নয়াদিল্লি, 23 জানুয়ারি: বক্সিং কিংবদবন্তি মেরি কমের নেতৃত্বে 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করল কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক (Mary Kom Leads 5 Member Committee to Probe) ৷ এই কমিটি রেসলিং ফেডেরেশন অফ ইন্ডিয়ার সভাপতি ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্তার অভিযোগের তদন্ত করবে ৷ এমনকি আগামী 1 মাস তদন্ত চলাকালীন কেন্দ্রের গঠিত এই তদন্ত কমিটি রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়ার রোজকার কাজকর্ম পরিচালনা করবে ৷
এই কমিটিতে অন্যান্য সদস্যরা হলেন অলিম্পিক্স পদক জয়ী কুস্তিগীর যোগেশ্বর দত্ত, প্রাক্তন ব্যাডমিন্টন খেলোয়াড় এবং মিশন অলিম্পিক্স সেলের সদস্য ত্রুপ্তি মুরগুন্ডে, প্রাক্তন টপস চিফ এক্সিকিউটিভ অফিসার রাজাগোপালান এবং সাই-এর প্রাক্তন এক্সিকিউটিভ ডিরেক্টর (দল) রাধিকা শ্রীমান ৷ সোমবার কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর কমিটি গঠনের পর এই ঘোষণা করেন ৷ আগামী একমাসের মধ্যে এই কমিটি ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে যৌন হেনস্তার তদন্ত করবে এবং রিপোর্ট জমা দেবে ৷
ফেডারেশন সভাপতির বিরুদ্ধে অভিযোগ এনে দেশের প্রথমসারির কুস্তিগীররা যন্তর-মন্তরে 3 দিন লাগাতার ধরনা দেন ৷ সেই ধরনায় নেতৃত্ব দিচ্ছিলেন অলিম্পিক্স পদক জয়ী সাক্ষী মালিক, বজরং পুনিয়া এবং ভিনেশ ফোগত ৷ তাঁদের নেতৃত্বে দেশের প্রথমসারির একাধিক কুস্তিগীর রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়ার সভাপতি ব্রিজভূষণ শরণ সিং এবং সংস্থার কোচদের বিরুদ্ধে মহিলাদের যৌন হেনস্থা, মানসিক অত্যাচার এবং অনৈতিক চাপ তৈরির অভিযোগ আনেন ৷
আরও পড়ুন: আইসিসি’র বর্ষসেরা টি-20 একাদশে ভারতের তিন
যা নিয়ে দু’দফা আন্দোলনকারী ক্রীড়াবিদদের সঙ্গে বৈঠক করেন ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর ৷ এরপর শনিবার সকালে তিনি ঘোষণা করেন পুরো ঘটনায় ব্রিজভূষণ-সহ পুরো রেসলিং ফেডেরেশনের বিরুদ্ধে তদন্ত করবে ক্রীড়ামন্ত্রক ৷ তারপরেই তিনদিনের ধরনা প্রত্যাহার করেন কুস্তিগীররা ৷ এমনকি গত শুক্রবার রাতে বজরং পুনিয়া, ভিনেশ ফোগতরা ইন্ডিয়ান অলিম্পিক্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট পিটি ঊষার সঙ্গে দেখা করেন ৷ সেখানে নিজেদের চার দফা দাবিতে একটি চিঠি দেন তাঁরা ৷ সেই চিঠির ভিত্তিতে আইওএ 7 সদস্যের তদন্ত কমিটি গঠন করে রেসলিং ফেডেরেশন অফ ইন্ডিয়ার ম্যানেজমেন্ট ও সভাপতির বিরুদ্ধে তদন্ত শুরু করেছে ৷