বেঙ্গালুরু, 24 নভেম্বর: বছরের শুরুতেই বিশ্বজয়ের লক্ষ্যে নামছে ভারত । তার আগে ভারতীয় হকি দলের কোচ গ্রাহাম জন রিড (Graham Reid interview) জানিয়ে দিলেন, "লড়াইটা কঠিন ! আমাদের লক্ষ্য থেকে দূরে সরে গেলে চলবে না ।" ওড়িশার ভুবনেশ্বরে 13 জানুয়ারি থেকে শুরু হচ্ছে হকি বিশ্বকাপ । ক্যাবিনেটে ট্রফির সংখ্যা বাড়ানোর লক্ষ্যে নামছে 1975 সালের বিশ্বজয়ীরা (India Hockey Coach interview) ।
বৃহস্পতিবার ইটিভি ভারতের মুখোমুখি হয়ে নিজের পরিকল্পনার কথা জানালেন 'মেন ইন ব্লু'র কোচ । ভুবনেশ্বরে ঘরের মাঠে নামবেন শ্রীজেশ রবিন্দ্রন, আকাশদীপ সিংরা । ওড়িশা রাজ্য সরকার জাতীয় দলের স্পনসর । রাজ্যেও হকি নিয়ে উন্মাদনা চোখে পড়ার মতো । সবমিলিয়ে সমর্থকদের কান ফাটানো চিৎকারে মাঠে নামবে রিডের ছেলেরা । কিন্তু এই সমর্থন কী প্রত্যাশার চাপও পাহাড়প্রমাণ করে তুলবে (India Hockey Team chances at World Cup ) ?
আরও পড়ুন: সর্বসম্মতিতে হকি ইন্ডিয়ার সভাপতি হলেন দিলীপ তিরকে
গ্রাহাম জন রিড বলেন, "ম্যাচগুলি প্রতিটিই যথেষ্ট কঠিন । আমাদের ম্যাচ ধরে ধরে এগোতে হবে । কোনও কিছু ভেবে নয়, বাস্তব পরিস্থিতি বুঝে পরিকল্পনা করে এগোতে হবে । দলের প্রত্যেকে জানে, চাপের মুখে কীভাবে নিজের সেরাটা দেওয়া যায় ।"
বিশ্বকাপে অংশ নিতে চলেছে মোট 16টি দেশ । পুল ডি-তে ভারতের সঙ্গে রয়েছে ইংল্যান্ড, স্পেন, ওয়েলস । বিশেষজ্ঞরা বলছেন, ইংল্যান্ড বা ওয়েলস নয় । ভারতের প্রধান প্রতিপক্ষ স্পেন । দলের হেডস্যর বলেন, আমি প্রতিটি ম্যাচ ধরে এগোবো । কাউকেই খাটো করে দেখা মানে নিজেকে পিছিয়ে দেওয়া । শীর্ষে পৌঁছতে হলে প্রতিটি সিঁড়ি মনোযোগ দিয়ে পেরোতে হবে । প্রতিটি পুলের প্রথম তিনটি ম্যাচ খুব গুরুত্বপূর্ণ । সেখান থেকেই পরের রাউন্ডের ভাগ্য নির্ধারণ হয়ে যায় । আমাদের সেদিকে খেয়াল রাখতে হবে ।"
আরও পড়ুন: চল্লিশ বছরের খরা কাটিয়ে হকিতে পদক, উচ্ছ্বাস দেশজুড়ে
গত বছর চার দশক পর ভারতীয় হকির মরুভূমিতে দেখা গিয়েছে মরুদ্যান ৷ একচল্লিশ বছর পর অলিম্পিকসের পোডিয়াম ফিনিশ করেছে ভারত ৷ টোকিয়োতে জার্মানিকে হারিয়ে অলিম্পিকসে ব্রোঞ্জ জিতেছে ভারত ৷ সেই ধারাবাহিকতাই বজায় রাখতে বদ্ধপরিকর দল ।