লিমা, 2 অক্টোবর: টোকিয়ো অলিম্পিকসে প্রতিযোগীদের চূড়ান্ত ব্যর্থতার কারণে হতাশায় ডুবেছিল ভারতীয় শুটিং ৷ জাপান থেকে খালি হাতেই ফিরতে হয়েছিল শুটারদের ৷ তবে জুনিয়র বিশ্ব চ্যাম্পিয়নশিপের হাত ধরে কিছুটা শ্রী ফিরল তাতে ৷ পেরুর রাজধানী লিমায় শুক্রবার দলগত স্কিট বিভাগে সোনা জিতে নিল ভারতের মেয়েরা ৷ প্রতিপক্ষ ইতালিকে পরাজিত করে পোডিয়াম শীর্ষে ফিনিশ করলেন আরিবা খান, রাইজা ধিলন এবং গানেমত সেখন ৷ পাশাপাশি সোনা জিততে না পারলেও পোডিয়াম ফিনিশ করল পুরুষ দলও ৷ পুরুষ বিভাগে ব্রোঞ্জ জিতলেন রাজবীর গিল, আয়ুষ রুদ্ররাজু এবং অভয় সিং সেখন ৷
শুক্রবার লিমায় দলগত স্কিট বিভাগে ইতালির দামিয়ানা পাওলাচ্চি, সারা বনজিনি এবং গিয়াদা লনঝিকে 6-0 ব্যবধানে পরাস্ত করে ভারতের মহিলা দল ৷ ব্রোঞ্জ পদক ম্যাচে ওই একই ব্যবধানে তুরস্কের কাছে পরাজিত হয় পুরুষ দল ৷ উল্লেখ্য, বৃহস্পতিবার মেয়েদের ব্যক্তিগত স্কিট ইভেন্টে রুপো জিতে নিয়েছিলেন মহিলা দলের সদস্য গানেমত সেখন ৷ যিনি চলতি বছরের শুরুতে নয়াদিল্লিতে প্রথম সিনিয়র বিশ্বকাপ আবির্ভাবেই পদক জিতে চমকে দিয়েছিলেন ৷ পাশাপাশি টোকিয়োর হতাশা ঝেড়ে ফেলে জুনিয়র বিশ্ব চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক ছিনিয়ে নিলেন মনু ভাকের ৷ 10 মিটার এয়ার পিস্তল ইভেন্টে শুক্রবার পোডিয়াম শীর্ষে থামলেন তিনি ৷
আরও পড়ুন: Neeraj Chopra : মা-বাবাকে বিমানে বসিয়ে ‘ছোট্ট’ স্বপ্নপূরণ সোনার ছেলে নীরজের
অন্যদিকে দলগত ইভেন্টে পদক জিতলেও ব্যক্তিগত স্কিট ইভেন্টে খাতা খুলতে পারেননি পুরুষ দলের সদস্যরা ৷ রাজবীর, অভয় এবং আয়ুষের কেউই ব্যক্তিগত ইভেন্টের ফাইনালে প্রবেশ করতে পারেননি ৷ সবমিলিয়ে দু’টি সোনা, তিনটি রুপো এবং দু’টি ব্রোঞ্জ সহযোগে জুনিয়র শুটিং চ্যাম্পিয়নশিপে আপাতত দ্বিতীয় স্থানে রয়েছে ভারত ৷ তিনটি সোনা সহযোগে মোট সাতটি পদক জিতে পদকতালিকার শীর্ষে মার্কিন যুক্তরাষ্ট্র ৷ পেরুর রাজধানী শহরে জুনিয়র বিশ্ব চ্যাম্পিয়নশিপে অংশ নিচ্ছেন 32টি দেশের 370 জন প্রতিযোগী ৷ টোকিয়ো অলিম্পিকসের পর এটিই সর্বপ্রথম মাল্টি-ডিসপ্লিন শুটিং ইভেন্ট ৷