ETV Bharat / sports

Mohun Bagan: 11 জুন বাস্তব রায়ের অধীনে মোহনবাগানের অনুশীলন শুরু - ইস্টবেঙ্গল

কলকাতা প্রিমিয়র লিগের খেলা শুরু আগামী 25 জুন থেকে ৷ তার আগে দলকে তৈরি করতেই 11 তারিখ থেকে অনুশীলন শুরু হবে বাগান শিবিরে ৷

Mohun Bagan
11 জুন বাস্তব রায়ের অধীনে মোহনবাগানের অনুশীলন শুরু
author img

By

Published : Jun 7, 2023, 10:50 PM IST

কলকাতা, 6 জুন: দলবদলের বাজারে ইস্টবেঙ্গল এখন দল গোছানোর কাজে মরিয়া প্রয়াস চালাচ্ছে। আর মোহনবাগান সুপার জায়ান্টস এখন বেছে বেছে ফুটবলার নেওয়ার কাজে ব্যস্ত। এই মুহূর্তে অস্ট্রেলিয়া বিশ্বকাপের কামিন্সকে দলে নেওয়ার কাজকে পাখির চোখ করেছে সবুজ-মেরুন রিক্রুটাররা। অস্ট্রেলিয়ান ক্লাব সেন্ট্রাল কোস্ট মেরিনার্সকে চ্যাম্পিয়ন করে ভারতে আসছেন কামিন্স। তবে তাঁর আসার বিষয়টি এখনও চূড়ান্ত নয় বলে জানা গিয়েছে ৷

যদিও মোহনবাগান সুপার জায়ান্টস ম্যানেজমেন্ট তাঁকে পাওয়ার ব্যাপারে আশাবাদী। 80 শতাংশ কথাবার্তা সম্পূর্ণ হয়ে গিয়েছে বলে দাবি করা হচ্ছে ক্লাবের তরফে। তবে সবকিছু চূড়ান্ত না-হওয়া পর্যন্ত কামিন্স নিয়ে শব্দ খরচ করতে রাজি নয় মোহনবাগান সুপার জায়ান্টস। দল গঠনের পাশাপাশি আসন্ন কলকাতা লিগে অংশগ্রহণের ব্যাপারেও তৎপরতা শুরু হয়ে গিয়েছে। সম্ভবত আগামী 11 জুন থেকে অনুশীলন শুরু করবে মোহনবাগান সুপারজায়ান্টস। কোচ হিসেবে বাস্তব রায়ের ওপরই আস্থা রাখা হচ্ছে।

আগামী 25 জুন থেকে কলকাতা প্রিমিয়র লিগের খেলা শুরু। তিন প্রধান সম্ভবত জুলাই মাসের প্রথম সপ্তাহে নামবে। তার আগে দলকে তৈরি করতেই 11 তারিখ থেকে অনুশীলন শুরু হবে। ডেভলপমেন্ট লিগে যে দলটি খেলেছিল তারাই সবুজ-মেরুন জার্সিতে কলকাতা লিগে অংশ নেবে ৷ ডার্বি এবং গুরুত্বপূর্ণ ম্যাচে কোচ সিনিয়র দলের কয়েকজনকে খেলাবে। বিশ্বকাপারকে দলে নেওয়ার চেষ্টা, অনুশীলন শুরু করার দিন ঠিক করা আরও একটি বিষয় নিয়ে কাজ করছে মোহনবাগান সুপার জায়ান্টস।

আরও পড়ুন: শাসক নেতার ক্লাব বনাম আইএফএ, প্রথম ডিভিশন লিগ নিয়ে জট

আইএসএল ট্রফি জয়ের সন্ধ্যায় কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা ঘোষণা করেছিলেন এটিকে সরে যাচ্ছে। সবুজ-মেরুন শিবির নতুন মরশুমে মোহনবাগান সুপার জায়ান্টস নামে খেলবে। আগামী 25 জুন কলকাতা লিগ শুরু। ইতিমধ্যে আইএফএতে এই ব্যাপারে নতুন করে নথিভুক্ত করা হয়নি। এএফসি, এআইএফএফ এবং আইএফএ এই তিন জায়গায় নথিভুক্ত করতে আরও পাঁচ থেকে ছয় দিন লাগবে বলে জানানো হয়েছে।

কলকাতা, 6 জুন: দলবদলের বাজারে ইস্টবেঙ্গল এখন দল গোছানোর কাজে মরিয়া প্রয়াস চালাচ্ছে। আর মোহনবাগান সুপার জায়ান্টস এখন বেছে বেছে ফুটবলার নেওয়ার কাজে ব্যস্ত। এই মুহূর্তে অস্ট্রেলিয়া বিশ্বকাপের কামিন্সকে দলে নেওয়ার কাজকে পাখির চোখ করেছে সবুজ-মেরুন রিক্রুটাররা। অস্ট্রেলিয়ান ক্লাব সেন্ট্রাল কোস্ট মেরিনার্সকে চ্যাম্পিয়ন করে ভারতে আসছেন কামিন্স। তবে তাঁর আসার বিষয়টি এখনও চূড়ান্ত নয় বলে জানা গিয়েছে ৷

যদিও মোহনবাগান সুপার জায়ান্টস ম্যানেজমেন্ট তাঁকে পাওয়ার ব্যাপারে আশাবাদী। 80 শতাংশ কথাবার্তা সম্পূর্ণ হয়ে গিয়েছে বলে দাবি করা হচ্ছে ক্লাবের তরফে। তবে সবকিছু চূড়ান্ত না-হওয়া পর্যন্ত কামিন্স নিয়ে শব্দ খরচ করতে রাজি নয় মোহনবাগান সুপার জায়ান্টস। দল গঠনের পাশাপাশি আসন্ন কলকাতা লিগে অংশগ্রহণের ব্যাপারেও তৎপরতা শুরু হয়ে গিয়েছে। সম্ভবত আগামী 11 জুন থেকে অনুশীলন শুরু করবে মোহনবাগান সুপারজায়ান্টস। কোচ হিসেবে বাস্তব রায়ের ওপরই আস্থা রাখা হচ্ছে।

আগামী 25 জুন থেকে কলকাতা প্রিমিয়র লিগের খেলা শুরু। তিন প্রধান সম্ভবত জুলাই মাসের প্রথম সপ্তাহে নামবে। তার আগে দলকে তৈরি করতেই 11 তারিখ থেকে অনুশীলন শুরু হবে। ডেভলপমেন্ট লিগে যে দলটি খেলেছিল তারাই সবুজ-মেরুন জার্সিতে কলকাতা লিগে অংশ নেবে ৷ ডার্বি এবং গুরুত্বপূর্ণ ম্যাচে কোচ সিনিয়র দলের কয়েকজনকে খেলাবে। বিশ্বকাপারকে দলে নেওয়ার চেষ্টা, অনুশীলন শুরু করার দিন ঠিক করা আরও একটি বিষয় নিয়ে কাজ করছে মোহনবাগান সুপার জায়ান্টস।

আরও পড়ুন: শাসক নেতার ক্লাব বনাম আইএফএ, প্রথম ডিভিশন লিগ নিয়ে জট

আইএসএল ট্রফি জয়ের সন্ধ্যায় কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা ঘোষণা করেছিলেন এটিকে সরে যাচ্ছে। সবুজ-মেরুন শিবির নতুন মরশুমে মোহনবাগান সুপার জায়ান্টস নামে খেলবে। আগামী 25 জুন কলকাতা লিগ শুরু। ইতিমধ্যে আইএফএতে এই ব্যাপারে নতুন করে নথিভুক্ত করা হয়নি। এএফসি, এআইএফএফ এবং আইএফএ এই তিন জায়গায় নথিভুক্ত করতে আরও পাঁচ থেকে ছয় দিন লাগবে বলে জানানো হয়েছে।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.