ETV Bharat / sports

Roger Federer: উইম্বলডনের প্রবেশ পথে আটকে দেওয়া হয়েছিল আটবারের চ্যাম্পিয়ন ফেডেরারকে

উইম্বলডনে প্রবেশ করতে নিরাপত্তরক্ষীর কাছে প্রার্থনা করতে হয়েছিলে রজার ফেডেরারকে (Eight Time Wimbledon Title-Winner Roger Federer Pleaded to Enter Stadium) ৷ সেই মজার ঘটনা প্রথমবার সকলের সঙ্গে ভাগ করে নিলেন ফেডেক্স ৷

Eight Time Wimbledon Title-Winner Roger Federer Pleaded to Enter Stadium
Eight Time Wimbledon Title-Winner Roger Federer Pleaded to Enter Stadium
author img

By

Published : Dec 9, 2022, 9:21 PM IST

ওয়াশিংটন, 9 ডিসেম্বর: আপনি কে ? আপনার পরিচয় কী ? এমন প্রশ্ন যদি কোনও মহাতারকাকে করা হয় ৷ পুরো দুনিয়া ভাববে, প্রশ্নকর্তা দুনিয়াদারির পরোয়া করেন না ৷ আর সেই প্রশ্নটা যদি করা হয়, কিংবদন্তি রজার ফেডেরারকে ! হ্যাঁ ৷ তাও আবার উইম্বলডনের প্রবেশদ্বারে ৷ এমনই অভিজ্ঞতার সাক্ষী হয়েছেন খোদ 8 বারের উইম্বলডন চ্যাম্পিয়ন রজার ফেডেরার (Eight Time Wimbledon Title-Winner Roger Federer Pleaded to Enter Stadium) ৷ যা উইম্বলডন সিঙ্গলস জয়ের সর্বকালীন রেকর্ড ৷ সেই রেকর্ডের মালিককে উইম্বলডনের গেটে (Wimbledon Stadium) নিরাপত্তারক্ষীর কাছ থেকে এমনই প্রশ্ন শুনতে হয়েছিল ৷ সম্প্রতি একটি মার্কিন টিভি শো-তে সেই অভিজ্ঞতার কথা শোনালেন রজার ফেডেরার ৷

ফেডেক্স জানান, তিনি হাঁটুর সমস্যার জন্য লন্ডন গিয়েছিলেন ডাক্তার দেখাতে ৷ চিকিৎসকের সঙ্গে অ্যাপয়েনমেন্ট শেষে তিনি সুইৎজারল্যান্ডের বিমান ধরবেন বলে বেরিয়েছেন ৷ কিন্তু, হাতে প্রায় 2 ঘণ্টা অতিরিক্ত সময় ছিল ৷ তাই সঙ্গে থাকা কোচকে নিয়ে উইম্বলডনে যাওয়ার সিদ্ধান্ত নেন ৷ সেখানে চা খাবেন বলে ৷ কিন্তু, উইম্বলডনের মেইন গেটে তাঁকে এক অপ্রীতিকর পরিস্থিতির সামনে পড়তে হয় ৷

ফেডেরার বলেন, ‘‘আমি গাড়ি থেকে নেমে গেটের কাছে যাই ৷ সিকিউরিটিতে এক মহিলা ছিলেন ৷ তাঁকে আমি গেট খুলে দিতে বলি ৷ কিন্তু, উনি আমাকে প্রশ্ন করেন, আপনি কি সদস্য ? তাহলে কার্ড দেখান ৷’’ বিপত্তিতে পড়েন আটবারের উইম্বলডন জয়ী কিংবদবন্তি ৷ কারণ, তাঁর জানাই ছিল না উইম্বলডনের সদস্যদের পরিচয়পত্র থাকে ৷ প্রসঙ্গত, একবার উইম্বলডন জিতলে ওই খেলোয়াড় আপনা থেকেই অতিথি হিসেবে সদস্য পদ লাভ করেন ক্লাবের ৷ কিন্তু, তার জন্য যে পরিচয়পত্র দেখাতে হয়, তা রজার ফেডেরার খোঁজ রাখবেন ! এটা ভাবা কিছুটা মুর্খামির সামিল বলে মনে হতেই পারে অনেকের ৷

আরও পড়ুন: কোয়ার্টারে ক্রোটদের বিরুদ্ধে ফের সাম্বায় মাততে চান নেইমার-ভিনিরা

স্বাভাবিকভাবে উইম্বলডনের সদস্য হিসেবে পরিচয়পত্র না-থাকায় তাঁকে ভিতরে প্রবেশ করতে দেননি নিরাপত্তারক্ষী ওই মহিলা ৷ রজার সাক্ষাৎকারে বলেন, ‘‘আমি ওই মহিলাকে বলি, আমার সঙ্গে মেম্বারশিপ কার্ড নেই ৷ কিন্তু, আমি মেম্বার ৷ কিন্তু, আমি বুঝতে পারছি না কোথা দিয়ে ভিতরে ঢুকব ৷’’ রজারের কথায় ওই মহিলা নিরাপত্তারক্ষী বলেন, ‘‘হ্যাঁ, কিন্তু আপনাকে মেম্বার হতে হবে ৷ আবার তাঁকে বলি, আমি আপনার কাছে জিজ্ঞেস করছি, কোথা দিয়ে ভিতরে যাব ৷ কিন্তু, তিনি আবারও একই জবাব দেন, আমাকে মেম্বার হতে হবে ৷’’

আরও পড়ুন: কোয়ার্টারে মেসির সামনে চ্যালেঞ্জিং হতে পারেন ডাচ ভ্যান ডাইক

রজার ফেডেরার জানান, সেই সময় তাঁকে বাধ্য় হয়ে বলতে হয় যে, তিনি আটবার উইম্বলডন জিতেছেন ৷ যা বলার সময় তিনি লজ্জায় মাথা তুলতে পারেননি ৷ তবে, তাতেও চিড়ে ভেজেনি ৷ বাধ্য হয়ে গাড়িতে ফিরে আসেন রজার ৷ সেই সময় সেখানে এক ব্যক্তি ফেডেরারকে দেখে সেলফি তোলার আবদার জানান ৷ সেই সময় ওই অনুরাগীর মুখে রজারের নাম শুনে নিরাপত্তরক্ষী তাঁকে গেট খুলে দেন ৷ এমনকি তাঁকে জিজ্ঞেসও করেন, আপনিই রজার ফেডেরার ! সাক্ষাৎকারে সেই ঘটনা হাসতে হাসতে সকলের সঙ্গে ভাগ করে নেন ফেডেক্স ৷ তবে, ওই নিরাপত্তরক্ষীর নিজের কাজের প্রতি নিষ্ঠার প্রশংসা করেছেন টেনিস কিংবদন্তি ৷

ওয়াশিংটন, 9 ডিসেম্বর: আপনি কে ? আপনার পরিচয় কী ? এমন প্রশ্ন যদি কোনও মহাতারকাকে করা হয় ৷ পুরো দুনিয়া ভাববে, প্রশ্নকর্তা দুনিয়াদারির পরোয়া করেন না ৷ আর সেই প্রশ্নটা যদি করা হয়, কিংবদন্তি রজার ফেডেরারকে ! হ্যাঁ ৷ তাও আবার উইম্বলডনের প্রবেশদ্বারে ৷ এমনই অভিজ্ঞতার সাক্ষী হয়েছেন খোদ 8 বারের উইম্বলডন চ্যাম্পিয়ন রজার ফেডেরার (Eight Time Wimbledon Title-Winner Roger Federer Pleaded to Enter Stadium) ৷ যা উইম্বলডন সিঙ্গলস জয়ের সর্বকালীন রেকর্ড ৷ সেই রেকর্ডের মালিককে উইম্বলডনের গেটে (Wimbledon Stadium) নিরাপত্তারক্ষীর কাছ থেকে এমনই প্রশ্ন শুনতে হয়েছিল ৷ সম্প্রতি একটি মার্কিন টিভি শো-তে সেই অভিজ্ঞতার কথা শোনালেন রজার ফেডেরার ৷

ফেডেক্স জানান, তিনি হাঁটুর সমস্যার জন্য লন্ডন গিয়েছিলেন ডাক্তার দেখাতে ৷ চিকিৎসকের সঙ্গে অ্যাপয়েনমেন্ট শেষে তিনি সুইৎজারল্যান্ডের বিমান ধরবেন বলে বেরিয়েছেন ৷ কিন্তু, হাতে প্রায় 2 ঘণ্টা অতিরিক্ত সময় ছিল ৷ তাই সঙ্গে থাকা কোচকে নিয়ে উইম্বলডনে যাওয়ার সিদ্ধান্ত নেন ৷ সেখানে চা খাবেন বলে ৷ কিন্তু, উইম্বলডনের মেইন গেটে তাঁকে এক অপ্রীতিকর পরিস্থিতির সামনে পড়তে হয় ৷

ফেডেরার বলেন, ‘‘আমি গাড়ি থেকে নেমে গেটের কাছে যাই ৷ সিকিউরিটিতে এক মহিলা ছিলেন ৷ তাঁকে আমি গেট খুলে দিতে বলি ৷ কিন্তু, উনি আমাকে প্রশ্ন করেন, আপনি কি সদস্য ? তাহলে কার্ড দেখান ৷’’ বিপত্তিতে পড়েন আটবারের উইম্বলডন জয়ী কিংবদবন্তি ৷ কারণ, তাঁর জানাই ছিল না উইম্বলডনের সদস্যদের পরিচয়পত্র থাকে ৷ প্রসঙ্গত, একবার উইম্বলডন জিতলে ওই খেলোয়াড় আপনা থেকেই অতিথি হিসেবে সদস্য পদ লাভ করেন ক্লাবের ৷ কিন্তু, তার জন্য যে পরিচয়পত্র দেখাতে হয়, তা রজার ফেডেরার খোঁজ রাখবেন ! এটা ভাবা কিছুটা মুর্খামির সামিল বলে মনে হতেই পারে অনেকের ৷

আরও পড়ুন: কোয়ার্টারে ক্রোটদের বিরুদ্ধে ফের সাম্বায় মাততে চান নেইমার-ভিনিরা

স্বাভাবিকভাবে উইম্বলডনের সদস্য হিসেবে পরিচয়পত্র না-থাকায় তাঁকে ভিতরে প্রবেশ করতে দেননি নিরাপত্তারক্ষী ওই মহিলা ৷ রজার সাক্ষাৎকারে বলেন, ‘‘আমি ওই মহিলাকে বলি, আমার সঙ্গে মেম্বারশিপ কার্ড নেই ৷ কিন্তু, আমি মেম্বার ৷ কিন্তু, আমি বুঝতে পারছি না কোথা দিয়ে ভিতরে ঢুকব ৷’’ রজারের কথায় ওই মহিলা নিরাপত্তারক্ষী বলেন, ‘‘হ্যাঁ, কিন্তু আপনাকে মেম্বার হতে হবে ৷ আবার তাঁকে বলি, আমি আপনার কাছে জিজ্ঞেস করছি, কোথা দিয়ে ভিতরে যাব ৷ কিন্তু, তিনি আবারও একই জবাব দেন, আমাকে মেম্বার হতে হবে ৷’’

আরও পড়ুন: কোয়ার্টারে মেসির সামনে চ্যালেঞ্জিং হতে পারেন ডাচ ভ্যান ডাইক

রজার ফেডেরার জানান, সেই সময় তাঁকে বাধ্য় হয়ে বলতে হয় যে, তিনি আটবার উইম্বলডন জিতেছেন ৷ যা বলার সময় তিনি লজ্জায় মাথা তুলতে পারেননি ৷ তবে, তাতেও চিড়ে ভেজেনি ৷ বাধ্য হয়ে গাড়িতে ফিরে আসেন রজার ৷ সেই সময় সেখানে এক ব্যক্তি ফেডেরারকে দেখে সেলফি তোলার আবদার জানান ৷ সেই সময় ওই অনুরাগীর মুখে রজারের নাম শুনে নিরাপত্তরক্ষী তাঁকে গেট খুলে দেন ৷ এমনকি তাঁকে জিজ্ঞেসও করেন, আপনিই রজার ফেডেরার ! সাক্ষাৎকারে সেই ঘটনা হাসতে হাসতে সকলের সঙ্গে ভাগ করে নেন ফেডেক্স ৷ তবে, ওই নিরাপত্তরক্ষীর নিজের কাজের প্রতি নিষ্ঠার প্রশংসা করেছেন টেনিস কিংবদন্তি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.