ETV Bharat / sports

Asian Games 2023: এশিয়াডে মেয়েদের 50 কেজি বিভাগে ব্রোঞ্জ নিখাতের, প্যারিস অলিম্পিক্সে যোগ্যতা অর্জন পারভিনের - Parveen Hooda

Nikhat Zareen Wins Bronze in 19th Asian Games: এশিয়াডে ব্রোঞ্জ জিতলেন ভারতের বিশ্ব চ্যাম্পিয়ন বক্সার নিখাত জারিন ৷ 57 কেজি বিভাগে সেমিফাইনালে প্রবেশের সঙ্গেই প্যারিস অলিম্পিক্সে যোগ্যতা অর্জন করলেন বক্সার পারভিন হুডা ৷

Image Courtesy: SAI Media Twitter/X
Image Courtesy: SAI Media Twitter/X
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 1, 2023, 5:48 PM IST

Updated : Oct 1, 2023, 7:08 PM IST

হ্যাংঝাউ, 1 অক্টোবর: ব্রোঞ্জ জিতে এশিয়াডের যাত্রা শেষ করলেন নিখাত জারিন ৷ বিশ্বচ্যাম্পিয়ন বক্সার আজ মহিলাদের 50 কেজি বাউটে সেমিফাইনালে হেরে গিয়েছেন ৷ ফলে ব্রোঞ্জেই থামলেন ভারতের মহিলা বক্সার ৷ একই সঙ্গে মেয়েদের 57 কেজি বিভাগে সেমিফাইনালে প্রবেশ করলেন আরেক বক্সার পারভিন হুডা ৷ এ দিনের জয়ের সঙ্গেই আগামী বছর প্যারিস অলিম্পিক্সের টিকিট নিশ্চিত করলেন পারভিন ৷ পারভিন 2022 বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে 63 কেজি বিভাগে ব্রোঞ্জ জিতেছিলেন ৷ সেখানে কোয়ার্টার-ফাইনালে উজবেকিস্তানের প্রতিপক্ষ সিতোরা তুরদিবেকোভাকে একপেশে হারিয়েছিলেন তিনি পারভিন হুডা ৷

তবে, রবিবার বিশ্ব চ্যাম্পিয়ন নিখাত জারিনের পক্ষে দিনটা ভালো গেল না ৷ মেয়েদের 50 কেজি বিভাগের সেমিফাইনালে থাইল্যান্ডের প্রতিপক্ষ রাকাস্ত চুথামাতের কাছে হেরে ব্রোঞ্জ পদকেই শেষ করলেন তিনি ৷ থাই প্রতিযোগীর বিরুদ্ধে 2-1 পয়েন্টে স্পিল্ট ডিসিশনের সেমিফাইনালে হারতে হয় নিখাত জারিনকে ৷ তিন রাউন্ডের ম্যাচে নিখাত প্রথমটি অনায়াসে জিতে নেন ৷ কিন্তু, থাইল্যান্ডের প্রতিপক্ষ রাকাস্ত চুথামাত দুরন্ত কামব্যাক করেন ৷ পরপর দুই রাউন্ড নিজের নামে করে 2-1 পয়েন্টে জিতে ফাইনালে প্রবেশ করেছেন তিনি ৷

আরেক ভারতীয় প্রতিযোগী জেসমিন লাম্বোরিয়া মেয়েদের 60 কেজি বিভাগে কোয়ার্টার-ফাইনালে হেরে গিয়েছেন ৷ ম্যাচের দ্বিতীয় রাউন্ড বা রেফারি সপ্টস কনটেস্টে হেরে এশিয়াড থেকে বিদায় নিলেন তিনি ৷ এ দিন প্রথম রাউন্ডে 5-0 পয়েন্টে জেতেন তিনি ৷ তবে, জেসমিনের হেডগিয়ার নড়ে যাওয়ায়, সেটিকে ঠিক করার জন্য বিরতিতে খোলা হয় ৷ কিন্তু, তার পরেও হেডগিয়ার নিয়ে সমস্যা হয় তাঁর ৷ আর তার জেরে ম্যাচে মনোযোগ করতে পারেননি তিনি ৷ ফলে প্রতিপক্ষের কাছে হারতে হয় জেসমিনকে ৷

আরও পড়ুন: স্বল্প সময়ের ব্যবধানে অ্যাথলেটিক্সে জোড়া সোনা ভারতের, অভিনাশ-তাজিন্দরপাল দেশকে দিলেন পদক

তবে, পারভিন হুডা সেমিফাইনালে ওঠার পাশাপাশি, বক্সিংয়ে ভারতের সোনা জয়ের আশা এখনও রয়েছে ৷ তবে, তাঁর অলিম্পিক্সে যোগ্যতা অর্জন ভারতীয় বক্সিংয়ের জন্য আরও বেশি আনন্দের ৷ আগামী বছর প্যারিসে অলিম্পিক্সের আসর বসছে ৷

হ্যাংঝাউ, 1 অক্টোবর: ব্রোঞ্জ জিতে এশিয়াডের যাত্রা শেষ করলেন নিখাত জারিন ৷ বিশ্বচ্যাম্পিয়ন বক্সার আজ মহিলাদের 50 কেজি বাউটে সেমিফাইনালে হেরে গিয়েছেন ৷ ফলে ব্রোঞ্জেই থামলেন ভারতের মহিলা বক্সার ৷ একই সঙ্গে মেয়েদের 57 কেজি বিভাগে সেমিফাইনালে প্রবেশ করলেন আরেক বক্সার পারভিন হুডা ৷ এ দিনের জয়ের সঙ্গেই আগামী বছর প্যারিস অলিম্পিক্সের টিকিট নিশ্চিত করলেন পারভিন ৷ পারভিন 2022 বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে 63 কেজি বিভাগে ব্রোঞ্জ জিতেছিলেন ৷ সেখানে কোয়ার্টার-ফাইনালে উজবেকিস্তানের প্রতিপক্ষ সিতোরা তুরদিবেকোভাকে একপেশে হারিয়েছিলেন তিনি পারভিন হুডা ৷

তবে, রবিবার বিশ্ব চ্যাম্পিয়ন নিখাত জারিনের পক্ষে দিনটা ভালো গেল না ৷ মেয়েদের 50 কেজি বিভাগের সেমিফাইনালে থাইল্যান্ডের প্রতিপক্ষ রাকাস্ত চুথামাতের কাছে হেরে ব্রোঞ্জ পদকেই শেষ করলেন তিনি ৷ থাই প্রতিযোগীর বিরুদ্ধে 2-1 পয়েন্টে স্পিল্ট ডিসিশনের সেমিফাইনালে হারতে হয় নিখাত জারিনকে ৷ তিন রাউন্ডের ম্যাচে নিখাত প্রথমটি অনায়াসে জিতে নেন ৷ কিন্তু, থাইল্যান্ডের প্রতিপক্ষ রাকাস্ত চুথামাত দুরন্ত কামব্যাক করেন ৷ পরপর দুই রাউন্ড নিজের নামে করে 2-1 পয়েন্টে জিতে ফাইনালে প্রবেশ করেছেন তিনি ৷

আরেক ভারতীয় প্রতিযোগী জেসমিন লাম্বোরিয়া মেয়েদের 60 কেজি বিভাগে কোয়ার্টার-ফাইনালে হেরে গিয়েছেন ৷ ম্যাচের দ্বিতীয় রাউন্ড বা রেফারি সপ্টস কনটেস্টে হেরে এশিয়াড থেকে বিদায় নিলেন তিনি ৷ এ দিন প্রথম রাউন্ডে 5-0 পয়েন্টে জেতেন তিনি ৷ তবে, জেসমিনের হেডগিয়ার নড়ে যাওয়ায়, সেটিকে ঠিক করার জন্য বিরতিতে খোলা হয় ৷ কিন্তু, তার পরেও হেডগিয়ার নিয়ে সমস্যা হয় তাঁর ৷ আর তার জেরে ম্যাচে মনোযোগ করতে পারেননি তিনি ৷ ফলে প্রতিপক্ষের কাছে হারতে হয় জেসমিনকে ৷

আরও পড়ুন: স্বল্প সময়ের ব্যবধানে অ্যাথলেটিক্সে জোড়া সোনা ভারতের, অভিনাশ-তাজিন্দরপাল দেশকে দিলেন পদক

তবে, পারভিন হুডা সেমিফাইনালে ওঠার পাশাপাশি, বক্সিংয়ে ভারতের সোনা জয়ের আশা এখনও রয়েছে ৷ তবে, তাঁর অলিম্পিক্সে যোগ্যতা অর্জন ভারতীয় বক্সিংয়ের জন্য আরও বেশি আনন্দের ৷ আগামী বছর প্যারিসে অলিম্পিক্সের আসর বসছে ৷

Last Updated : Oct 1, 2023, 7:08 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.