কলকাতা, 26 জুলাই: রেফারির দানে মান বাঁচল মোহনবাগান সুপার জায়ান্টের । দুরন্ত গোলে একসময় এগিয়ে গিয়েছিল কালীঘাট এমএস ৷ মোক্ষম সময়ে পেনাল্টি না-পেলে জয়ের হ্যাটট্রিকের পরে বাস্তব রায়ের ছেলেরা মরশুমের প্রথম হারের স্বাদ পেত । ম্যাচ পরবর্তী সাংবাদিক সম্মেলনে কালীঘাট এমএস কোচ পতম বাহাদুর থাপা ম্যাচের সেরা উমের মুত্থারকে পাশে নিয়ে জানিয়ে দিলেন, খারাপ রেফারিংয়ের কারণে তারা জয় থেকে বঞ্চিত । তাদের নিশ্চিত গোল যেমন দেওয়া হয়নি, একইভাবে মোহনবাগানকে পেনাল্টি উপহার দেওয়া হয়েছে । ম্যাচ পরিচালনার এই পক্ষপাতিত্ব ময়দানের তথাকথিত ছোট ক্লাবের লড়াইয়ের অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে ।
এদিন টানা 4 ম্যাচ অপরাজিত থাকা অবস্থায় মোহনবাগান সুপার জায়ান্টের বিরুদ্ধে নেমেছিল কালীঘাট এমএস । বৃষ্টিভেজা মাঠে কালীঘাটই ম্যাচের রাশ তুলে নেয় । বিরতির আগে একাধিক আক্রমণে সবুজ-মেরুন রক্ষণকে বারবার অস্বস্তিতে ফেলে দিয়েছিলেন সাহিফ আলি মল্লিক, সুরজিত হালদাররা । সেই টানা আক্রমণের রেশ ধরেই 29 মিনিটে এগিয়ে যায় কালীঘাট । পেনাল্টি থেকে দলকে এগিয়ে দেন করণচাঁদ মুর্মু । পিছিয়ে পড়ার ধাক্কায় মরিয়া হওয়ার বদলে মেরিনার্সরা ফের ছন্দহীন । মাঝমাঠে খেলা তৈরি না-হওয়াতেই যাবতীয় বিপত্তি । নাওরেম সিং, টাইসেন, শিবাজিতরা গত তিনটে ম্যাচের মত কালীঘাটের বিরুদ্ধে ম্যাচের রাশ ধরতে ব্যর্থ । প্রতিপক্ষের অগোছালো ফুটবলের সুযোগ নিয়ে কালীঘাট কার্যত নাচাল বাগান-ব্রিগেডকে । 44 মিনিটে খেলার গতির বিপরীতে সমতায় ফেরে মোহনবাগান সুপার জায়ান্ট । গোল করতে ভুল করেননি সুহেল ভাট । বিরতির পরে বাস্তব রায় ফারদিন আলি মোল্লাকে নামালেও সামান্য কিছুক্ষণ বাদ দিয়ে ফের বিবর্ণ গঙ্গাপাড়ের ক্লাব ।
আরও পড়ুন: ফুটবল বিমুখ বাঙালি ! নিষ্প্রভ বাংলা ফুটবলের আঁতুরঘর সুব্রত কাপ
প্রথমার্ধের মত দ্বিতীয়ার্ধেও কালীঘাটই চাপ বজায় রেখেছিল। এই সময় তাদের একটি নিশ্চিত গোল রেফারি দেননি। বল গোল লাইন পার করে গিয়েছিল বলে দাবি করছে কালীঘাট । মোহনবাগান কোচ বাস্তব রায় স্বীকার করেছেন, তারা প্রত্যাশিত ফুটবল খেলতে পারেননি । গোল না-পাওয়ার দিনে সমস্যা প্রকট হবে । ঘরের মাঠে সেটাই হয়েছে । শুক্রবার ফের ম্যাচ রয়েছে মোহনবাগান সুপার জায়ান্টের । মাঝের সময়ে দলের মানসিকতা বদলে জয়ের রাস্তা খুঁজে পাওয়াই বাস্তব রায়ের চ্যালেঞ্জ ।
-
Unfiltered, raw and straight from the ground. Watch as new signings Jason Cummings, Anirudh Thapa and Armando Sadiku are presented in front of the fans for the first time! #MBSG #JoyMohunBagan #আমরাসবুজমেরুন pic.twitter.com/E4p6QiSyHS
— Mohun Bagan Super Giant (@mohunbagansg) July 26, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Unfiltered, raw and straight from the ground. Watch as new signings Jason Cummings, Anirudh Thapa and Armando Sadiku are presented in front of the fans for the first time! #MBSG #JoyMohunBagan #আমরাসবুজমেরুন pic.twitter.com/E4p6QiSyHS
— Mohun Bagan Super Giant (@mohunbagansg) July 26, 2023Unfiltered, raw and straight from the ground. Watch as new signings Jason Cummings, Anirudh Thapa and Armando Sadiku are presented in front of the fans for the first time! #MBSG #JoyMohunBagan #আমরাসবুজমেরুন pic.twitter.com/E4p6QiSyHS
— Mohun Bagan Super Giant (@mohunbagansg) July 26, 2023
বিরতিতে দলের তিন নবাগত ফুটবলার আর্মান্দো সাদিকু, জেসন কামিন্স এবং অনিরুদ্ধ থাপাকে মাঠ প্রদক্ষিণ করিয়ে সমর্থকদের সঙ্গে পরিচয় করানো হয় । বৃষ্টিভেজা দিনে মাঠে সমর্থকদের উন্মাদনা উপভোগ করলেন তিন ফুটবলার । গ্যালারির উদ্দেশ্যে বল ছোঁড়েন তারা । মেরিনার্সদের ছন্দহীন পারফরম্যান্সের দিনে তিন ফুটবলারের সঙ্গে পরিচয় পর্বটাই উজ্জ্বল ছবি। ম্যাচের সেরা ফুটবলার উমের মাত্থুরকে আইএফএ’র ম্যান অব দ্য হিসেবে দু’হাজার টাকা দেওয়ার পরেও মোহনবাগান দশ হাজার টাকা পুরস্কার দিল। এই পুরস্কার মোহনবাগান চালিয়ে যাবে তার নিশ্চয়তা সচিব দেবাশিস দত্ত জানিয়েছেন ।