নয়াদিল্লি, 14 জানুয়ারি: বরিষ্ঠ ভারতীয় শুটার মানবজিৎ সিং সান্ধু তিন বছর পর শুটিং সার্কিটে ফিরছিলেন ৷ কিন্তু, শুরুতেই ধাক্কা খেলেন 47 বছরের বিশ্ব চ্যাম্পিয়নশিপ জয়ী শুটার ৷ অলিম্পিক গেমসের যোগ্যতা অর্জন টুর্নামেন্ট এশিয়ান কোয়ালিফায়ারস চ্যাম্পিয়নশিপ শুরুর আগে ইক্যুইপমেন্ট কন্ট্রোল টেস্টে ব্যর্থ হয়েছেন তিনি ৷ ফলে প্যারিস অলিম্পিক গেমসের যোগ্যতা অর্জন পর্বে অংশ নিতে পারবেন না মানবজিৎ ৷
যদিও ভারতীয় শুটার অভিযোগ, তিনি 'রাজনীতি'র শিকার হয়েছে ৷ কুয়েতে আয়োজিত এশিয়ান কোয়ালিফায়ারস চ্যাম্পিয়নশিপের ডিরেক্টরের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন মানবজিৎ সিং সান্ধু ৷ একটি বিতর্কিত বিবৃতিও দিয়েছেন ভারতীয় শুটার ৷ তিনি অভিযোগ করেছেন, ভারত প্যারিস অলিম্পিকস জিততে পারে, সেই কারণেই 'তারা ভয় পেয়ে' এই চক্রান্ত করেছে ৷ পুরো বিষয়টি নিয়ে 2006 শুটিং চ্যাম্পিয়নশিপে সোনা জয়ী শুটার আন্তর্জাতিক শুটিং ফেডারেশন, অ্যাথলিটস কমিশন এবং অন্যান্য আইনি প্রকিয়া অবলম্বনের কথা ভাবছেন বলে জানিয়েছেন ৷
সংবাদসংস্থা পিটিআইকে মানবজিৎ বলেন, "এই টুর্নামেন্টের ডিরেক্টরের আমাদের বিরুদ্ধে একটা ইতিহাস আছে ৷ উনি ইক্যুইপমেন্ট কন্ট্রোল টেস্টের বিচারক প্যানেলের অংশ নন ৷ নিয়ম অনুযায়ী, প্রতিযোগিতায় ব্যবহার করা বন্দুকগুলির ছাড়পত্রের জন্য আজ সকালে আমরা 'ইক্যুইপমেন্ট বিচারক'দের কাছে গিয়েছিলাম ৷ তাঁরা আমার বন্দুকে ছাড়পত্র দিয়েছিলেন ৷"
মানবজিৎ বলেন, "তাঁরা আমার মজুত করা বন্দুকের সব তথ্য সংগ্রহ করেন ৷ আমি সীমিত বন্দুকই নিয়ে গিয়েছিলাম এবং সেই কারণে আমাকে ছাড়পত্র দেওয়া হয় ৷ এরই মধ্যে কেউ একজন এই খবর টুর্নামেন্ট ডিরেক্টরকে জানায় ৷ আর তার পরেই উনি বিচারকদের সিদ্ধান্তের উপর 'ভেটো' প্রয়োগ করেন ৷ যেহেতু, টুর্নামেন্টের সর্বময় কর্তা হিসেবে, তিনি ভেটো প্রয়োগ করতে পারেন ৷" মানবজিৎ জানিয়েছেন, এই সমপরিমাণ বন্দুক নিয়েই 2016 রিও অলিম্পিকস এবং একাধিক বিশ্বকাপে তিনি প্রতিযোগী হিসেবে অংশ নিয়েছিলেন ৷
কেন তিনি বিচারকদের সিদ্ধান্তকে 'ভেটো' প্রয়োগ করে বদলাচ্ছেন, তা জানতে চাওয়া হয় টিডির কাছে ৷ সে নিয়ে মানবজিৎ বলেন, "টিডি একাধিকবার তাঁর বয়ান বদল করেছেন ৷ এর থেকেই বোঝা যায় তাঁর আসল উদ্দেশ্য কি ৷ আমি কোনও নিয়ম লঙ্ঘন করিনি ৷ নিয়মাবলী সামনে রেখে আমি তাঁকে প্রশ্ন করেছিলাম, 'আপনি বলুন, কোন নিয়মে আমাকে অযোগ্য ঘোষণা করলেন ?' কিন্তু, একথা, সেকথা বলে উনি আসল বক্তব্য থেকে দূরে সরে যান এবং আমাকে শুটে অংশ নিতে অনুমতি দেননি ৷"
আরও পড়ুন: