ETV Bharat / sports

ATKMB vs Hyderabad FC : চোট সারিয়ে হায়দরাবাদ ম্যাচে ফিরছেন রয় কৃষ্ণা - আইএসএল 2022

হ্যামস্ট্রিংয়ের চোটে ভুগছিলেন রয় কৃষ্ণা ৷ বর্তমানে চোট সারিয়ে অনেকটাই ফিট তিনি ৷ শোনা যাচ্ছে, হায়দরাবাদের বিরুদ্ধে তাঁকে শুরু থেকে মাঠে নামানোর বিষয়ে মনস্থির করে ফেলেছেন কোচ জুয়ান ফেরান্দো (ATKMB vs Hyderabad FC) ৷

ATKMB
চোট সারিয়ে হায়দরাবাদ ম্যাচে ফিরছেন রয় কৃষ্ণা
author img

By

Published : Feb 5, 2022, 11:01 PM IST

পানাজি, 5 ফেব্রুয়ারি : ডার্বিতে দুর্দান্ত খেললেও পরের ম্যাচেই পয়েন্ট হারিয়েছে এটিকে মোহনবাগান ৷ চোট, আঘাত, মানসিক ক্লান্তির কারণে মেরিনার্সদের প্রত্যাশিত ফর্মে পাওয়া যাচ্ছে না ৷ অথচ প্রথম চারে জায়গা পাকা করতে হলে এখন থেকে প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ ৷ এই পরিস্থিতিতে এটিকে মোহনবাগান সমর্থকদের স্বস্তি দিলেন রয় কৃষ্ণা ৷ হায়দরাবাদ এফসি-র বিরুদ্ধেই হয়ত দলে ফিরতে চলেছেন ফিজিয়ান স্ট্রাইকার (ATKMB vs Hyderabad FC) ৷

হ্যামস্ট্রিংয়ের চোটে ভুগছিলেন রয় কৃষ্ণ ৷ বর্তমানে চোট সারিয়ে অনেকটাই ফিট তিনি ৷ শোনা যাচ্ছে, হায়দরাবাদের বিরুদ্ধে তাঁকে শুরু থেকে মাঠে নামানোর বিষয়ে মনস্থির করে ফেলেছেন কোচ জুয়ান ফেরান্দো ৷ এই মুহূর্তে লিগ টেবিলের পাঁচ নম্বর স্থানে রয়েছে সবুজ-মেরুন ৷ সামনে আরও পাঁচ পাঁচটা ম্যাচ রয়েছে ৷ প্রথম চার নিশ্চিত করতে প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ ৷ এই অবস্থায় দলে পজিটিভ গোলস্কোরারের অভাব মেটাতে হায়দরাবাদের বিরুদ্ধে ফিরছেন রয় কৃষ্ণা ৷

শেষ ম্যাচে মুম্বই সিটি এফসির বিরুদ্ধে দ্রুত গোল করে এগিয়ে গিয়েছিল সবুজ-মেরুন । তবে ছন্দ হারানো মুম্বইকে হারাতে না পারার ধাক্কা হুগো বুমোসদের সামলাতে হচ্ছে । ডেভিড উইলিয়ামস গোল করলেও ফিট নন । পাশাপাশি মনবীর সিং তাঁর পুরানো ফর্ম হাতড়ে বেড়াচ্ছেন । শুধু মনবীর নন দলের একাধিক ভারতীয় ফুটবলার ছন্দ হারিয়েছেন । এই অবস্থায় আশুতোষ মেহতাকে বসিয়ে প্রবীর দাস এবং মনবীরের পরিবর্তে লেনি রডরিগেজকে প্রথম থেকে খেলানো হতে পারে । আক্রমণের পাশাপাশি রক্ষণের ফুটিফাটা ছবিটাও সামনে আসছে । কিন্তু সন্দেশ ঝিঙ্গানকে দলে নেওয়া হলেও তাঁকে নামানোর পরিকল্পনা এখনও নেই ফেরান্দোর । হয়তো শেষ চারে জায়গা পাকা করার পরেই সন্দেশ ঝিঙ্গানকে ব্যবহার করা হবে ।

হায়দরাবাদের বিরুদ্ধে প্রথম সাক্ষাতে ম্যাচ 2-2 গোলে ড্র হয়েছিল । মাঝের সময়ে নিজামের শহরের দলটি পয়েন্ট টেবিলের মগডালে বসে পড়েছে । দলের একনম্বর স্ট্রাইকার ওগবেচে নিয়মিত গোল করে চলেছেন । এই পরিস্থিতিতে রক্ষণকে শক্তপোক্ত করার পাশাপাশি আক্রমণে ঝাঁজ বাড়াতে রয় কৃষ্ণা-র উপর আস্থা রাখছে এটিকে মোহনবাগান ।

আরও পড়ুন : Juan Ferrando : দলের পারফরম্যান্সে সন্তুষ্ট ; সমালোচনা উড়িয়ে বললেন ফেরান্দো

পানাজি, 5 ফেব্রুয়ারি : ডার্বিতে দুর্দান্ত খেললেও পরের ম্যাচেই পয়েন্ট হারিয়েছে এটিকে মোহনবাগান ৷ চোট, আঘাত, মানসিক ক্লান্তির কারণে মেরিনার্সদের প্রত্যাশিত ফর্মে পাওয়া যাচ্ছে না ৷ অথচ প্রথম চারে জায়গা পাকা করতে হলে এখন থেকে প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ ৷ এই পরিস্থিতিতে এটিকে মোহনবাগান সমর্থকদের স্বস্তি দিলেন রয় কৃষ্ণা ৷ হায়দরাবাদ এফসি-র বিরুদ্ধেই হয়ত দলে ফিরতে চলেছেন ফিজিয়ান স্ট্রাইকার (ATKMB vs Hyderabad FC) ৷

হ্যামস্ট্রিংয়ের চোটে ভুগছিলেন রয় কৃষ্ণ ৷ বর্তমানে চোট সারিয়ে অনেকটাই ফিট তিনি ৷ শোনা যাচ্ছে, হায়দরাবাদের বিরুদ্ধে তাঁকে শুরু থেকে মাঠে নামানোর বিষয়ে মনস্থির করে ফেলেছেন কোচ জুয়ান ফেরান্দো ৷ এই মুহূর্তে লিগ টেবিলের পাঁচ নম্বর স্থানে রয়েছে সবুজ-মেরুন ৷ সামনে আরও পাঁচ পাঁচটা ম্যাচ রয়েছে ৷ প্রথম চার নিশ্চিত করতে প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ ৷ এই অবস্থায় দলে পজিটিভ গোলস্কোরারের অভাব মেটাতে হায়দরাবাদের বিরুদ্ধে ফিরছেন রয় কৃষ্ণা ৷

শেষ ম্যাচে মুম্বই সিটি এফসির বিরুদ্ধে দ্রুত গোল করে এগিয়ে গিয়েছিল সবুজ-মেরুন । তবে ছন্দ হারানো মুম্বইকে হারাতে না পারার ধাক্কা হুগো বুমোসদের সামলাতে হচ্ছে । ডেভিড উইলিয়ামস গোল করলেও ফিট নন । পাশাপাশি মনবীর সিং তাঁর পুরানো ফর্ম হাতড়ে বেড়াচ্ছেন । শুধু মনবীর নন দলের একাধিক ভারতীয় ফুটবলার ছন্দ হারিয়েছেন । এই অবস্থায় আশুতোষ মেহতাকে বসিয়ে প্রবীর দাস এবং মনবীরের পরিবর্তে লেনি রডরিগেজকে প্রথম থেকে খেলানো হতে পারে । আক্রমণের পাশাপাশি রক্ষণের ফুটিফাটা ছবিটাও সামনে আসছে । কিন্তু সন্দেশ ঝিঙ্গানকে দলে নেওয়া হলেও তাঁকে নামানোর পরিকল্পনা এখনও নেই ফেরান্দোর । হয়তো শেষ চারে জায়গা পাকা করার পরেই সন্দেশ ঝিঙ্গানকে ব্যবহার করা হবে ।

হায়দরাবাদের বিরুদ্ধে প্রথম সাক্ষাতে ম্যাচ 2-2 গোলে ড্র হয়েছিল । মাঝের সময়ে নিজামের শহরের দলটি পয়েন্ট টেবিলের মগডালে বসে পড়েছে । দলের একনম্বর স্ট্রাইকার ওগবেচে নিয়মিত গোল করে চলেছেন । এই পরিস্থিতিতে রক্ষণকে শক্তপোক্ত করার পাশাপাশি আক্রমণে ঝাঁজ বাড়াতে রয় কৃষ্ণা-র উপর আস্থা রাখছে এটিকে মোহনবাগান ।

আরও পড়ুন : Juan Ferrando : দলের পারফরম্যান্সে সন্তুষ্ট ; সমালোচনা উড়িয়ে বললেন ফেরান্দো

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.