ETV Bharat / sports

Leo Messi: বর্ষসেরা ক্রীড়াবিদ হিসেবে লরিয়াস স্পোর্টস অ্যাওয়ার্ড জিতলেন মেসি - বর্ষসেরা ক্রীড়াবিদ

বর্ষসেরা ক্রীড়াবিদের সম্মান জিতলেন লিও মেসি ৷ প্যারিসে আয়োজিত লরিয়াস স্পোর্টস অ্যাওয়ার্ডসের মঞ্চে এই খেতাব জিতেছেন তিনি ৷ দ্বিতীয়বার লরিয়াস স্পোর্টস অ্যাওয়ার্ডসে বর্ষসেরা হয়েছেন আর্জেন্তাইন ফুটবল মহাতারকা ৷

Leo Messi ETV BHARAT
Leo Messi
author img

By

Published : May 9, 2023, 12:53 PM IST

প্যারিস, 9 মে: লরিয়াস স্পোর্টস অ্যাওয়ার্ডসের মঞ্চে বর্ষসেরা ক্রীড়াবিদের খেতাব জিতলেন লিওনেল মেসি ৷ পাশাপাশি, 2022 ফিফা বিশ্বকাপ জয়ী দল হিসেবে আর্জেন্তিনার হয়ে আরও একটি পুরস্কার পেলেন এলএম 10 ৷ এই পুরস্কারটি দলগতভাবে জিতেছেন মেসি ৷ অন্যদিকে, ষষ্ঠবার মনোনীত হওয়ার পর অবশেষে মহিলা ক্রীড়াবিদ হিসেবে বর্ষসেরার খেতাব জিতলেন জামাইকান স্প্রিন্টার শেলি-আন ফ্রেজা-প্রাইস ৷ 2022 সালে তিনি একাধিক খেতাব জিতেছেন ৷ যার মধ্যে প্রধান ছিল পঞ্চমবার ওয়ার্ল্ড অ্যাথলিট চ্যাম্পিয়নশিপে 100 মিটারের দৌড়ে সোনা জয় ৷

2020 সালে শেষবার আয়োজিত হয়েছিল লরিয়াস স্পোর্টস অ্যাওয়ার্ডস ৷ তারপর প্রায় 3 বছর পর প্যারিসে ফের একবার আয়োজিত হল বর্ষসেরা ক্রীড়াবিদদের সম্মান প্রদানের এই অনুষ্ঠান ৷ যেখানে মোট 8টি খেতাব দেওয়া হয়েছে বিভিন্ন ক্রীড়াক্ষেত্রে বিশ্বসেরাদের মধ্যে ৷ 2020 সালে ফর্মুলা ওয়ান ড্রাইভার লুইস হ্যামিলটনের সঙ্গে যৌথভাবে বর্ষসেরা ক্রীড়াবিদের পুরস্কার জিতেছিলেন মেসি ৷ দ্বিতীয়াবার তিনি বর্ষসেরা ক্রীড়াবিদ হিসেবে লরিয়াস স্পোর্টস অ্যাওয়ার্ড জিতলেন ৷

মহিলা ক্রীড়াবিদ হিসেবে জামাইকান স্প্রিন্টার শেলি-আন ফ্রেজা-প্রাইস সোমবার রাতে লরিয়াস স্পোর্টস অ্যাওয়ার্ডসের মঞ্চে বর্ষসেরার পুরস্কার জিতেছেন ৷ এই পুরস্কার নিতে উঠে ফ্রেজা-প্রাইস জানান, এটা তাঁর কেরিয়ারের অন্যতম সেরা সম্মান ৷ তিনি বলেন, ‘‘যখন একজন অ্যাথলিট বিশ্বমঞ্চে সকলের নজরে আসেন এবং তিনি স্পটলাইট পান ৷ তখন নিজেদের সেরা উদাহরণ হিসেবে তুলে ধরাটা আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে ৷ এটা আমাদের দায়িত্ব এবং কর্তব্য আগামী প্রজন্মকে ক্রীড়াক্ষেত্রে উৎসাহ প্রদান করা ৷’’

আরও পড়ুন: মেসির পিএসজি-বিদায় কার্যত নিশ্চিত, স্থানীয় প্রতিভা তুলতে মনোযোগ ফরাসি ক্লাবের

স্প্যানিশ টেনিস খেলোয়াড় কার্লোস আলকারাজ ব্রেকথ্রু অফ দ্য ইয়ার খেতাব জিতেছেন ৷ 2022 ইউএস ওপেনের জয়ের পর 1 নম্বর র‍্যাঙ্কিংয়ে উঠে আসেন তিনি ৷ সেই কারণে কার্লোস আলকারাজকে এই খেতাব দেওয়া হয়েছে ৷ কামব্যাক অফ দ্য ইয়ার খেতাব জিতেছেন ডেনমার্কের ফুটবলার ক্রিশ্চিয়ান এরিকসন ৷

প্যারিস, 9 মে: লরিয়াস স্পোর্টস অ্যাওয়ার্ডসের মঞ্চে বর্ষসেরা ক্রীড়াবিদের খেতাব জিতলেন লিওনেল মেসি ৷ পাশাপাশি, 2022 ফিফা বিশ্বকাপ জয়ী দল হিসেবে আর্জেন্তিনার হয়ে আরও একটি পুরস্কার পেলেন এলএম 10 ৷ এই পুরস্কারটি দলগতভাবে জিতেছেন মেসি ৷ অন্যদিকে, ষষ্ঠবার মনোনীত হওয়ার পর অবশেষে মহিলা ক্রীড়াবিদ হিসেবে বর্ষসেরার খেতাব জিতলেন জামাইকান স্প্রিন্টার শেলি-আন ফ্রেজা-প্রাইস ৷ 2022 সালে তিনি একাধিক খেতাব জিতেছেন ৷ যার মধ্যে প্রধান ছিল পঞ্চমবার ওয়ার্ল্ড অ্যাথলিট চ্যাম্পিয়নশিপে 100 মিটারের দৌড়ে সোনা জয় ৷

2020 সালে শেষবার আয়োজিত হয়েছিল লরিয়াস স্পোর্টস অ্যাওয়ার্ডস ৷ তারপর প্রায় 3 বছর পর প্যারিসে ফের একবার আয়োজিত হল বর্ষসেরা ক্রীড়াবিদদের সম্মান প্রদানের এই অনুষ্ঠান ৷ যেখানে মোট 8টি খেতাব দেওয়া হয়েছে বিভিন্ন ক্রীড়াক্ষেত্রে বিশ্বসেরাদের মধ্যে ৷ 2020 সালে ফর্মুলা ওয়ান ড্রাইভার লুইস হ্যামিলটনের সঙ্গে যৌথভাবে বর্ষসেরা ক্রীড়াবিদের পুরস্কার জিতেছিলেন মেসি ৷ দ্বিতীয়াবার তিনি বর্ষসেরা ক্রীড়াবিদ হিসেবে লরিয়াস স্পোর্টস অ্যাওয়ার্ড জিতলেন ৷

মহিলা ক্রীড়াবিদ হিসেবে জামাইকান স্প্রিন্টার শেলি-আন ফ্রেজা-প্রাইস সোমবার রাতে লরিয়াস স্পোর্টস অ্যাওয়ার্ডসের মঞ্চে বর্ষসেরার পুরস্কার জিতেছেন ৷ এই পুরস্কার নিতে উঠে ফ্রেজা-প্রাইস জানান, এটা তাঁর কেরিয়ারের অন্যতম সেরা সম্মান ৷ তিনি বলেন, ‘‘যখন একজন অ্যাথলিট বিশ্বমঞ্চে সকলের নজরে আসেন এবং তিনি স্পটলাইট পান ৷ তখন নিজেদের সেরা উদাহরণ হিসেবে তুলে ধরাটা আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে ৷ এটা আমাদের দায়িত্ব এবং কর্তব্য আগামী প্রজন্মকে ক্রীড়াক্ষেত্রে উৎসাহ প্রদান করা ৷’’

আরও পড়ুন: মেসির পিএসজি-বিদায় কার্যত নিশ্চিত, স্থানীয় প্রতিভা তুলতে মনোযোগ ফরাসি ক্লাবের

স্প্যানিশ টেনিস খেলোয়াড় কার্লোস আলকারাজ ব্রেকথ্রু অফ দ্য ইয়ার খেতাব জিতেছেন ৷ 2022 ইউএস ওপেনের জয়ের পর 1 নম্বর র‍্যাঙ্কিংয়ে উঠে আসেন তিনি ৷ সেই কারণে কার্লোস আলকারাজকে এই খেতাব দেওয়া হয়েছে ৷ কামব্যাক অফ দ্য ইয়ার খেতাব জিতেছেন ডেনমার্কের ফুটবলার ক্রিশ্চিয়ান এরিকসন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.