ETV Bharat / sports

FIFA World Cup 2022: চোটের আশঙ্কায় হালকা অনুশীলনে মেসি

কাতারে বিশ্বকাপ শুরুর আগেই মহাতারকাদের চোটাঘাত নিয়ে চিন্তিত ফুটবল বিশ্ব (FIFA World Cup 2022) ৷ এই আবহে শুক্রবার অনুশীলন করেননি লিও মেসি ৷ শনিবার বাকি দলের থেকে আলাদা হয়ে হালকা অনুশীলন করেন (Leonel Messi does Light Training Away from Argentina Team) ৷

fifa-world-cup-2022-leonel-messi-does-light-training-away-from-argentina-team
fifa-world-cup-2022-leonel-messi-does-light-training-away-from-argentina-team
author img

By

Published : Nov 20, 2022, 11:58 AM IST

Updated : Nov 20, 2022, 2:48 PM IST

দোহা, 20 নভেম্বর: করিম বেঞ্জেমার পর কি এবার লিওনেল মেসি ? দোহায় আর্জেন্তিনার অনুশীলনের যে ছবি সামনে এসেছে, তাতে শঙ্কিত ফুটবল প্রেমীরা ৷ শনিবার বাকি দলের থেকে সম্পূর্ণ আলাদা থাকলেন আর্জেন্তাইন মহাতারকা (Leonel Messi does Light Training Away from Argentina Team) ৷ হালকা অনুশীলন করলেন তিনি ৷ একটি সংবাদ সংস্থার প্রকাশিত খবর অনুযায়ী, মেসি অনুরাগীদের অনেকেই মনে করেন, বিশ্বকাপের আগে তিনি পুরনো কোনও চোটের শুশ্রূষা করছেন ৷ সেই কারণেই বাকি দলের থেকে আলাদা থেকে হালকা ট্রেনিং করছেন লিওনেল মেসি ৷

তবে, আর্জেন্তিনার সংবাদ মাধ্যম এবশ্য দাবি করেছে, পেশির ক্লান্তির জন্য সতর্কতার কারণে 35 বছরের লিওনেল মেসি নিজেকে আলাদা রেখে হালকা অনুশীলন করছেন ৷ প্রসঙ্গত, আগামী 22 নভেম্বর মঙ্গলবার গ্রুপ-সি তে সৌদি আরবের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলবে মেসি আর্জেন্তিনা ৷ আর এটাই সম্ভবত মেসির শেষ বিশ্বকাপ (FIFA World Cup 2022) ৷ তাই সমগ্র ফুটবল বিশ্ব আশায় বুক বেঁধে রয়েছে, মহাতারকার হাতে বিশ্বকাপ ট্রফি দেখার জন্য ৷ যা সত্যি হলে, লিওনেল মেসির অসাধারণ ফুটবল কেরিয়ারকে আরও বর্ণময় করে তুলবে ৷

আরও পড়ুন: নয়া চোট, কাতার বিশ্বকাপে নেই করিম বেঞ্জেমা

শোনা যাচ্ছে, শুক্রবারও কাতার বিশ্ববিদ্যালয়ের মাঠে দলের মূল অনুশীলনে যাননি মেসি ৷ বদল জিমে সময় কাটিয়েছেন ৷ প্রসঙ্গত, এমাসের শুরুর দিকে প্যারিস সেন্ট জার্মেইনের হয়ে ম্যাচেও নামেননি মেসি ৷ তাঁর পাঁয়ের গোড়ালি হাড় ফুলে যাওয়ার কারণে চিকিৎসা চলছিল ৷ ফলে বিশ্বকাপের মূলপর্বের আগে আর্জেন্তাইন মহাতারকাকে নিয়ে কোনওপ্রকার ঝুঁকি নিতে নারাজ টিম ম্যানেজমেন্ট ৷ ফিফা বিশ্বকাপে গ্রুপ-সি’তে আর্জেন্তিনা ছাড়া রয়েছে, সৌদি আরব, মেক্সিকো ও পোল্যান্ড ৷

দোহা, 20 নভেম্বর: করিম বেঞ্জেমার পর কি এবার লিওনেল মেসি ? দোহায় আর্জেন্তিনার অনুশীলনের যে ছবি সামনে এসেছে, তাতে শঙ্কিত ফুটবল প্রেমীরা ৷ শনিবার বাকি দলের থেকে সম্পূর্ণ আলাদা থাকলেন আর্জেন্তাইন মহাতারকা (Leonel Messi does Light Training Away from Argentina Team) ৷ হালকা অনুশীলন করলেন তিনি ৷ একটি সংবাদ সংস্থার প্রকাশিত খবর অনুযায়ী, মেসি অনুরাগীদের অনেকেই মনে করেন, বিশ্বকাপের আগে তিনি পুরনো কোনও চোটের শুশ্রূষা করছেন ৷ সেই কারণেই বাকি দলের থেকে আলাদা থেকে হালকা ট্রেনিং করছেন লিওনেল মেসি ৷

তবে, আর্জেন্তিনার সংবাদ মাধ্যম এবশ্য দাবি করেছে, পেশির ক্লান্তির জন্য সতর্কতার কারণে 35 বছরের লিওনেল মেসি নিজেকে আলাদা রেখে হালকা অনুশীলন করছেন ৷ প্রসঙ্গত, আগামী 22 নভেম্বর মঙ্গলবার গ্রুপ-সি তে সৌদি আরবের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলবে মেসি আর্জেন্তিনা ৷ আর এটাই সম্ভবত মেসির শেষ বিশ্বকাপ (FIFA World Cup 2022) ৷ তাই সমগ্র ফুটবল বিশ্ব আশায় বুক বেঁধে রয়েছে, মহাতারকার হাতে বিশ্বকাপ ট্রফি দেখার জন্য ৷ যা সত্যি হলে, লিওনেল মেসির অসাধারণ ফুটবল কেরিয়ারকে আরও বর্ণময় করে তুলবে ৷

আরও পড়ুন: নয়া চোট, কাতার বিশ্বকাপে নেই করিম বেঞ্জেমা

শোনা যাচ্ছে, শুক্রবারও কাতার বিশ্ববিদ্যালয়ের মাঠে দলের মূল অনুশীলনে যাননি মেসি ৷ বদল জিমে সময় কাটিয়েছেন ৷ প্রসঙ্গত, এমাসের শুরুর দিকে প্যারিস সেন্ট জার্মেইনের হয়ে ম্যাচেও নামেননি মেসি ৷ তাঁর পাঁয়ের গোড়ালি হাড় ফুলে যাওয়ার কারণে চিকিৎসা চলছিল ৷ ফলে বিশ্বকাপের মূলপর্বের আগে আর্জেন্তাইন মহাতারকাকে নিয়ে কোনওপ্রকার ঝুঁকি নিতে নারাজ টিম ম্যানেজমেন্ট ৷ ফিফা বিশ্বকাপে গ্রুপ-সি’তে আর্জেন্তিনা ছাড়া রয়েছে, সৌদি আরব, মেক্সিকো ও পোল্যান্ড ৷

Last Updated : Nov 20, 2022, 2:48 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.