হায়দরাবাদ, 5 নভেম্বর: সুস্থ ও সবল ভারত গড়ার বার্তা দিলেন সচিন তেন্ডুলকর ৷ রবিবার হায়দরাবাদে ফ্ল্যাগ-অফ করে 'এজিয়াস ফেডারেল হায়দরাবাদ হাফ ম্যারাথনে'র সূচনা করেন মাস্টার ব্লাস্টার ৷ যেখানে হাফ ম্যারাথন ও 10K রান প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন প্রায় 8 হাজার প্রতিযোগী ৷ সেখানেই সচিন জানান, সকলের উচিত নিজেদের স্বাস্থ্যের প্রতি যত্নশীল হওয়া এবং তার জন্য শরীরচর্চা করাটা খুবই প্রয়োজন ৷ পাশাপাশি, এই হাফ ম্যারাথনে হায়দরাবাদবাসীর আগ্রহ দেখে তিনি অভিভূত বলে জানালেন সচিন তেন্ডুলকর ৷
হাফ ম্যারাথনের ফ্ল্যাগ-অফের পর সচিন বলেন, ‘‘হায়দরাবাদে এসে এক অসাধারণ অভিজ্ঞতা হল আমার ৷ এটা সুস্থ ও সবল ভারত গড়ে তোলার একটা প্রচেষ্টা ৷ এখানে প্রায় 8 হাজার প্রতিযোগী অংশ নিয়েছেন, যা দেখে খুবই ভালো লাগছে ৷ কারণ, আমাদের অনেকের মধ্যে একটা প্রবণতা আছে, পিছনের সারিতে বসে অন্যদের প্রশংসা করার ৷ আর আমরা অন্যের হয়ে হাততালি দিতে বেশি পছন্দ করি ৷ খেলা দেখতে ভালোবাসি ৷’’
তবে, সচিনের মতে অন্যের ভালোতে হাততালি না-দিয়ে, নিজেও সেটা চেষ্টা করতে হবে ৷ তাই মাস্টারের উপদেশ, ‘‘আমাদের সবার উচিত নিজেদের শরীরের যত্ন নেওয়া ৷ তার জন্য বিভিন্ন ধরনের শরীরচর্চার মধ্যে আমাদের থাকতে হবে ৷ আর সেই বদলটা আসছে ধীরে ধীরে ৷ আর এই উদ্যোগটা ঠিক সেই কারণেই ৷ যেখানে সবাইকে কোনও না কোনওভাবে শরীরচর্চার সঙ্গে যুক্ত করা এবং সুস্থ ও সবল জীবনযাত্রায় অভ্যস্ত করা ৷’’
আরও পড়ুন: বিশ্বকাপে শীর্ষস্থানের লড়াইয়ে টস জিতে ব্যাটিং রোহিত শর্মার
এই হাফ ম্যারাথনে প্রতিযোগীরা মূলত তিনটি পর্যায়ে অংশ নিয়েছেন ৷ যার মধ্যে একটি হাফ ম্যারাথন 21কে অর্থাৎ, 2.1 কিলোমিটারের দৌড় ৷ আর বাকি দু’টি হল 10কে ও 5কে দৌড় ৷ রবিবার হায়দরাবাদের গাছিবাউলি স্টেডিয়াম থেকে এই দৌড় শুরু হয় ৷ অ্যাথলেটিকস ফেডারেশন অফ ইন্ডিয়ার প্রধান আদিল্লে সুমারিওয়ালা এবং দ্রোণাচার্য ব্যাডমিন্টন কোচ পুল্লেলা গোপীচাঁদ এদিনের হাফ ম্যারাথনের সূচনায় আমন্ত্রিত ছিলেন ৷