কলকাতা, 31 ডিসেম্বর: স্কট কুপারের সঙ্গে গোল্ডেন হ্যান্ডশেক সেরে নেওয়ার একদিনের মধ্যেই নয়া কোচ খুঁজে নিল জামশেদপুর এফসি ৷ ভারতীয় ফুটবল সার্কিটে পরিচিত নাম খালিদ জামিলকে নয়া কোচ হিসেবে নিযুক্ত করল ফ্র্যাঞ্চাইজিটি ৷ আইজল এফসি'কে আই লিগ দেওয়া এই কোচ এর আগে নর্থ-ইস্ট ইউনাইটেডের হয়ে আইএসএলে কোচের দায়িত্ব সামলেছেন। এবার আসন্ন সুপার কাপ এবং আইএসএলের বাকি ম্যাচের জন্য পোড় খাওয়া এই কোচ সামলাবেন জামশেদপুরের দায়িত্ব।
নতুন বছরের শুরুতেই প্রত্যেকটি দল সুপার কাপের প্রস্তুতি শুরু করবে। একইসঙ্গে দলবদলের দ্বিতীয় উইন্ডোকে কাজে লাগিয়ে দলগুলো আরেকটু গুছিয়ে নেবে নিজেদের। মোহনবাগান সুপার জায়ান্ট তাদের শেষ তিন ম্যাচে হারের ব্যর্থতা সরিয়ে আইএসএলে ঘুরে দাঁড়াতে বদ্ধপরিকর। চোট-আঘাত সবুজ মেরুনের বড় সমস্যা। যদিও আশার আলো জাগছে আনোয়ার আলিকে ঘিরে। তরুণ ডিফেন্ডার দীর্ঘদিন চোটের কারণে মাঠের বাইরে। তবে 3 জানুয়ারি থেকে দলের সঙ্গে যোগ দিয়ে রিহ্যাব শুরু করবেন আনোয়ার। যদিও তাঁর মাঠে ফেরার ব্যাপারে সবুজ-মেরুন ম্যানেজমেন্ট তাড়াহুড়ো করতে নারাজ।
-
Jamshedpur appoint Khalid Jamil as Head Coach for remainder of the season. Know more details on our website.
— Jamshedpur FC (@JamshedpurFC) December 31, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
English: https://t.co/2z3koVBSzw
Hindi: https://t.co/vUlMEpsUNd#JamKeKhelo #JoharKhalid pic.twitter.com/ErXcFGWvW0
">Jamshedpur appoint Khalid Jamil as Head Coach for remainder of the season. Know more details on our website.
— Jamshedpur FC (@JamshedpurFC) December 31, 2023
English: https://t.co/2z3koVBSzw
Hindi: https://t.co/vUlMEpsUNd#JamKeKhelo #JoharKhalid pic.twitter.com/ErXcFGWvW0Jamshedpur appoint Khalid Jamil as Head Coach for remainder of the season. Know more details on our website.
— Jamshedpur FC (@JamshedpurFC) December 31, 2023
English: https://t.co/2z3koVBSzw
Hindi: https://t.co/vUlMEpsUNd#JamKeKhelo #JoharKhalid pic.twitter.com/ErXcFGWvW0
আনোয়ার-সহ কোচ জুয়ান ফেরান্দো আসন্ন সুপার কাপে 7 ফুটবলারকে পাবেন না। এমতাবস্থায় দলের ছ'জন বিদেশিই ভরসা। তাদেরও পারফরম্যান্স আতস কাচের তলায়। আর্মান্দো সাদিকু, জেসন কামিংস এমনকী হুগো বুমোসও ম্যানেজমেন্টের নজরদারিতে। একইসঙ্গে কোচ জুয়ান ফেরান্দোও সুপার কাপে সাফল্য না-পেলে বরখাস্ত হতে পারেন। পাশাপাশি জানুয়ারি ট্রান্সফার উইন্ডোয় বেশ কয়েকজন ফুটবলারকে বাজিয়ে দেখছে বাগান। হায়দরাবাদ এফসি থেকে চিংলেনসানা সিং সুপার জায়ান্টে যোগ দিতে আগ্রহী। কিন্তু বাগান ম্যানেজমেন্ট বিরাট অংকের ট্রান্সফার-ফি দিয়ে চিংলেনসানাকে নিতে রাজি নয়। ফলত চিংলেনসানা সবুজ-মেরুন জার্সি যে পরছেনই, এই খবরে সিলমোহর এখনই দেওয়া যাচ্ছে না।
অন্যদিকে ইস্টবেঙ্গল হিতেশ শর্মা এবং নিখিল পূজারির বিষয়ে আগ্রহী বলে খবর ছড়িয়েছে। তবে তা নির্ভর করবে কোচ কার্লেস কুয়াদ্রাতের চূড়ান্ত সিদ্ধান্ত এবং ক্লাব-লগ্নিকারী সংস্থার বৈঠকের পর। তবে এটা নিশ্চিত বেশ কয়েকজন নতুন ফুটবলার আসছেন লাল-হলুদে। সবমিলিয়ে বলাই যায় নতুন বছরে দুই প্রধানে বেশ কিছু রদবদল হচ্ছে। ফলাফল ভালো হবে না খারাপ, সেটা সময় বলবে।
আরও পড়ুন: