ETV Bharat / sports

Oliver Kahn Football Academy: ফুটবল শিক্ষার দৃষ্টিভঙ্গি বদলের লক্ষ্যে ভারতে ফুটবল অ্যাকাডেমি কানের - অলিভার কানের ফুটবল অ্যাকাডেমি

Oliver Kahn's Football Academy to Transform The Landscape of Football Education: ফুটবল শিক্ষার দৃষ্টিভঙ্গি বদলের সঙ্গে সামাজিক উন্নতির লক্ষ্যে ভারতে প্রথম ফুটবল অ্যাকাডেমি খুললেন কিংবদন্তি জার্মান গোলকিপার অলিভার কান ৷ আজ মুম্বইয়ে তাঁর এই অ্যাকাডেমির প্রথম শাখার উদ্বোধন করলেন কিংবদন্তি ফুটবলার ৷

Image Courtesy: Oliver Kahn X
Image Courtesy: Oliver Kahn X
author img

By PTI

Published : Nov 11, 2023, 8:43 PM IST

মুম্বই, 11 নভেম্বর: ভারতের প্রথম ফুটবল অ্যাকাডেমির সূচনা করলেন প্রাক্তন জার্মান গোলরক্ষক কিংবদন্তি অলিভার কান ৷ এই অ্যাকাডেমির উদ্দেশ্য ভারতে ‘ফুটবল শিক্ষার দৃষ্টিভঙ্গি বদল’ করা ৷ সেই সঙ্গে ফুটবলের মাধ্যমে ভারতীয় যুবসমাজের উন্নয়ন অলিভার কান অ্যাকাডেমির উদ্দেশ্য ৷ মহারাষ্ট্রে প্রো10-এর সঙ্গে যৌথ উদ্যোগে এই অ্যাকডেমি চালু করেছেন জার্মান ফুটবলার ৷

বিশ্বজুড়ে অলিভার কান অ্যাকাডেমি শুধু ফুটবল প্রশিক্ষণই প্রদান করবে না, তাদের লক্ষ্য আগামী প্রজন্ম এবং বর্তমান ফুটবলারদের ফুটবল শিক্ষায় শিক্ষিত করা ৷ বিশ্বের বিভিন্ন দেশে গত কয়েক দশক ধরে এই কাজ করে চলেছে এই সংস্থা ৷ ভারতে অলিভার কান অ্যাকাডেমির আরও অনেক শাখা খোলার পরিকল্পনা রয়েছে ৷ বড় শহরের পাশাপাশি ছোট শহরগুলিতেও অ্যাকাডেমি চালু করার পরিকল্পনার কথা জানিয়েছেন অলিভার কান ৷ সংশ্লিষ্ট শহরের স্থানীয় ক্লাবগুলির সঙ্গে যৌথভাবে এই অ্যাকাডেমি চালু করা হবে ৷

এক বিবৃতিতে কান বলেছেন, তিনি বিশ্বাস করেন ভারতে অনেক প্রতিভা আছে ৷ যারা সঠিক সুযোগের অভাবে দিনের আলো দেখতে পায় না ৷ সেই সব প্রতিভাদের সামনের সারিতে তুলে আনার কাজ করবে তাঁর অ্যাকাডেমি ৷ তিনি বলেন, ‘‘ভারত এমন একটা দেশ, যাঁদের ফুটবলে অসাধারণ সম্ভাবনা রয়েছে ৷ এই দেশের যেটা দরকার তা হল, সঠিক ফুটবল শিক্ষা, একটি সুশৃঙ্খল পাঠক্রম এবং খেলার বিকাশের জন্য বিশ্বমানের সুবিধা ৷ আমাদের লক্ষ্য ভারতকে ফুটবল খেলায় সেরা তৈরি করা ৷ আর আমার বিশ্বাস ভারতের ফুটবলে যথেষ্ট সম্ভাবনা রয়েছে আগামী দিনে বিশ্বমঞ্চে দাপট দেখানোর ৷’’

ভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবে এদিন টুইট করে অলিভার কানকে স্বাগত জানিয়েছেন ৷ ভারতীয় ফুটবলের উন্নয়নে জার্মান কিংবদন্তির এই উদ্যোগ আগামী দিনে ফলপ্রসূ হবে বলে মনে করছে এআইএফএফ ৷

আরও পড়ুন:

  1. 'বিশ্বাসভঙ্গে'র দায়ে বহিষ্কার এআইএফএফ সাধারণ সচিব শাজি প্রভাকরণ
  2. চক দে ইন্ডিয়া! জাপানকে 4-0 হারিয়ে খেতাব জয় ভারতের মেয়েদের

মুম্বই, 11 নভেম্বর: ভারতের প্রথম ফুটবল অ্যাকাডেমির সূচনা করলেন প্রাক্তন জার্মান গোলরক্ষক কিংবদন্তি অলিভার কান ৷ এই অ্যাকাডেমির উদ্দেশ্য ভারতে ‘ফুটবল শিক্ষার দৃষ্টিভঙ্গি বদল’ করা ৷ সেই সঙ্গে ফুটবলের মাধ্যমে ভারতীয় যুবসমাজের উন্নয়ন অলিভার কান অ্যাকাডেমির উদ্দেশ্য ৷ মহারাষ্ট্রে প্রো10-এর সঙ্গে যৌথ উদ্যোগে এই অ্যাকডেমি চালু করেছেন জার্মান ফুটবলার ৷

বিশ্বজুড়ে অলিভার কান অ্যাকাডেমি শুধু ফুটবল প্রশিক্ষণই প্রদান করবে না, তাদের লক্ষ্য আগামী প্রজন্ম এবং বর্তমান ফুটবলারদের ফুটবল শিক্ষায় শিক্ষিত করা ৷ বিশ্বের বিভিন্ন দেশে গত কয়েক দশক ধরে এই কাজ করে চলেছে এই সংস্থা ৷ ভারতে অলিভার কান অ্যাকাডেমির আরও অনেক শাখা খোলার পরিকল্পনা রয়েছে ৷ বড় শহরের পাশাপাশি ছোট শহরগুলিতেও অ্যাকাডেমি চালু করার পরিকল্পনার কথা জানিয়েছেন অলিভার কান ৷ সংশ্লিষ্ট শহরের স্থানীয় ক্লাবগুলির সঙ্গে যৌথভাবে এই অ্যাকাডেমি চালু করা হবে ৷

এক বিবৃতিতে কান বলেছেন, তিনি বিশ্বাস করেন ভারতে অনেক প্রতিভা আছে ৷ যারা সঠিক সুযোগের অভাবে দিনের আলো দেখতে পায় না ৷ সেই সব প্রতিভাদের সামনের সারিতে তুলে আনার কাজ করবে তাঁর অ্যাকাডেমি ৷ তিনি বলেন, ‘‘ভারত এমন একটা দেশ, যাঁদের ফুটবলে অসাধারণ সম্ভাবনা রয়েছে ৷ এই দেশের যেটা দরকার তা হল, সঠিক ফুটবল শিক্ষা, একটি সুশৃঙ্খল পাঠক্রম এবং খেলার বিকাশের জন্য বিশ্বমানের সুবিধা ৷ আমাদের লক্ষ্য ভারতকে ফুটবল খেলায় সেরা তৈরি করা ৷ আর আমার বিশ্বাস ভারতের ফুটবলে যথেষ্ট সম্ভাবনা রয়েছে আগামী দিনে বিশ্বমঞ্চে দাপট দেখানোর ৷’’

ভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবে এদিন টুইট করে অলিভার কানকে স্বাগত জানিয়েছেন ৷ ভারতীয় ফুটবলের উন্নয়নে জার্মান কিংবদন্তির এই উদ্যোগ আগামী দিনে ফলপ্রসূ হবে বলে মনে করছে এআইএফএফ ৷

আরও পড়ুন:

  1. 'বিশ্বাসভঙ্গে'র দায়ে বহিষ্কার এআইএফএফ সাধারণ সচিব শাজি প্রভাকরণ
  2. চক দে ইন্ডিয়া! জাপানকে 4-0 হারিয়ে খেতাব জয় ভারতের মেয়েদের
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.