কলকাতা, 10 মে : সুতারকিন স্ট্রিটের রাজ্যের ফুটবল নিয়ামক সংস্থার দফতরে এখন বদলের হাওয়া । ঝা চকচকে অফিস, সর্বত্র কর্পোরেটের হাওয়া লাগানোর চেষ্টা হলেও কোথাও যেন একটা অস্বস্তি । সন্তোষ ট্রফিতে রানার্স হওয়ার পরে মনোতোষ চাকলাদের নিয়ে অভিনন্দনের জোয়ার বইছে । ট্রফির ইতিহাসের সবচেয়ে সফল দলের ফুটবলাররা রানার্স হওয়ার জন্য বাহবা পাচ্ছেন দেখে অনেকেই বিস্মিত । যদিও একপক্ষ অবশ্য বিষয়টিকে খাটো করতে নারাজ । তাঁদের মতে, বঙ্গ ফুটবলের নিম্নাভিমুখী যাত্রাপথে সন্তোষ ট্রফিতে দ্বিতীয় হওয়া উজ্জ্বল বিজ্ঞাপন (Recent decisions of IFA raise Controversy) ।
এই বিতর্কের মধ্যেই ময়দান সরগরম আইএফএ-র লোগো বদল নিয়ে । এতদিন গোল বৃত্তের মধ্যে তারা ছিল । কিন্তু হঠাৎ করেই ইংরাজিতে আইএফএ লেখার ওপরে বলে লাথি মারতে উদ্যত ফুটবলারের ছবি লোগো করা হয়েছে । এই নতুন লোগোটি আইএফএ-র শতবর্ষে করিয়েছিলেন তৎকালীন সচিব প্রদ্যোৎ দত্ত । তাঁর যুক্তি ছিল, তারা চিহ্ন দেওয়া লোগোর মধ্যে দিয়ে আইএফএ-র কর্মকাণ্ড স্পষ্ট নয় ।
তবে ওই লোগোটি সংস্থার শতবর্ষের লোগো হিসেবেই পরিচিত হয়ে আছে । হঠাৎ করেই সেই লোগো ব্যবহারের এই ছবি ধরা পড়েছে আইএফএ থেকে পাঠানো 17 এপ্রিল এবং 27 এপ্রিলের দেওয়া দু'টি চিঠিতে । মাত্র দশদিনের ব্যবধানে দু'টি লেটারহেডে দু'রকমের লোগো ব্যবহার হয়েছে । যা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে আইএফএ-তে । শুধু তাই নয়, এতদিন আইএফএ-র লেটার হেডে পদাধিকারীদের নাম থাকত । কিন্তু সাম্প্রতিক সময়ের লেটার হেডে কেবলমাত্র সচিবের নাম থাকছে ।
আরও পড়ুন : সন্তোষে ভাল খেলার পুরস্কার, মনোতোষ-দিলীপকে সরকারি চাকরির প্রতিশ্রুতি
অন্যদিকে, সদ্য শেষ হওয়া সন্তোষ ট্রফিতে বাংলা দল তাদের পরিচিত মেরুন এবং সোনালি-হলুদ রঙের জার্সি ছেড়ে নীল-সাদা জার্সি পড়ে খেলেছে । এই পরিবর্তন নিয়েও সমালোচনা অব্যাহত । নামপ্রকাশে অনিচ্ছুক এক কর্তা বলেন, সচিবের হাতে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রয়েছে । কিন্তু আলোচনা ছাড়া লোগো পরিবর্তন করা উচিত নয় । আইএফএ প্রেসিডেন্ট অজিত বন্দ্যোপাধ্যায় নিজেও বিষয়টি নিয়ে অবগত নন । ঘটনায় তিনিও কার্যত বিস্মিত । পাশাপাশি কর্মীদের মাইনেও সময়ে না হওয়ার খবর পাওয়া যাচ্ছে । যা নিয়েও চাপা অসন্তোষ ছড়িয়েছে সুতারকিন স্ট্রিটে । ফলে বদলের হাওয়ায় অশনি সংকেত দেখছে ময়দান ।