কলকাতা, 15 সেপ্টেম্বর: আশিক কুরুনিয়ান এই মরশুমের জন্য ছিটকে গেলেন বলে সরকারিভাবে জানিয়ে দিল মোহনবাগান সুপার জায়ান্ট। আপাতত তাঁর চিকিৎসা চলবে। তার জন্য মুম্বইয়ের এক বিখ্যাত শল্য চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করা হয়েছে । কুরুনিয়ানের চিকিৎসার যাবতীয় কাগজপত্র পাঠানো হয়েছে তাঁর কাছে। সেই বিখ্যাত শল্য চিকিৎসক কী বলেন তা সবদিক থেকেই গুরুত্বপূর্ণ হতে চলেছে। জানা গিয়েছে, অ্যান্টেরিয়র ক্রশিয়েট লিগামেন্ট ছিড়েছে কুরুনিয়ানের। সবমিলিয়ে পরিস্থিতি যা তাতে চলতি মরশুমে কুরুনিয়ানকে পাচ্ছে না মোহনবাগান ।
-
UPDATE: Ashique Kuruniyan suffered a knee injury in the clash vs Iraq which has ruled him out for the season.
— Mohun Bagan Super Giant (@mohunbagansg) September 15, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
The Club will support Ashique with the medical and rehabilitation treatment.#MBSG #JoyMohunBagan #আমরাসবুজমেরুন
">UPDATE: Ashique Kuruniyan suffered a knee injury in the clash vs Iraq which has ruled him out for the season.
— Mohun Bagan Super Giant (@mohunbagansg) September 15, 2023
The Club will support Ashique with the medical and rehabilitation treatment.#MBSG #JoyMohunBagan #আমরাসবুজমেরুনUPDATE: Ashique Kuruniyan suffered a knee injury in the clash vs Iraq which has ruled him out for the season.
— Mohun Bagan Super Giant (@mohunbagansg) September 15, 2023
The Club will support Ashique with the medical and rehabilitation treatment.#MBSG #JoyMohunBagan #আমরাসবুজমেরুন
কিংস কাপে খেলতে গিয়ে চোট পেয়েছিলেন আশিক। সবুজ-মেরুন লেফট ব্যাকের চোটকে জাতীয় দলে সেভাবে গুরুত্ব দেওয়া হয়নি বলে অভিযোগ করেছে মোহনবাগান সুপার জায়ান্ট ম্যানেজমেন্ট। বিশেষ করে জাতীয় দলের ফিজিও শুরুতে কেন 'অবহেলা' করলেন তা বুঝতে পারছেন না বাগান ম্যানেজমেন্ট । পাঁচদিন পরে যাবতীয় উদ্যোগ নেওয়া শুরু হয়েছিল। চোট পাওয়া জায়গার এমআরআই স্ক্যান ঠিকভাবে করা হয়নি বলেও অভিযোগ উঠেছে ।
জাতীয় দলে এই অবহেলা কেন করা হয়েছে তা সবুজ-মেরুন ম্যানেজমেন্ট বুঝতে পারছে না। স্ক্যান ঠিকভাবে করা হলে ফিজিওথেরাপি দ্রুত শুরু করা যেত বলে জানিয়েছে গঙ্গাপাড়ের ক্লাব। আশিক কুরুনিয়ানের ছিটকে যাওয়ার ঘটনায় ফেডারেশনের কাছ থেকে ক্লাব ক্ষতিপূরণ চাইবে কিনা তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। জাতীয় দলে খেলতে গিয়ে এই অবহেলায় কোচ জুয়ান ফেরান্দো এতটাই ক্ষুব্ধ যে ফুটবলার ছাড়ার ব্যাপারটি ভেবে দেখার কথা বলেছিলেন আইএসএলের মিডিয়া ডে অনুষ্ঠানে ।
ইতিমধ্যে আসন্ন এশিয়ান গেমসের জন্য দল ঘোষণা হয়েছে। এশিয়ান গেমসে ভারতীয় দল 19 সেপ্টেম্বর চিনের বিরুদ্ধে অভিযান শুরু করবে। ওই দিনই এএফসি কাপে নামবে মোহনবাগান সুপার জায়ান্ট। এএফসি কাপের পাশাপাশি আইএসএলের খেলা রয়েছে। ইতিমধ্যে কম সময়ের মধ্যে একাধিক ম্যাচ খেলার ঝক্কি নিয়ে চিন্তিত জুয়ান ফেরান্দো। ফুটবলারদের চোট মুক্ত রাখাটা তাঁর কাছে চ্যালেঞ্জ। এদিকে, কলকাতা লিগের প্রাথমিক পর্বের শেষ ম্যাচে মোহনবাগান সুপার জায়ান্ট রবিবার নৈহাটি স্টেডিয়ামে ডায়মন্ড হারবার এফসির বিরুদ্ধে খেলবে। সুপার সিক্সে জায়গা নিশ্চিত করতে বড় ব্যবধানে হারা চলবে না বাস্তব রায়ের দলের ।
আরও পড়ুন: ব্যাটার নয়, কলম্বোয় ‘ওয়াটার বয়’ বিরাটে মুগ্ধ অনুরাগীরা