ETV Bharat / sports

Mohun Bagan Sports Book Fair : স্পোর্টস লাইব্রেরি, বইমেলা ! নতুন রূপে সেজে উঠছে বাগান

মোহনবাগান স্পোর্টস বইমেলা করার সিদ্ধান্ত নিয়েছে (Mohun Bagan Sports Book Fair) । 29 জুলাই মোহনবাগান দিবসের পরে এই বিষয়ে আরও পরিকল্পনা করে উদ্যোগ নেওয়া হবে বলে সবুজ-মেরুন সচিব জানিয়েছেন ।

Mohun Bagan Sports Bookfair news
লাইব্রেরি করছে মোহনবাগান
author img

By

Published : Jun 16, 2022, 1:00 PM IST

কলকাতা, 16 জুন : স্পোর্টস লাইব্রেরি এবং বইমেলা করার সিদ্ধান্ত নিল মোহনবাগান (Mohun Bagan Sports Book Fair)। বুধবার কার্যকরী কমিটির বৈঠকে এই ব্যপারে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন সচিব দেবাশিস দত্ত । এছাড়াও মোহনবাগান স্পোর্টস বুক ফেয়ার করার সিদ্ধান্ত নিয়েছে । 29 জুলাই মোহনবাগান দিবসের পরে এই বিষয়ে আরও উদ্যোগ নেওয়া হবে বলে সবুজ-মেরুন সচিব জানিয়েছেন ।

মোহনবাগান স্পোর্টস বইমেলা করার সিদ্ধান্ত নিয়েছে

ভবিষ্যতে এই বইমেলা শীতকালে আয়োজনের ভাবনা রয়েছে বলে জানিয়েছেন তিনি । নবনির্বাচিত কমিটি দায়িত্ব নেওয়ার পরে প্রথমবার বৈঠকে যোগ দিলেন সভাপতি স্বপন সাধন বসু । এই বৈঠকেই ক্লাবের হকির পুরনো গৌরব ফিরিয়ে নিয়ে আসার ব্যপারে শক্তিশালী দল গঠনের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয় । এই ভার দেওয়া হয়েছে 1975 সালে বিশ্বকাপ জয়ী হকি দলের অধিনায়ক অশোক কুমারের ওপর । তাঁকে মোহনবাগান হকি দলের মেন্টর করা হয়েছে । আধুনিক ব্যবস্থার সঙ্গে সাযুজ্য রেখেই হকি দল গঠন এবং তার প্রস্তুতি হবে বলে জানানো হয়েছে । অশোককুমার নিজে সবুজ-মেরুন জার্সিতে বেটন কাপ খেলেছেন । তাই ফের পুরনো দলের হকির ঐতিহ্য ফিরিয়ে নিয়ে আসার দায়িত্ব পেয়ে আপ্লুত ।

আরও পড়ুন : ডার্বির লড়াই থেকে ঘুরে দাঁড়ানোর রসদ খুঁজছে লাল-হলুদ শিবির

শুধু হকি নয়, ক্লাবের অ্যাথলেটিক্স বিভাগকেও ঢেলে সাজাতে কার্যকরী কমিটি উদ্যোগী । নতুন প্রতিভার অন্বেষণ এবং তাঁদের সারাবছর প্রস্তুতির ওপর নজর রেখে পথ চলার রূপরেখা তৈরি করতে চায় মোহনবাগান । এই ব্যাপারে মেন্টর করা হয়েছে এশিয়ান গেমসের পদক জয়ী অ্যাথলিট সোমা বিশ্বাসকে । মোহনবাগান দিবসের আয়োজন চলতি বছরে কীভাবে করা হবে সেই বিষয়ে আগামী মাসের সাত তারিখ ফের বৈঠক করবে সবুজ-মেরুন কার্যকরী কমিটি ।

কলকাতা, 16 জুন : স্পোর্টস লাইব্রেরি এবং বইমেলা করার সিদ্ধান্ত নিল মোহনবাগান (Mohun Bagan Sports Book Fair)। বুধবার কার্যকরী কমিটির বৈঠকে এই ব্যপারে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন সচিব দেবাশিস দত্ত । এছাড়াও মোহনবাগান স্পোর্টস বুক ফেয়ার করার সিদ্ধান্ত নিয়েছে । 29 জুলাই মোহনবাগান দিবসের পরে এই বিষয়ে আরও উদ্যোগ নেওয়া হবে বলে সবুজ-মেরুন সচিব জানিয়েছেন ।

মোহনবাগান স্পোর্টস বইমেলা করার সিদ্ধান্ত নিয়েছে

ভবিষ্যতে এই বইমেলা শীতকালে আয়োজনের ভাবনা রয়েছে বলে জানিয়েছেন তিনি । নবনির্বাচিত কমিটি দায়িত্ব নেওয়ার পরে প্রথমবার বৈঠকে যোগ দিলেন সভাপতি স্বপন সাধন বসু । এই বৈঠকেই ক্লাবের হকির পুরনো গৌরব ফিরিয়ে নিয়ে আসার ব্যপারে শক্তিশালী দল গঠনের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয় । এই ভার দেওয়া হয়েছে 1975 সালে বিশ্বকাপ জয়ী হকি দলের অধিনায়ক অশোক কুমারের ওপর । তাঁকে মোহনবাগান হকি দলের মেন্টর করা হয়েছে । আধুনিক ব্যবস্থার সঙ্গে সাযুজ্য রেখেই হকি দল গঠন এবং তার প্রস্তুতি হবে বলে জানানো হয়েছে । অশোককুমার নিজে সবুজ-মেরুন জার্সিতে বেটন কাপ খেলেছেন । তাই ফের পুরনো দলের হকির ঐতিহ্য ফিরিয়ে নিয়ে আসার দায়িত্ব পেয়ে আপ্লুত ।

আরও পড়ুন : ডার্বির লড়াই থেকে ঘুরে দাঁড়ানোর রসদ খুঁজছে লাল-হলুদ শিবির

শুধু হকি নয়, ক্লাবের অ্যাথলেটিক্স বিভাগকেও ঢেলে সাজাতে কার্যকরী কমিটি উদ্যোগী । নতুন প্রতিভার অন্বেষণ এবং তাঁদের সারাবছর প্রস্তুতির ওপর নজর রেখে পথ চলার রূপরেখা তৈরি করতে চায় মোহনবাগান । এই ব্যাপারে মেন্টর করা হয়েছে এশিয়ান গেমসের পদক জয়ী অ্যাথলিট সোমা বিশ্বাসকে । মোহনবাগান দিবসের আয়োজন চলতি বছরে কীভাবে করা হবে সেই বিষয়ে আগামী মাসের সাত তারিখ ফের বৈঠক করবে সবুজ-মেরুন কার্যকরী কমিটি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.