ETV Bharat / sports

90 ঘণ্টা জেগে 1200 কিলোমিটার সাইক্লিং, নজির লেফটেনন্ট জেনেরাল অনিল পুরির

19 অগাস্ট প্যারিস থেকে শুরু হওয়া 1200 কিলোমিটারের রেসটি শেষ হয় 23 অগাস্ট । 56 বছর বয়সি অনিল পুরি লাগাতার 90 ঘণ্টা সাইকেল চালিয়ে পাহাড়ি রাস্তা অতিক্রম করে এই ইভেন্ট শেষ করার কৃতিত্ব অর্জন করেন ।

90 ঘণ্টা জেগে 1200 কিলোমিটার সাইক্লিং, নজির লেফটনেন্ট জেনেরাল অনিল পুরির
author img

By

Published : Aug 25, 2019, 1:36 PM IST

প্যারিস, 25 অগাস্ট : ভারতীয় সেনায় কর্মরত প্রথম জেনেরাল হিসেবে ফ্রান্সের 1200 কিলোমিটারের সাইক্লিং ইভেন্ট শেষ করলেন লেফটেনন্ট জেনেরাল অনিল পুরি । 19 অগাস্ট প্যারিস থেকে শুরু হওয়া 1200 কিলোমিটারের এই রেসটি শেষ হয় 23 অগাস্ট । 56 বছর বয়সি অনিল পুরি লাগাতার 90 ঘণ্টা সাইকেল চালিয়ে পাহাড়ি রাস্তা অতিক্রম করে এই ইভেন্ট শেষ করার কৃতিত্ব অর্জন করেন । 90 ঘণ্টায় ঘুম বা বিশ্রামও নেওয়া হয়নি তাঁর ।

1200 কিলোমিটারের এই সাইক্লিং ইভেন্টে ভারত থেকে মোট 367 জন অংশগ্রহণ করেন । তবে রেসটি শেষ করতে সক্ষম হন মাত্র 80 জন । ভারত ছাড়াও 60টি দেশ থেকে মোট 6500 জন এই ইভেন্টে অংশগ্রহণ করেন ।

ইভেন্ট শেষ করার পর লেফটেনন্ট জেনেরাল পুরি বলেন, "মানুষের মস্তিষ্ক খুব সুন্দর একটি যন্ত্রের মতো । মস্তিষ্ককে সবসময় উত্তেজিত রাখতে হয়, কাজের মধ্যে রাখতে হয় । প্রতি তিন বা পাঁচ বছর অন্তর অন্তর আমাদের শখ পরিবর্তন করে নতুন নতুন জিনিসের অভিজ্ঞতা অর্জন করা উচিত । ভারতীয়রা সাধারণত পাহাড়ে সাইকেল চালায় না । এর জন্য আমরা তাড়াতাড়ি ক্লান্ত হয়ে পড়ি । আমি সেই চ্যালেঞ্জটাই নিতে চেয়েছিলাম ।"

প্যারিস, 25 অগাস্ট : ভারতীয় সেনায় কর্মরত প্রথম জেনেরাল হিসেবে ফ্রান্সের 1200 কিলোমিটারের সাইক্লিং ইভেন্ট শেষ করলেন লেফটেনন্ট জেনেরাল অনিল পুরি । 19 অগাস্ট প্যারিস থেকে শুরু হওয়া 1200 কিলোমিটারের এই রেসটি শেষ হয় 23 অগাস্ট । 56 বছর বয়সি অনিল পুরি লাগাতার 90 ঘণ্টা সাইকেল চালিয়ে পাহাড়ি রাস্তা অতিক্রম করে এই ইভেন্ট শেষ করার কৃতিত্ব অর্জন করেন । 90 ঘণ্টায় ঘুম বা বিশ্রামও নেওয়া হয়নি তাঁর ।

1200 কিলোমিটারের এই সাইক্লিং ইভেন্টে ভারত থেকে মোট 367 জন অংশগ্রহণ করেন । তবে রেসটি শেষ করতে সক্ষম হন মাত্র 80 জন । ভারত ছাড়াও 60টি দেশ থেকে মোট 6500 জন এই ইভেন্টে অংশগ্রহণ করেন ।

ইভেন্ট শেষ করার পর লেফটেনন্ট জেনেরাল পুরি বলেন, "মানুষের মস্তিষ্ক খুব সুন্দর একটি যন্ত্রের মতো । মস্তিষ্ককে সবসময় উত্তেজিত রাখতে হয়, কাজের মধ্যে রাখতে হয় । প্রতি তিন বা পাঁচ বছর অন্তর অন্তর আমাদের শখ পরিবর্তন করে নতুন নতুন জিনিসের অভিজ্ঞতা অর্জন করা উচিত । ভারতীয়রা সাধারণত পাহাড়ে সাইকেল চালায় না । এর জন্য আমরা তাড়াতাড়ি ক্লান্ত হয়ে পড়ি । আমি সেই চ্যালেঞ্জটাই নিতে চেয়েছিলাম ।"

New Delhi, Aug 25 (ANI): Several political leaders from different parties arrived at Arun Jaitley's residence in Delhi to pay their last respects. Senior Congress leader Motilal Vohra, NCP leaders Sharad Pawar and former Andhra Pradesh Chief Minister Chandrababu Naidu also arrived at his residence. Former finance minister died at the age of 66 at AIIMS in New Delhi on August 24.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.