হাঁসদারা ৷ তবে, দাপুটে জয়ের দিনেও কোচ বিশ্বজিৎ ভট্টাচার্যকে ক্ষুব্ধ শোনাল ম্যাচের সূচি নিয়ে ৷

তিনি বলেন, "মাত্র একদিনের ব্যবধানে খেলতে হচ্ছে আমাদের ৷ সকাল সাড়ে 9 টায় খেলা কিংবা সাড়ে 3 টেয় ম্যাচ । এইভাবে কোনও সূচি হয় ! ফুটবলারদের রিকভারি করার সুযোগ নেই ৷ স্কুল গেমসেও এই সূচি হয় না ৷ ম্যাচের ভুলত্রুটি শুধরে নেওয়ার সুযোগই পাচ্ছি না ৷ টিম মিটিংয়ে আলোচনা হচ্ছে ৷ তার ভিত্তিতে ফুটবলাররা নিজেদের শুধরে নিচ্ছেন, এইভাবে হয় নাকি ৷ আমি প্রথম দিনে মাঠ নিয়ে সরব ছিলাম ৷ সূচি নিয়েও অসন্তুষ্ট ছিলাম ৷ এটা অমানবিক পরিস্থিতি ৷"

আরও পড়ুন: সন্তোষে দাপট অব্যাহত বাংলার, দমন-দিউকে গোলের মালা শ্রেষ্টাদের

এই কঠিন পরিস্থিতির মধ্যে ম্যাচ খেলেও দাপুটে জয় ছিনিয়ে নেওয়ার জন্য ফুটবলারদের সম্পূর্ণ কৃতিত্ব দিলেন বাংলা কোচ বিশ্বজিৎ ভট্টাচার্য ৷ তিনি বলেন, " ছেলেরা যেভাবে নিংড়ে দিচ্ছে তার জন্য কোনও প্রশংসাই যথেষ্ট নয় ৷ যাবতীয় প্রতিকূলতাকে মানিয়ে পারফরম্যান্স করে চলেছে ওরা ৷ তার উপর রেফারিং আরেকটা সমস্যা ৷ যাই হোক সমালোচনা তো করা যাবে না ৷ সামনে দু’টো ম্যাচ রয়েছে ৷ জয় ছাড়া অন্য কিছু ভাবছি না ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.